নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
মাশরাফি কে পরের ম্যাচে বিশ্রাম দেওয়ার আহ্বান জানিয়েছেন মাশরাফির বাবা। আজকে সময় টিভিতে তার সাক্ষাতকার দেখানো হয়েছিলো সেখানে তিনি একথা বলেন।
তিনি বলেন "যেহেতু তার পায়ে সমস্যা দেখা যাচ্ছে সেহেতু তাকে একটা ম্যাচ বিশ্রামে রাখা যায়, পরের ম্যাচটাও অত গুরুত্বপূর্ণ না"
তিনি আরও বলেন "কোয়াটার ফাইনালের আগে ৮-৯ দিনের টানা বিশ্রাম পেলে মাশরাফি পুরোপুরি ফিট হয়ে ১০০% দিতে পারবে" বিশ্রামে গেলে মাশরাফির জন্যও ভালো, দলের জন্যও ভালো। অন্যদিকে নিজের সন্তানের হাত ধরে প্রথম বারের মত বাংলাদেশ কোয়াটার ফাইনালে পৌছানোতে গর্বিত তিনি।
আসলেই এই মুহূর্তে মাশরাফির বিশ্রাম সময়ের দাবি, কোয়াটারে যদি ভারতের সাথেই খেলা হয় তাহলে ভারতের বিপক্ষে মাশরাফির পুরনো ইতিহাস তো সবারই জানা!
তবে সমস্যা একটাই,
"এই পাগলা কি বিশ্রামে যেতে রাজি হবে?"
©somewhere in net ltd.