নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে মাশরাফি একজনই যার কথা ভাবতেই মাথা নত হয়ে আসে!

১০ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৮

এই বিজয় আমাদের রক্তে, এই বিজয় আমাদের ১৬ কোটি প্রাণের স্পন্দনের। অভিনন্দন ও শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেট দলকে ও স্পেশালী আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্ছুরীয়ান মাহামুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসাইনকে।







এবার আসি মাশরাফি প্রসঙ্গে....

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা যখন শেষ বারের মত বল করছিলেন, তখন তিনি কিছুটা খোঁড়াচ্ছিলেন। তারপরও মনোবল শক্ত রেখে বল করে গেছেন। গতকাল খেলা যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিষয়টা!



তাঁর যে বল করতে কষ্ট হচ্ছিল তা কিছুতেই বুঝতে দেন নাই। কারণ তিনি যে একজন যুদ্ধা, দলের নেতা!



এন্ডারসন আউট হওয়ার পর যখন সারা গ্যালারীসহ বাংলাদেশে আনন্দে লাফাচ্ছে, তখন আনন্দ ভাগাভাগি করতে ছূটতে যাচ্ছিলেন মাশরাফি, কিন্তু গোড়ালীর ব্যাথা তাকে সামনে এগিয়ে যেঁতে দেয়নি! শুইয়ে পড়েছিলেন মাটিতে!



যেই ব্যাক্তি দেশের জন্যে প্রতিনিয়ত নিজের জীবনকে উৎসর্গ করে চলেছেন, তাঁকে কোনভাবেই সংজ্ঞায়িত করা যায়না। পৃথিবীতে মাশরাফি একজনই যার কথা ভাবতেই মাথা নত হয়ে আসে!



স্যালুট বস ক্রিকেটযোদ্ধা মাশরাফি বিন মর্তুজা!!





আর হ্যাঁ, আইসিসির এটিপি ট্যুরে আগামী ২০২০ সাল পর্যন্ত কেলেন্ডারে ইংল্যান্ড ও ভারত আমাদের সাথে কোন সিরিজ খেলার জন্যে রাজী হয় নাই। যার শাস্তি ইংল্যান্ড রে গতকাল পাইতে হইছে তারা যে আমাদের সাথে ক্যান খেলতে ভয় পায় তা গতকাল হাড়ে হাড়ে বুঝেছে। আশা করি ভারতকেও একই শিক্ষা দেয়া হবে! ইনশা-আল্লাহ্‌



বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অনেক অনেক শুভ কামনা ও দোয়া রইল।



_ভালোবাসি বাংলাদেশ_





(ছবিঃ সানোয়ার হোসাইন এর ফেসবুক থেকে কপি)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৩

ফিলিংস বলেছেন: স হ ম ত...

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: সহমত পোষণ করার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: স্যালুট মাশরাফিকে।

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই।

৩| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৫

ইমতিয়াজ ১৩ বলেছেন: স্যালুট বস ক্রিকেটযোদ্ধা মাশরাফি বিন মর্তুজা!!

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: স্যালুট বস ক্রিকেটযোদ্ধা মাশরাফি বিন মর্তুজা!
আশা রাখি তাদেরই হাত ধরেই আগামীর বিজয় আমাদের হাতে আসবেই।

ধন্যবাদ ইমতিয়াজ ভাই।

৪| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৩

ডিজ৪০৩ বলেছেন: বাঙ্গালী কখনও কারও কাছে মাথা নুয়ায়নি সেটা আবারও প্রমাণ করল ।

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, আর কখনো করবেও না সেটাও প্রমান করেছে!

৫| ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

জাহিদ জুয়েল বলেছেন: স্যালুট মাশরাফিকে। ২০১১ তে যেদিন ভাই কেঁদেছিল , সেদিন থেকে শুধুই অপেক্ষা করেছি বিজয় গাঁথার জন্য,
মানুষ হিসেবেও সে অসাধারন, আরও কিছু আছে রফিক ভাই, রাজ্জাক ভাই, মাসুদ ভাই, আরোওওওওওও

কিন্তু যারা এদের দাম দিতে জানে না, বা অহংকার নিয়ে দাম্ভিকতা দেখায় তাদেরও একদিন আসবে, আমরা ভুলি নাই.!!!!!!!!!!

জয় হোক ক্রিকেটের

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ ভাই, বেশী আবেগি ছেলে! এখনো মনে পড়ে ২০১১ এর তাদের কান্নায় সারা বাংলা কেঁদেছিল!

অহংকার পতনের মূল, সেইটা বর্তমান ইংল্যান্ড বুঝেছে, তারাও একদিন বুঝবে আশা করি।

জয় হোক বাংলাদেশের ক্রিকেটের।

৬| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭

নতুন বলেছেন: খেলার মাঠে তার ডেডিকেসন এবং শেষে মাথায় পতাকা বেধে মুক্তিযোদ্ধাদের জন্য জয় উতসগ` করা.... এটা বড় মনের পরিচয়...

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: বড় মনের পরিচয় কিনা আমার বুঝে আসছে না, তবে তার মনটা যে দেশের জন্য সেইটা বুঝে এসেছে!

৭| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো চাই মাশরাফির হাতেই কাপটা ওঠুক । :)

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি তো শুধু চাই, সাথে দোয়াও করি যেন তারেই হাতে থাকে :)

৮| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:১৩

মাথা ঠান্ডা বলেছেন: অবিশ্বাস্য একটি জয়। এ জয়টা দরকার ছিল ইংল্যান্ড কে উচিত শিক্ষা দেয়ার জন্য ।

১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, এটি একটি অবিশ্বাস্য জয়। বাংলার সাথে সাথে সারা বিশ্বও কেঁপে উঠেছিল গতকাল। অবশ্যই শিক্ষা পেয়ে গেলো মনে হয় B-)

৯| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাংলাদেশকে প্রাণ ভরে ভালবাসি, খেলার আনন্দে আজকে অফিসের কাজে মনই বসছে না --- আমি আনন্দিত অন্যদের মতই --। কিন্তু কারো প্রতি মাথা নত করার প্রশ্নই আসে না ---। আমি টাইগারদেরকে অভিনন্দন জানাই ---শুভকামনা জানাই তাদেরকে যাতে তারা আরো বিজয় ছিনিয়ে আনতে পারে ---মাশরাফি বাহিনী এগিয়ে যাক -----

১০ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমার সেম অবস্থা ছিল, তবে আমি মনে করি আমি-আপ্নি কেন! গতকালকে পুরো বাংলাদেশের মানুষেই আমাদের মতই ছিল। হা,আপ্নি ঠিক বলেছেন কারো প্রতি মাথা নত করার প্রশ্নই আসে না কিন্তু আবেগে যে কখন কি করে বসে মানুশ তা নিজেও জানে না!

আগামীর শুভ কামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.