নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
১৯৭৯ সালে ইংল্যান্ডে আইসিসি ট্রফিতে অংশ নিয়ে প্রথম বিশ্বক্রিকেটে নিজের নাম লেখায় নতুন একটি দেশ। ওই দেশটির নাম বাংলাদেশ। টাইগারদের আন্তর্জাতিক পথচলার শুরু হয় সেই ম্যাচ দিয়ে।
তারপর থেকে একটু একটু করে সময় পেরিয়ে ওয়ানডে স্ট্যাটাস মিলেছে টাইগারদের, এসেছে বিশ্বকাপ ক্রিকেটে খেলার সুযোগ। দলটির নাম এখন ‘বাংলাদেশ ক্রিকেট দল’। পুরো দেশের কাছে এগারো জনের এই দলটি ‘দ্য টাইগারস’ নামেই বেশি পরিচিত। বাংলাদেশের মানুষের হাসি কান্না জড়িয়ে থাকে এই দলটিকে ঘিরেই।
২০১৫ সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের কাছে টাইগারদের বিদায় হল ঠিকই, কিন্তু তাদের প্রাপ্তিটাও নেহাত কম নয়। এই বিশ্বকাপেই প্রথম কোয়ার্টার ফাইনালে নাম লেখায় বাংলাদেশ। সেটাই কি বাংলাদেশের জন্য কম প্রাপ্তি?
মাহমুদুল্লাহ রিয়াদের পরপর দুই ম্যাচে সেঞ্চুরি বা রুবেলের পরপর দুই বলে আউট করাটাও বাঙালীকে হাসিয়েছে বেশ। অবশ্য দিন শেষে সবার ভালোবাসা নিয়েই কোয়ার্টার ফাইনাল থেকে ঘরে ফিরছে বাংলাদেশের সোনার ছেলেরা।
তাইতো হেরে যাবার পরও বীরের মেতো সবার মনে রাজত্ব করছে বাংলাদেশ দল। ‘টাইগারদের টার্গেট ছিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার। উঠেছে, ভালো খেলেছে, রিয়াদের সাফল্য তো ঈর্ষনীয়।
এখন আমাদের সবার উচিৎ টাইগারদের বরণ করতে প্রস্তুতি নেওয়া। হার-জিত যাই হোক না কেন আমি/আমরা আজীবন বাংলাদেশ ক্রিকেট দলের পাগলা সাপোর্টার!
২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, পড়েছিলাম। তাছাড়া তার চেয়ে বড় কথা হচ্ছে পুরো ক্রিকেট দুনিয়া মেতেছিল!
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ২:০৬
বিলোয় বলেছেন: বাংলাদেশের ম্যাচে বাজে
আম্পায়ারিং নিয়ে খেলা
চলাকালীন সময়ে
ধারাবষ্যকদের কিছু মন্তব্য-
.
.
সাধুবাদ বিশ্ব ক্রিকেট
কাউন্সিলকে (আইসিসি)।
সত্যিই তোমরা (আম্পায়াররা)
বিক্রি হয়ে গেলে!
---রমিজ রাজা
.
পাকিস্তানের আলিম দার
ভারতকে মওকা দিলেন।
---শোয়েব আখতার
.
অবিশ্বাস্য! এক ম্যাচে এরকম
দুটি সিদ্ধান্ত একটা দলকে
ছিটকে দেওয়ার জন্য যথেষ্ট।
---নাসির হুসেইন
.
এটা কোনোভাবেই নো বল ছিল না।
কোমরের নিচে ছিল বল।
এটা ভয়ংকর সিদ্ধান্ত।
ম্যাচের ভাগ্য ঠিক করে দিল।
---শেন ওয়ার্ন
.
গৌল্ডের সিদ্ধান্তটা একদমই
বাজে। বলটা নিশ্চিতভাবেই কোমরের
উপরে ছিল না। রোহিত
সৌভাগ্যক্রমে
আরেকটা জীবন পেল। এইটাই
হয়তো আরও ২০ রান বেশি
তুলে দেবে ভারতকে।
---ভিভিএস লক্ষ্মণ
.
খেলার ওরকম পর্যায়ে আম্পায়ারের
ভুল সিদ্ধান্ত একটি দলের
মানসিকতা ভেঙ্গে দেয়।
---সৌরভ গাঙ্গুলি
.
৩০২ রান অনেক ভালো স্কোর।
তবুও বাংলাদেশকে হালকাভাবে
নেওয়ার কোনো কারণ নেই।
আম্পায়ারদের দুটো সিদ্ধান্ত
তাদের বিপক্ষে গেছে।
---অর্জুন রামপাল