নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম কি দেবো ভেবে পাচ্ছি না! সালাম সালাম হাজার সালাম তোমাকে-তোমাদের!

০১ লা মে, ২০১৫ রাত ১১:৫৭

আমি/আমরা সামহোয়্যার ইন ব্লগ পরিবার গভীরভাবে শোকাহত!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে যারা তাদের অসময়ে বা দুঃসময়ে বাজে ও কু-সমালোচনা করেন তারা অন্তত একটিবার এইটা পড়ে দেখার অনুরোধ রইল, দেখুন তারা দেশের হয়ে খেলার জন্য নিজের রক্তের বাধনকেও বলিদান করতে পারে, যা আপনি আমি সহজে দেশের জন্য করতে পারি না/পারবো না!!

স্যালুট...
প্রিয় তামিম ইকবাল!
আমি/আমরা সামহোয়্যার ইন ব্লগ পরিবার গভীরভাবে শোকাহত! আপনার ফুফুর আত্মার মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ্‌ আপনার ফুফুকে জান্নাত নসীব করুক- আমীন

বলতে পারেন আমি তেমন ক্রিকেট বুঝিনা, কিন্তু যতটুকু বুঝি তা আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের দেখেই বুঝি। ক্রিকেট কাকে বলে!

পৃথিবীতে যত ক্রিকেট খেলোয়াড় আছে, তারা আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের মত এত দেশেই জন্য নিজেদের বলিদান করে কিনা আমার জানা নেই! তবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা যে খেলার মাধ্যমে দেশের জন্য নিজেদের জীবনও বলিদান করতে পারে তা তা আমি কোন সন্দেহ ছাড়াই বিশ্বাসী! আমাদের খেলোয়াড়রা যে দেশের জন্য নিজেদের বলিদান করতে পারে আমরা আগেও অনেক দেখেছি, আজকেও তার একটি হাতে নাতে প্রমান দেখুন...

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রানে অপরাজিত আছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। তাতেই প্রথম টেস্ট থেকে ইতিবাচক ফলের স্বপ্ন দেখছে টাইগাররা। নিজের এই সেঞ্চুরিটি প্রয়াত ফুফুকে উৎসর্গ করার কথাই জানালেন তামিম।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে কান্নাজনিত কণ্ঠে প্রিয়জনের মৃত্যুর কথা জানান বাংলাদেশের তামিম।

প্রিয়জনের মৃত্যুতে শোকে কাতর হয়ে নিজের অনুভূতির কথা এভাবেই শেয়ার করেন তামিম, ‘আমি ও আব্বা ফুফুর হাতের রান্না খেতে খুব পছন্দ করতাম। আমরা যৌথ পরিবার। আনন্দ ও সুখের অভাব নেই। যে কোন রান্নার অনুষ্ঠান বিশেষ করে খানা-খাজানার রেসিপি দেখে ফুফুর কাছে বায়না করতাম, ফুফু আবদার পূরণ করতেন। সেই প্রিয় ফুফু পৃথিবী ছেড়ে চলে গেছেন। আর আমি ক্রিকেট মাঠে খেলছি দেশের জন্য। পরিবারের চেয়ে দেশই আমার কাছে বড়। আজকের সেঞ্চুরি তাই আমার অতি প্রিয় ফুফুকে উৎসর্গ করলাম।

তামিম আরও বলেন, ফুফুর মৃত্যুর সংবাদ শোনার পর সুজন ভাইকে বলেছিলাম আমি আউট হলে তাকে শেষ দেখার জন্য যেতে পারব কি না! তখন তিনি অনুমতি দেন। কিন্তু দলের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমি খেলছি। তাছাড়া গিয়ে ফুফুর জানাজা পাব না। তাই আগামীকাল (শনিবার) দলের সাথেই আছি আমি এবং যথারীতি আমার ইনিংস তথা দলের ইনিংসকে বড় করতে চাই।

ফুফুর প্রতি আবেগময়ী কথা শেষে টেস্টেও চতুর্থ দিন নিয়ে কথা বলেন তামিম, ‘চতুর্থ দিনটি ছিল আমাদের। তাদের প্রথম ইনিংসের রান বড়, আমরা ২৯৫ রানে পিছিয়ে। এমন অবস্থায় কেমন শুরু করব সেটা চিন্তুা করে আমি ও ইমরুল অ্যাটাকিং এবং পজেটিভ ইনিংস খেলা শুরু করি। আমরা দু’জনেই আত্মবিশ্বাসের সাথে নিজ নিজ স্টাইলে খেলতে থাকি।

আমি বাংলাদেশ ক্রিকেট দলের অন্ধ ভক্ত ছিলাম এবং আরো বেশী দিনে দিনে অন্ধ হয়ে যাচ্ছি! তোমরা আমাদের দিন দিন ঋণী করে যাচ্ছ! তোমাদের এই ঋণ শুধাবো কি করে?

#ভালোবাসি বাংলাদেশ
#ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটদলের সকল খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয় দল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৫ রাত ১২:০৫

এরশাদ বাদশা বলেছেন: এখানে ক্লিক করেন

উপরের লিংকে ক্লিক করেন। নিউজিল্যান্ডকে যখন বাংলাদেশ প্রথমবার হোয়াটওয়াশ করেছিলো তখনকার লেখা এটা। সেই পোস্টে আমি আশা প্রকাশ করেছিলাম, একদিন বাংলাদেশ নিয়মিত বিরতিতে বড় দলগুলোকে হারাতে থাকবে। আজকে সেই দিন। তখনো যা বলেছিলাম এখনো তাই বলছি। সাথে থাকুন, শুধু আজকের দিনটাতে নয়।

০২ রা মে, ২০১৫ রাত ১২:৩৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: পড়ে এলাম, খুব ভালো লেগেছে
আমি আজকের দিনে না, আজীবন অবশ্যই যখন থেকে ক্রিকেট খেলা বুঝতে শিখেছি তখন থেকেই বাংলাদেশ দলের অন্ধ ভক্ত, আজো আছি/ ছিলাম/ থাকব

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.