নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বলুন এইটা কি আমাদের লজ্জা না ?

২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪৬

শেষ হয়ে গেলো ক্রিকেট বিশ্বকাপ ২০১৫, আইসিসির সভাপতি আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে আজ ফাইনাল ম্যাচ শেষে ট্রফি তুলে দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। তবে ফাইনাল ম্যাচ দেখতে মেলবোর্নে উপস্থিত ছিলেন মুস্তফা কামাল।

প্রচলিত নিয়মানুযায়ী ক্রিকেট হোক বা ফুটবল, যেকোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন সংস্থাটির সভাপতি। ২০১১ ক্রিকেট বিশ্বকাপেও তা হয়েছে। সে সময়ে আইসিসির সভাপতি ছিলেন এন শ্রীনিবাসন। সহ-সভাপতি ছিলেন আ হ ম মুস্তফা কামাল। শ্রীনিবাসনই সেবার বিজয়ী ভারতীয় দলের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।

ধারণা হচ্ছে, বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ শেষে আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করায় সভাপতি মুস্তফা কামালকে ট্রফি দেওয়া থেকে বিরত রাখা হয়েছে!

উল্লেখ্য, চার বছর পর আবারও বসবে ক্রিকেট মহাযজ্ঞের এই আসর। ২০১৯ বিশ্বকাপের আয়োজকের ভূমিকা পালন করবে ইংল্যান্ড। ততদিন মুস্তফা কামালের আইসিসির সভাপতি থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

ফলে বিজয়ী দলের হাতে বিশ্বকাপ ট্রফি হয়তো কখনো তুলে দিতে পারবেন না তিনি!

কিন্তু এই বিষয়টা নিয়ে আমার লজ্জা হচ্ছে, এই জন্য যে....
আপনারা হয়তো দেশে আছেন বলে এইটা নিয়ে কোন কথা শুনছেন না, কিন্তু আমরা যারা দেশের বাহিরে আছি কম বেশী সবাই শুনতে হচ্ছে(বিশেষ করে যারা ক্রিকেট নিয়ে অন্য দেশের মানুষদের সাথে কথা বলে থাকে তাদের) যেমন আজকে এক শ্রীলঙ্কার বন্ধু আমাকে বলেছে, সভাপতি হয়েও তোদের কামাল সাহেব প্রধান আসন ও বিজয়ীদলের হাতে ট্রফি ধরতে পারে নাই! :|

বলুন এইটা কি আমাদের লজ্জা না ? X((

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৬

হাসান মাহবুব বলেছেন: উনার পদত্যাগ করা উচিত।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩০

চাটগাইয়া জাবেদ বলেছেন: পদত্যাগটা ১৯ মার্চ এ করলে বেশী ভালো হত, নিজেকে আজ অপমানিত হতে হত না! টিভি নিউজে শুনলাম তিনি দেশে এসেই পদত্যাগ ঘোষণা করবেন!

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

সুসম্পর্ক এবং দেশের স্বার্থ বজায় রেখেই তিনি পদত্যাগ করতে পারেন।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩২

চাটগাইয়া জাবেদ বলেছেন: যেখানে ইন্ডিয়া আছে সেখানে আমাদের সুসম্পর্ক সবসময় ছিল/থাকবে
পার্থক্য শুধু এতটুকু সুসম্পর্কটা শুধু মুখেই!

৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

গ্রহান্তরের বাসিন্দা বলেছেন: উনার মামলা করা উচিত

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: মামলা কি কি আর হবে, হয়তো ওনার সাথে আগেই সেই চুক্তি ছিল, যে ওনারা যা করেন তাই সহ্য করতে হবে, অন্যতাই সভাপতি পদ পাবেন না?

তাই হয়তো তিনি আজ চুপ রইলেন!

৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৯

সালমান মাহফুজ বলেছেন: আইসিসির এমন আচারণ সত্যিই হতাশাজনক । একজন বাঙালি বলেই কি এই অপমান ?

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! আমি মনে করি- একজন বাঙালি বলেই কি এই অপমানটা আমাদের করা হয়েছে, অন্য দেশের সভাপতি হলে এতক্ষণ অনেক কিছু হয়ে যেত!

৫| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪১

রাশেদ আহমেদ শাওন বলেছেন: তৃতীয় বিশ্বের দেশগুলোতে জন্ম নেয়াই একটা অভিশাপ। খেলাধুলায় পর্যন্ত বৈষম্য সহ্য করতে হয়।

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: অভিশাপ নয়, আমাদের বিশ্বাস ও ভদ্রতার পরিনাম এক্তু বেশী বলেই, আজকে আমাদের এই অবস্থা!

৬| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫০

তিক্তভাষী বলেছেন: আইসিসি তথাকথিত ক্রিকেট মোড়লদের করায়ত্ত প্রতিষ্ঠান। সে কারনেই বেতনভুক সিইও প্রেসিডেন্টের সমালোচনা করে বক্তব্য দিতে সাহস পায়। মুস্তফা কামালের অন্ততঃ বাংলাদেশীদের কাছে লজ্জিত হওয়ার কিছু নেই বরং প্রসংশাই পাচ্ছেন তিনি। পদত্যাগ করলে সেটা আরো বেশী করেই পাবেন।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! পদত্যাগ করলে প্রশংসা আরো বেশী পাবেন, কিন্তু ১৯ মার্চ এর পর যখন বলেছিলেন তখন করলে কিন্তু এই রকম অপমান হতে হত না!

৭| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১

এসব চলবে না..... বলেছেন: এদেশের রাজনীতিবিদদের নির্লজ্জতার শেষ নাই, মেরুদন্ড থাকলে তিনি এতক্ষনে পদত্যাগ করতেন।
পরের দোষ খোজার আগে নিজেকে সংশোধন হতে হবে।

এই সমস্ত নোংরা লোকদের কপালে থুতু মারি।

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: টাকা ও ক্ষমতার লোভ বর্তমান পৃথিবীর মানুষকে লজ্জাহীন মানুষে পরিণত করেছে।

গতকালকে টিভি নিউজে শুনলাম তিনি দেশে এসেই পদত্যাগ ঘোষণা করবেন! অবশ্যই এর আগেও ১৯ মার্চ একবার বলেছিলেন, পদত্যাগ করবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.