নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
না! এটা কোন সাগর কিংবা নদী না
এটা আমাদের আজকের বন্দরনগরী চট্টগ্রাম!
ছবিটি কাতালগঞ্জ আবাসিক এলাকা থেকে তোলা। সত্যিই আবাসিক আবাসিক লাগছে!! তাই না?
চট্টগ্রাম কাতালগঞ্জ আবাসিক এলাকা!
চট্রগ্রামে এক মাত্র অবহেলিত আবাসিক এলাকা কাতালগঞ্জ!
মনে হচ্ছে জার্মানির সেই ওয়াটার ব্রিজের মত, গাড়ী কেনা বাদ দিয়ে নৌকা কেনা দরকার! কারণ চট্টগ্রামের কয়েক মিনিট বৃষ্টি হলেই যে এ অবস্থা, তাতেই আর কোন উপায় দেখছি না!
মাত্র একদিনের বৃষ্টিতে চট্টগ্রামের এই হাল! এই সমস্যার সমাধান কি হবে? নির্বাচন যেমনিই হোক নব নির্বাচিত মেয়র সাহেবের কিন্তু প্রথম নির্বাচনী ওয়াদা ছিল চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরণ! মাননীয় মেয়র আজম নাছির সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি চট্টগ্রামের মানুষকে দেওয়া ওয়াদা পালন করুন!
১২ ই জুন, ২০১৫ দুপুর ২:০৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমাদের এখানেও কিছু কিছু জায়গায় আরো করুন। ঠিক আপনার মত অনেক মানুষ রাতে ঘরে পানি উঠায় ঘুমাতেও পারে নাই!
নগর অবিভাবক থাকার চেয়েও না থাকাটাই ভালো!
২| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:১৬
ভয়ংকর বিশু বলেছেন: সময় এসেছে সাতার শেখা বাধ্যতামুলক করার।
১২ ই জুন, ২০১৫ দুপুর ২:০৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! ঠিক বলেছেন!
কিন্তু আমাকে শিখতে হবে না, কারণ আমি পয়দাকাল থেকেই সাতার জানি।
৩| ১২ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
সুমন কর বলেছেন: আমার প্রাণের ঢাকা !!!!!!!!!!
৩০ শে জুন, ২০১৫ রাত ১১:০৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: সুমন দা, এইটা ঢাকা না, আমাদের বন্দরনগরী চট্টগ্রাম!
৪| ১৩ ই জুন, ২০১৫ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: রেস্পেক্ট
৩০ শে জুন, ২০১৫ রাত ১১:১০
চাটগাইয়া জাবেদ বলেছেন: মগা লন
৫| ১৬ ই জুন, ২০১৫ রাত ১০:৫৬
চন্দ্রের অর্ধ... বলেছেন: খারাপ অবস্থা
৩০ শে জুন, ২০১৫ রাত ১১:১১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! দিন দিন ডিজিটাল খারাপ অবস্থায় পরিণত হচ্ছে!
৬| ১৭ ই জুন, ২০১৫ বিকাল ৩:২৮
তাসজিদ বলেছেন: কিছু করার নাই। এই নিয়েই ত আমাদের দেশ।
৩০ শে জুন, ২০১৫ রাত ১১:১২
চাটগাইয়া জাবেদ বলেছেন: কিছু করার নাই। কিন্তু নির্বাচনের আগে যে বলে, অমুক করবো, তমুক করবো!
সব ভণ্ড!!
৭| ২২ শে জুন, ২০১৫ রাত ১১:৪০
প্রামানিক বলেছেন: চমৎকার ছবি।
৩০ শে জুন, ২০১৫ রাত ১১:১৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! চমৎকার কিন্তু কষ্টটার ভীরে!
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৫ রাত ৯:০২
নুর ইসলাম রফিক বলেছেন: ভাই আমার শহরের খবর আরো করুন।রাতে ঘরে পানি উঠায় ঘুমাতেও পারলামনা।
আপনার তো নগর অবিভাবক আছে,আমাদের তো তাও নেই।
হ্যা আমি সিলেট নগরের কথাই বলছি।