নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

কুয়াশা না, এইডারে কয় বালি ঝড়।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১



আজকে সকালে ঘুম থেকে উঠে ডিউটি যাওয়ার জন্য রেডি হতে রুমের জানালা দিয়ে দেখি প্রচুন্ড কুয়াশা, কিন্তু রুম থেকে বের হয়ে দেখি কুয়াশা নয় সব বালি!



কোন বাতাস নেই, ঝড় যেভাবে পড়ে ঠিক সেভাবে বালি পড়তেছে। ভোরে কয়টায় শুরু হয়েছে জানি না, তবে সকাল থেকে একটানা ১০ ঘণ্টার মত ছিল!



ঝড় হলে যেমন রাস্তায় কিংবা ছাদে পানি জমে যায়, ঠিক তেমনি বালি জমে গেছে চারিদিকে, সারাদিন অফিস থেকে বের হয়নি, দুপুরে একটু করে যখন বের হয়েছি, তখন আমি পুরাই বালিময় হয়ে গেছি ;)



আকাশ থেকে পানি পড়তে দেখেছেন, কিন্তু হয়তো বালি পড়তে দেখেন নাই, তো আজকে দেখেন এইডারেই কয় বালি ঝড় :D



সংযুক্ত আরব আমিরাতের এখানে মাঝে মাঝে মরুভূমি থেকে বালি উড়ে এসে সব কিছু কুয়াশার মত ঢেকে দেয়।



মিশন ইম্পসিবল-4 যারা দেখেছেন, তারা আইডিয়া করতে পারবেন।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩২

নিস্পাপ একজন বলেছেন: ইন্টারেস্টিং #:-S

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ, এখানে এইটা প্রায় সময় হয়ে থাকে, তবে দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে :D

২| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: হাহা ঠিক বলেছেন
বৃস্টির ফোটার পানির বদলে বালি ঝরা দেখলাম।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: এই ছবির চেয়ে কিন্তু নিজ চোখে দেখার মত ছিল। চারিদিকে সব কিছু বালিতে ভরে হয়ে গেলেও কিন্তু খুব দেখার মত ছিল।

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাইমুম!

বৃষ্টির ফোটায়তো শান্তি! বালিতে কিরাম লাগলো ভাইজান :P

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

চাটগাইয়া জাবেদ বলেছেন: হাঁপানি রোগীই যদি পাই তাইলে আমারে তো মাইরা ফেলবো =p~

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৮:৫১

ভারসাম্য বলেছেন: উপরের মনিরা আপু নিজের চোখেই দেখেছেন। :P

আর আমি দেখলাম অন্তর্চক্ষু দিয়ে।

পোস্টে +++।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: ওমা কন কি, মনিরা আপু কি এই আরব দেশে নাকি?

ধন্যবাদ, তবে এ প্লাস নাকি বি প্লাস? ;)

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

মাটিরময়না বলেছেন: সৌদি তে এমন মাঝে মাঝেই।

০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: মরুভূমি যে দেশে আছে সে দেশে হবেই। তা আপনি কি সৌদি ওয়ালা নাকি?

৬| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:০৪

উদাস কিশোর বলেছেন: সাইমুম

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: সুআদা সাইমুম ;)

৭| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৬

নতুন বলেছেন: হুম... আজকেরটা খুবই প্রচন্ড ছিলো..

০৩ রা এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০১

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! খুবই, তবে ছবিটার শেষ সময়ের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.