নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
পরের দিন বাংলাদেশের খেলা, আগের রাতে স্বভাবতই ঘুম হবে না। একটা চাপা উত্তেজনা কাজ করবে মনের মাঝে। কি হবে কাল?
টাইগার রা কি করবে? জিততে পারবো তো? নাকি হেরে যাবে?
এসব ভাবনাই উকি দিবে মনের উঠোনে। ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে যাবো, খেলা শুরু হলো ব্যাট করছে বাংলাদেশ। যথারিতি প্রতিপক্ষের বোলারদের বোলিং তোপে খাবি খাচ্ছে আমাদের ব্যাটসম্যানরা! এক একটা বল না যেন আগুনের ফুলকি ছুটছে। কিছুক্ষনের মধ্যে অলআউট বাংলাদেশ!
আবার শুরু হলো খেলা, প্রতিপক্ষের অপেনাররা ফাটিয়ে দিচ্ছে আমাদের প্রতি বলে বলে হচ্ছে বাউন্ডারি, পাত্তা পাচ্ছে না টাইগারদের কেউই। পিটিয়ে ছাতু করে দিচ্ছে সাকিব, মাশরাফি ও রুবেলদের!
তো ফলাফল: হেরে গেলো বাংলাদেশ
হঠাত্ ধুম করে ঘুমটা ভেঙ্গে গেলো, শুয়ে আছি বিছনায়, তখনো মাঝরাত, চোখের কোনে জমে আছে দু ফোটা নোনা জ্বল। একটু ধাতস্থ হতেই আপন মনে হাঁসছি, ধুর কি দেখলাম এসব? টাইগার'রা কি এত বাজে খেলবে নাকি? পরক্ষনেই আবার দুঃশ্চিন্তা কাজ করবে, যদি এরকম হয়ে যায় তাহলে কেমন হবে?
সব আশা ভেঙ্গে যাবে, এত স্বপ্ন সব শেষ হয়ে যাবে। সময় কেটে যায়, রাত পেড়িয়ে ভোর হয়, খেলা শুরু হয়ে যায় বাঘদের। বুকটা ধুরু ধুরু কাপে রাতের দুঃস্বপ্নের কথা মনে হয়ে। কিন্তু সেই স্বপ্ন সত্য হয় না, ঘটে স্বপ্নের উল্টো টা। টাইগারের বোলিং এর সামনে দাড়াতে পারে না প্রতিপক্ষের ব্যাটসম্যানরা, একের পর উইকেট নিতে থাকে ম্যাশ সাকিব তাসকিনরা। অল্প রানে ঘুটিয়ে যায় প্রতিপক্ষ। অথবা তামিম রিয়াদ সাকিবদের ব্যাটে ভর করে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। মুশি সাব্বির সৌম্যদের সামনে বল ছাড়তেই কাপতে থাকে প্রতিপক্ষ। আমার রাতে দেখা স্বপ্নকে মিথ্যে প্রমানিত করে জিতে যায় টাইগার'রা
এভাবেই চলতেছে দিনগুলি, আর আমিতো চাই আমার দেখা হাজারো স্বপ্নকে এভাবেই মিথ্যে প্রমানিত করুক টাইগার বাহিনী!
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, আমরা খুব ভালবাসি তোমাদের টাইগারদের কে।
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১০
আরফহোস বলেছেন: খুব ভালবাসি তোমাদের টাইগারস্