নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

আগামী দিন ও জয় যেন আমাদেরই হয় এই আশায় আছি।

১২ ই জুন, ২০১৫ দুপুর ২:০১

প্রথম দিনে আমাদের বোলাররা ইন্ডিয়ার একটি উইকেটের পতনও ঘটাতে পারেনি, তাইতো একক আধিপত্য দেখিয়েছে ইন্ডিয়ারা! ভাগ্যে কি ছিল বা থাকতো জানতাম না কিন্তু দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে! আজ তৃতীয় দিনের সূর্য এভাবে হেসে উঠবে কখনো ভাবিও নাই।

সূর্যের আলোর সঙ্গে ঝলকাইয়াছিল আমাগো স্পিনাররাও, তৃতীয় দিনের প্রথম সেশনেই ইন্ডিয়ার তিন ব্যাটসম্যানকে সাজ ঘরে পাঠিয়ে দিল টাইগাররা (y) তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪০০ রান। যার মধ্যে প্রথম দিনের করা বিনা উইকেটে ২৩৯ রান বাদ দিলে, আজকে তৃতীয় দিনের সকালের সেশনে করেছে ৩৯ ওভারে ১৬১ রান।

তৃতীয় দিনের শুরুতে সাবলীলভাবেই ব্যাট চালাচ্ছিলেন ধাওয়ান-বিজয়। ১৫০ রানে অপরাজিত থাকা ধাওয়ান আর ২৩ রান যোগ করে ব্যক্তিগত ১৭৩ রানে সাকিবের বলে সাজঘরে ফেরেন ;) এরপর সাকিবের আরেকটি অসাধারণ ডেলিভারীতে বোল্ড হন রোহিত শর্মা। সাকিবের জোড়া আঘাতের পর লেগস্পিনার জুবায়ের হোসেনের বল বিরাট কোহলির স্টাম্প ছুঁয়ে দিল।

আহা! শান্তি এ জন্য যে, ভারত এখন কিছুটা চাপে আছে। এতেই কিছুটা প্রাণ ফিরে পেয়েছি টেস্ট সিরিজের :) টেস্টে বাংলাদেশের জয় আর হারের সম্ভাবনা কিন্তু এখনো কিছুই আইডিয়া করতে পাচ্ছি না!

আগামী দিন ও জয় যেন আমাদেরই হয় এই আশায় আছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.