নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
কথা দিচ্ছি, চট্টগ্রাম নগরীকে আর্বজনা ও জলাবদ্ধতামুক্ত করবো। -মেয়র র্প্রাথীগন
হায়রে কথা! আমি আমার জন্ম পর থেকে চট্টগ্রাম সিটি নির্বাচন যতবার দেখেছি, ততবারেই এই কথাটা শুনে আসছি! প্রতি পাঁচ বছর পর পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আসলেই মেয়র র্প্রাথী সাহেব'রা জোর গলায় বলে থাকলেও কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে যখন বৃষ্টি পানিতে চট্টগ্রাম ডুবে থাকে তখন তাদের নাম নিশানাও থাকে না, হাঁটু ও কোমর পানিতে ডুবে থাকে চট্টগ্রাম নগরী ও আমরা চট্টগ্রামের মানুষ!
তারপর, আমরা চট্টগ্রামবাসী সেই আর্বজনা ও জলাবদ্ধতাকে সঙ্গে নিয়ে পাঁচ পাঁচটি বছর কাটিয়ে দেওয়ার পর আবারো শুনি সেই একই কথা, "চট্টগ্রাম নগরীকে আর্বজনা ও জলাবদ্ধতামুক্ত করবো"
এভাবে আর কতকাল শুনবো? আজীবন কি শুধুই শুনে যাবো, বাস্তবায়ন কি চোখে দেখে মরতে পারবো না!
মাননীয় হবু মেয়র'রা!!
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পারবেন কি বাস্তবায়ন করতে? পারবেন কি আপনাদের কথা রাখতে, চট্টগ্রাম নগরীকে আর্বজনা ও জলাবদ্ধতামুক্ত করতে?
আর নয় নির্বাচনী প্রতিশ্রুতি, এবার বাস্তবায়ন চাই?
০২ রা মে, ২০১৫ রাত ১২:৫১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমার বয়সটা তেমন বেশী না, আগের মেয়ররা কিরকম টাকা বানিয়েছে কল্পনাও করতে না পারলেও কিন্তু এখন দেখতেছি।
অনেক চিন্তা করে দেখলাম, মাল বানানোর জন্য না হলে এমনি এমনি কি সাধে জীবন বাজীয়ে রেখে মেয়র হতে কেউ চাই?
এদের দিয়ে দেশের কিছুই হবে না!!
©somewhere in net ltd.
১| ২৪ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:০১
ঢাকাবাসী বলেছেন: যে দলেরই হোক এদের প্রথম টার্গেট হল মাল বানানো। আগের মেয়ররা কিরকম টাকা বানিয়েছে কল্পনাও করতে পারবেননা। সাধে কি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েও এরা আবার মেয়র হতে চায়!