নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

উপমহাদেশের কিংবদন্তীতুল্য ঢোলবাদক 'বিনয় বাঁশী'

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৬



'বিনয় বাঁশী জলদাশ'কে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। ওনার পরিচিতি উপমহাদেশের প্রখ্যাত সুখ্যাতি ঢোল বাদক হিসেবে।



বিনয় বাঁশী একমাত্র ব্যক্তি যিনি সর্বপ্রথম বাংলার ঢোলবাদনকে বিদেশে পরিচিত করেছেন। উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল রমেশ শীলের সঙ্গে থেকেই আমাদের দেশে এ বাদ্যযন্ত্র সকলের কাছে জনপ্রিয় করেছে বিনয় বাঁশী।



বিনয় বাঁশী ১৯১১ সালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী গ্রামে অতি সাধারণ জেলে পরিবারে জন্ম হয়। জেলে পরিবারের সন্তান হিসাবে বিনয় বাঁশী বেশি লেখাপড়ার সুযোগ পাননি, রামসুন্দর বসাকের বাল্যশিক্ষাই সম্বল ছিল। প্রায় ৯১ বছরের জীবনের সিংহভাগই কেটেছে তাঁর ঢোলের প্রেমে। বাবার নাম উপেন্দ্র লাল জলদাস ও মা সরবালা জলদাস।





২০০২ সালের ৮ ফেব্রুয়ারি তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হন। এমতাবস্হায় ২০০২ সালের ৫ এপ্রিল দিবাগত রাত দেড়টায় বিনয় বাঁশী নিজ বাসভবনে পরলোক গমন করেন। দেশের জন্য ওনার অনেক অবদান, আর তাই তাঁর এসব অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০১ সালে "একুশে পদক" - এ ভূষিত করেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত দেশ বিদেশের প্রায় ৫০টিরও বেশি সম্মাননা পদক পেয়েছিলেন।



আমি ধন্য এই জন্য যে, ওনার মত কিংবদন্তীতুল্য মানুষের এলাকার বাসিন্দা।



চট্টলার এই কৃতি সন্তান ও গুণধর ঢোলবাদকের মৃত্যুবার্ষিকীতে আমি ও সামু ব্লগ পরিবারের পক্ষ থেকে জানায় বিনম্র শ্রদ্ধা ও অভিবাদন।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.