নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সামুর নতুন ভার্সন ও আমার ভালো না লাগার কিছু কথা....

১৪ ই মে, ২০১৫ বিকাল ৪:৫৬

দেখুন আমি ছোট্ট ব্লগার, আমারে আবার বড় ব্লগার ভেবে বসবেন না! অবশ্যই ব্লগিংএ ছোট-বড় কোন কিছু নাই, ব্লগার বলতেই ব্লগারকেই বুঝি, তবুও কারণবশতে বললাম :D

আচ্ছা এবার মূল কথায় আসি.... গত ১৫ই ডিসেম্বর ২০১৪, সামহোয়্যারইন ব্লগের নবম জন্মদিন উপলক্ষে ব্লগ ব্যবহারের সুবিধার্থে একটি সুবিধাজনক ও বৈচিত্র্যপূর্ণ নতুন ভার্সন পরীক্ষামূলক-ভাবে সামহোয়্যারইন ব্লগ কৃতপক্ষ আমাদের সামনে উপস্থাপন করেছেন। স্বীকার করছি সেখানে নতুন ভার্সনের কিছু নতুন অপশন বেশ চমৎকার ও কাজেরই বটে :)

কিন্তু কার কেমন লেগেছে সেইটা সত্যিভাবে আমি জানি না, তবে আমার কাছে নতুন ভার্সন একটুও ভালো লাগেনি/লাগছে না!(অবশ্যই আমার ভালো লাগাতে সামুর কিছু যায় আসে না!) যদিও পোস্ট কিংবা ধরনের ব্লগিংএ আমার সমস্যা হচ্ছে না, তবুও আমার কাছে একটুও ভালো লাগেনি/লাগছে না!(অবশ্যই আমার ভালো লাগাতে সামুর কিছু যায় আসে না!)

সামুর নতুন ভার্সনে এই সমস্যা, ঐ সমস্যা, তা আমি কোন সমস্যার কথা বলবো না। শুধুমাত্র আমি আমার ব্যক্তিগত দিক দিয়ে যে সমস্যা বা ভালো লাগে না সেইটা আংশিক এক কথা তা হলো-- সামুর পুরানো ভার্সনে ব্লগিং করলে কেমন জানি একটু অহংকার কিংবা গৌরব ভাব আসে কিন্তু বর্তমান নতুন ভার্সনে মনে হচ্ছে আমি কোন বাংলালিংক দামে চটি পেইজে ঢুকলাম! যা সহজেই হাজারো লেখা নিমিষেই হাতের নাগালে হাজির :(

প্রিয় সামু ব্লগ কৃতপক্ষের কাছে শুধুমাত্র ব্যক্তিগত অনুরোধ রইল- যদি আপনাদের কোন প্রকার সমস্যা কিংবা ক্ষতি না হয়, তাহলে যদি পারেন আগের ভার্সনে ফিরে যান! খুবই বিরক্তিকর লাগছে নতুন ভার্সন!

ধন্যবাদ......

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:২১

টেকনিসিয়ান বলেছেন: আমিও পুরান ভার্সনে ফিরতে ইচ্ছুক।

১৪ ই মে, ২০১৫ বিকাল ৫:২৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: শুধু আমি আপনি না, আমি মনে করি প্রায় বেশীরভাগ সামুর ব্লগার'রা পুরান ভার্সনে ফিরে যেতে চাই। কিন্তু আমরা চাইলেই কি ফিরে যেতে পারি না, সব সামু বাবার খেলা :D

২| ১৪ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ইমরান আশফাক বলেছেন: প্রথম প্রথম একটু অন্যরকম লাগবে এটাই স্বাভাবিক, আমি কিন্তু নোটিফিকেশন বুঝতে পারছিনা এখনও।

১৬ ই মে, ২০১৫ রাত ৩:০৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি সব কিছুই বুঝতে পাচ্ছি, এমনকি আমার কাছে কোন সমস্যা হচ্ছে, তবে ছবি আপলোডে আগের চেয়েও দিগুণ ভালো কাজ করছে :) তবুও ভালো লাগছে না! প্রথম প্রথম একটু অন্যরকম লাগবে এটাই স্বাভাবিক, কিন্তু এখন পরে কেমন লাগে সেইটা দেখার পালা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.