নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা তুমি তুমি বস্তির ছেলেটির কাছে আসো! মনির খান

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৫৮

অসাধারণ একটি গান। স্বাধীনতা নিয়ে মনির খানের এই গানটির কথা গুলো খুবই অতি বাস্তব!! যতবার শুনি ও দেখি ততবারই চোখে পানি চলে আসে। বিশেষ করে সেই ছেলে-মেয়ে-রিক্সাচালকদের দেখলে! /:)

তাই গানটির লিরিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই অনেক পুরনো গান, তবুও আজকে আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন করে দিলাম....

চোখ দুটি ছলছল,
কুড়ায় ক্রিকেট বল,
মাঠের ঐ সাইড লাইনে দাড়িয়ে।

বস্তির ছেলে তাই
খেলার সুযোগ নাই
মাঠে গেলে দেয় তাকে তাড়িয়ে!

ছেলেটি ভাবছে, সারাক্ষণ ভাবছে
একদিন খেলবে ক্রিকেট,
দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়
তার হাতে উঠেনাতো ব্যাট!

স্বাধীনতা তুমি তুমি বস্তির ছেলেটির কাছে আসো,
স্বাধীনতা তুমি তাকেও একবার ভালোবাসো।
স্বাধীনতা, স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা!!!!

লিকলিকে মেয়েটির হয়তো বয়স দশ
গায়ে নেই একটু বল,
ও ও আট তলা বাড়িটি সিড়ি বায় দু বেলা
ভরে নিয়ে বালতিতে জল।

সাড়া দিন ধমকায় এটা কর ওটা কর
খাটছে তো খাটছে নেই কোন অবসর,
সাহেবের মেয়েটি যে স্কুলে যায়
তারও যে লেখা পড়া করতে মন চা্‌য়,
গ্নিন্নির বকুনিতে মাথা করে হ্যাড
দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায়
ঐ হাতে ওঠেনা তো স্লেট।

স্বাধীনতা তুমি কাজেরঐ মেয়েটির কাছে এসো
স্বাধীনতা তুমি তাকে ও একবার ভালবাসো
স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নের স্বাধীনতা!!!!!

রিকশার পেটেলে'তে পা রাখে দিনরাত
অবিরাম ঝড়ছে যে ঘাম,
ও ও ধারুণ গরম শীতে রোদ আর বৃষ্টিতে নেই যে বিশ্রাম
ঘরে তার পুষ মাস চাল নেই চুল নেই।

গুনে গুনে ঘর ভাড়া মাসে মাসে দেওয়া চাই
ও বাড়ির কুকুরটা কত কি যে খায়,
অনাহারে বউ ছেলে সে দিগে তাকায়
অভাবের তাড়োনায় খালি থাকে পেট।

দিন যায় মাস যায় বছর পেরিয়ে যায়
ঐ হাতে ওঠেনা তো প্লেট,
স্বাধীনতা তুমি রিকশা চালকের কাছে এসো
স্বাধীনতা তুমি তাকেও একবার ভালবেসো!!


পরিশেষে বলবো,
স্বাধীনতা হোক আমজনতার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.