নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

তোদের মত বাঙ্গালীদের মুখে আমার কফ যুক্ত থু থু!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫

আসলেই আমরা জাতি আবেগে খারাপ! আরে বাবা শ্রীলংকা আমাদের ৩৩৩ টার্গেট দিয়েছে, ম্যাচ জিতে তো যাইনি! এখনো বাংলাদেশ ব্যাট করেনি।

তো? তো কি আগে ব্যাট করুক, তারপর না হয় আবেগের ঠেলায় সাময়িক একটু খানি আবেগময়ভাবে লিখেন, কিন্তু এত আগে গাল মন্দ করার দরকার কি?

আগে পুরো ম্যাচটায় দেখেন, তারপর না হয় ম্যাচ হারার কি কারণ তা আপনার/আমার আবেগি বিবেচনায় কিছু বলেন/বলি।

বাংলাদেশ ক্রিকেট দল ও খেলোয়াড়'কে যারা অশালীন ও অশীল ভাষায় গাল মন্দ করেছেন তাদের আমার কফ যুক্ত থু থু দিয়ে আপনাদের আবেগকে সম্মান জানাইলাম!


বিঃদ্রঃ- লঙ্কারা ৩৩৩ রানের বড় টার্গেট দেওয়ার পর থেকে কিছু আবাল পাবলিক ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দলকে ও বাংলাদেশ নিয়ে অশালীন কথা বলেছে(পোস্ট দিয়েছে)এমন অশালীন ভাষায় দিয়েছে যা আমি বলতে লজ্জাবোধ করছি, তাই তাদের উদ্দেশ্যই এই লেখা!

আমি,
নিশ্চিত হারবো মেনেই বাংলাদেশ ইনিংস দেখার জন্য বসলাম, এই আশায় যেন কেউ অন্তত একটা স্পেশাল ইনিংস খেলে, একটা সেঞ্চুরি যেন করে আজ।

বলছিনা ৩৩২ রান চেজ করে জিততেই হবে, শুধু চাই অন্তত একটা সেঞ্চুরি কেউ করুক। তবে আশাহত 'বলার ফিল্ডাররা যে ধৈর্য দেখিয়েছে ৫০ ওভারে টিকে থাকার, লিখে দিতে পারি ব্যাটসম্যানরা তা থেকে আমাদের মুক্তি দিবে!

-জয় পরাজয় যাই হোক না কেন, আমি আজীবন বাংলাদেশ ক্রিকেট দলের পাগলা ভক্ত হয়েই থাকবো।

বাংলাদেশ এগিয়ে যাও....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

গরু গুরু বলেছেন: হারলেও পাশে আছি

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

চাটগাইয়া জাবেদ বলেছেন: জয় পরাজয় যাই হোক না কেন, আমি/আমরা আজীবন বাংলাদেশ ক্রিকেট দলের পাগলা ভক্ত হয়েই থাকবো।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২৫

গুড্ডু বাবু বলেছেন: "বিঃদ্রঃ- লঙ্কারা ৩৩৩ রানের বড় টার্গেট দেওয়ার পর থেকে কিছু আবাল পাবলিক ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট দলকে ও বাংলাদেশ নিয়ে অশালীন কথা বলেছে(পোস্ট দিয়েছে)এমন অশালীন ভাষায় দিয়েছে যা আমি বলতে লজ্জাবোধ করছি, তাই তাদের উদ্দেশ্যই এই লেখাসসেশেসসে!"

তাদের উদ্দেশ্যই এই লেখা হলে এইটা তাদের পোস্ট এ কমেন্ট আকারে দেন, এই খানে বলার মানে কি?

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১১

চাটগাইয়া জাবেদ বলেছেন: তাদের উদ্দেশ্য দিয়েছি, এখানে সতর্ক মূলকভাবে দিয়েছি। বুঝেছেন?

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

নীল আকাশ ২০১৪ বলেছেন: বাংলাদেশ কোন স্পোর্টিং ন্যাশন নয় - খেলোয়াড়দের কোন ধারাবাহিক সাফল্যের রেকর্ড নেই, তারপরেও বাংলাদেশ ক্রিকেট টীম নিয়ে এত আশাবাদী হবার কি আছে, তা তো বুঝতে পারছিনা। বাংলাদেশ জিতে গেলে অনেক ভালো লাগে কোন সন্দেহ নেই, কিন্তু বাস্তবতা স্বীকার করে বাংলাদেশের হারার সম্ভাবনা বেশি জেনেই তো খেলা দেখতে বসি।

তাই খেলা নিয়ে বেশি একটা উত্তেজনায় ভুগি না, কেবল চাই বাংলাদেশ খুব বড় ব্যাধানে না হারুক।

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাইরে, আমি একটু বেশী ভুগি তাই আমার এই অবস্থা!

সামনে থেকে চেষ্টা করবো আপনার পথ অনুসরণ করতে, "কেবল চাই বাংলাদেশ খুব বড় ব্যাধানে না হারুক"

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯

ভাঙ্গা হৃদয় বলেছেন: খারাপ কথা বলার কি হলো। আমরা তো জানিই হারবে। জিতলে ওটা অ্যাক্সিডেন্ট। এটা জেনেই খেলা দেখা উচিত। তবে টেস্ট স্ট্যাটাস কমপক্ষে ১০ টা ওয়ানডে দেশের বাইরে টানা না জিতলে দেয়া উচিত হবে না। আর বিশ্বকাপ খেলতে হলে চার বছরে জেতার হার ২৫% করা উচিত। তাহলে খেলার কোয়ালিটি মেইন্টেন হবে।

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, কিন্তু কিছু কিছু বাংলাদেশী এমনভাবে বলে মনে হয় সে বাংলাদেশের না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.