নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
আমি প্রায় অনেক বছর ধরে আমি সংযুক্ত আরব আমিরাতে থাকি, তো আমার নিজ চোখে দেখা ঘটনা বা এই দেশের বিভিন্ন দেশের নারীদের কাজের নামে কিভাবে লাঞ্ছিত করা হয় তার কথা নাই বা বললাম, অবশ্যই কম বেশী এদের ইতিহাস সবাই'ই জানা আছে!
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে আমাদের বাংলাদেশের ভিসা অনেক বছর ধরে বন্ধ ছিল(কি কারনে বন্ধ ছিল তা জানার বিষয় না) হঠাৎ করে গত কয়েক মাস আগে বাংলাদেশের ভিসা পূর্ণরায় চালু করেছে কিন্তু পুরুষ না শুধু মহিলা
আমার বাংলাদেশের মা-বোন যারা আসচ্ছেন বা আসবেন বলে ভাবছেন এবং অভিভাবক যারা পাঠাচ্ছেন বা পাঠাবেন ভাবছেন তাদেরকে বেশী ভূমিকায় না গিয়ে এক কথায় বলি...
নিশ্চিত প্রায় সবাই নিজের জীবিকার জন্য নিজের জীবনের শ্রেষ্ঠ আমানত(ইজ্জত) বাংলাদেশে রেখে আসবেন কী? আপনারা কী এইটা চান, শুধু কিছু টাকার জন্য মা-বউ-বোনদেরকে নিশ্চিত যৌন ও শারীরিক নির্যাতনের মুখে ঠেলে দিতে?
তাই আগে পিছে ভেবে সিদ্ধান্ত নিন। প্রিয়তমা স্ত্রী, মা- বোনদেরকে ডুবাই(আরব আমিরাতে) ও সৌদি আরবে পাঠিয়ে দুর্ভোগের মুখে ঠেলে দেবেন না!
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে নারী শ্রমিক জনশক্তি রপ্তানি নয় এটা হবে যৌনশক্তি রপ্তানি!
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, সৌদি আরব ও আমিরাতের লোক খুবই আল্লাহ্ ভক্ত কিন্তু ব্যক্তিগতভাবে তা ভিন্ন, আমি বহু বছর ধরে এই আরব দেশে আছি তাই নিজ চোখে তাদের দেখতে পাচ্ছি/পেরেছি। বিস্তারিত জানতে আপনাকে পরের পোস্টের অপেক্ষায় থাকতে হবে! তো অপেক্ষা করুন।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: সৌদি আরবের লোক আল্লাহভক্ত কিনা, সেটা প্রশ্নসাপেক্ষ। তবে কুরআন-হাদীসে জিনা ব্যভিচারের যে ভয়ানক পরিণতির কথা বলা হয়েছে, সেটা যদি তাদের জানা থাকত, তবে গৃহকর্মী আমদানির কথা ভুলেও মাথায় আনত না। আরবের মানুষ হলেই জিনা ব্যাভিচার করবেনা - এটা অত্যন্ত ভুল ধারণা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: নীল আকাশ ভাই, আপনি সঠিক কথাটায় বলেছেন, আপনার সাথে আমিও একমত!
©somewhere in net ltd.
১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২
ডিজ৪০৩ বলেছেন: সৌদি আরবের লোক জানতাম খুবই আল্লাহ্ ভক্ত । আপনার কাছে আমার প্রশ্ন সেই নবীর দেশের লোক কীভাবে এতো খারাপ হতে পারেন ? আমরা বাঙ্গালী মুসলমান , আমরও ত এমন না । তাহলে কীভাবে আপনার এই বিশ্বাস হল জানালে খুশী হব।