নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এই সুদূর প্রবাসে মা'কে ভীষণ মনে পড়ে, মায়ের জন্য মন কাঁদে আমার মা এখনো বেঁচে থাকলেও যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই মুহূর্তে আমার কাছে মা হারা তাদেরই সেই অনুভূতি উপলব্ধি করছি! মা ছাড়া পৃথিবীর সকল সন্তানই অসহায়!
মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত্। অথচ আমি আমার মাকে কতদিন দেখিনি। না পারছি দেখতে, না পারছি সেবা করতে! মায়ের হাতের মজাদার রান্না খেতে খুব ইচ্ছা করে। মাঝে মাঝে মনে হয়, প্রবাস জীবনে একটা বড় কষ্ট তা হলো প্রবাসীদের মা-বাবার স্নেহ থেকে বঞ্চিত হতে হয়!
হে মহান আল্লাহ্ আপনি আমার-আমাদের প্রবাসীসহ সকলের প্রিয় মা'কে হাজার বছর বাঁচিয়ে রেখ!
''রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগিরা'
বিঃদ্রঃ- ব্লগার ভাই-বোনেরা মা'কে নিয়ে লিখতে গেলে দুলিয়া সমান লেখা হবে, কারণ মাকেই ঘিরে দুনিয়ার সব। তো এই মুহূর্তে আমি দেশের বাহিরে মাকে হঠাৎ বেশী মনে পড়ে গেলো(শুধু এই মুহূর্তে নয় প্রতিটা সেকেন্ডে মা ও মায়ের কথা, আদর, ভালোবাসা সব কিছুই কনে পড়ে ) তাই ছোট করে লিখলাম।
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১১
চাটগাইয়া জাবেদ বলেছেন: প্রতিটি মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা।
আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ
২| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মায়ের জন্য ভালবাসা
১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:১৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: পৃথিবীর সব মায়ের জন্য ভালবাসা!
আপনাকে ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০০
যুগল শব্দ বলেছেন:
প্রতিটি মায়ের জন্য অনেক ভালোবাসা জানাই,
ভালো থাকবেন ভাই, ধন্যবাদ লেখাটার জন্য।