নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এতদিন দুধে ভেজাল ছিল! - তামিম
পাকিদের বিপক্ষে টেস্টে ঘণ্টা খানেক আগে তামিম দ্বিতীয় বাংলাদেশী হিসাবে ডাবল সেঞ্চুরি পূর্ন করে আউট হয়েছেন।
গ্যালারীতে যাওয়ার পর তামিম কে তার ফর্মের গোপন রহস্য জানতে চাইলে তিনি বলেন, কেন! আপনারা জানেন না, আমি ডানো খাই?
তাকে আগের ব্যর্থতার কথা মনে করিয়ে দিলে, তিনি বলেন, তখন দুধে ভেজাল ছিলো অন্যদিকে কায়েস তার গোপন রহস্য প্রকাশ্যে বলতে অপারগতা প্রকাশ করেছেন। কায়েস জানিয়েছেন, তিনিও দুধ খান, কিন্তু কোন কোম্পানির দুধ তা মুচকি হেসে এড়িয়ে গেছেন
হাহাহাহা........
আবার ল পাঁচশো
আসলে মূল কথা হচ্ছে যে, আজকে পাকিস্তানি ফাস্টবোলার জুনায়েদ খানের বলে বিশাল এক ছক্কা মেরে ক্যারিয়ারে প্রথমবারের মতো দ্বিশতক হাঁকিয়েছেন তামিম। মুশফিকুর রহিমের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে দ্বিশতক রান পূর্ণ করেন তামিম।
নিজেকে চিনিয়েছে অনেকবার, সমালোচনার জবাবও ইতি মধ্যে দিয়েছে নিজের মত করে। এইবার নিজেকে যে সু-উচ্চু আসনে নিয়ে এসেছে আশা করি তা ধরে রাখবে।
অটুট থাকুক তামিম্মা গর্জন,
ডাবল সেঞ্চুরীর জন্য অভিনন্দন ও ভালোবাসা রইল
০২ রা মে, ২০১৫ বিকাল ৫:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: সাবাশ তামিম।
প্রথম টেস্ট ম্যাচও ড্র হয়েছে
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৫ বিকাল ৫:১৩
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: সাবাশ তামিম। টুইটারে তামিম ইকবাল হ্যাশট্যাগটা ইন্ডিয়ায় ট্রেন্ডিং লিস্টে উঠে এসেছে।