নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

এই প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাংকিং এ বাংলাদেশ ৭ নাম্বারে!

১৮ ই জুন, ২০১৫ রাত ২:০২

এই প্রথমবারের মত আইসিসি ওয়ানডে র‌্যাংকিং এ বাংলাদেশ ৭ নাম্বারে!

দাঁড়ান! হয়তো আপনারা বলতে চাচ্ছেন যে, এখনো কোন খেলা না খেলে বা না জিতে কিভাবে ৮ থেকে ৭ এ উঠলো? অবশ্যই আমাকেও মনে মনে পাগল বলে ফেলছেন কয়েকবার, তাই না? ;)

হাহাহা, নো সমস্যা, কিন্তু কাউকে কিছুই বলার সুযোগ দিচ্ছি না, কারণ 'যখন লক্ষ্য আমাদের সামনে দিকে, তখন পিছনে ফেলবে কে'?

এবার আসি মূল কথায়-- ওয়ানডেতে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ, মনে আছে তো? ঐ যে! সেই সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে পাকিস্তানকে #বাংলাওয়াশ করেছিল আমাদের টিম টাইগার। ঐ সিরিজ জয়ের জন্য সবচেয়ে বড় পুরস্কারও পেয়েছিলো বাংলাদেশ, র‌্যাংকি এর নয় থেকে আট নম্বরে উঠেছিল টাইগাররা (y)

সে সময় প্রথমবারের মত আইসসিসি ওয়ানডে এ অষ্টম স্থানে উঠে ছিল বাংলাদেশ। এবার সাত নম্বরে উঠার সুবর্ণ সুযোগও রয়েছে আমাদের টাইগারদের। কারণ বর্তমানে সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের রেটিং সমান ৮৮। ভগ্নাংশের হিসেবে পিছিয়ে পড়ায় বর্তমানে আট নম্বরে রয়েছে আমাদের বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ভগ্নাংশকে কোন হিসেব-নিকাশে নাই, তিনটি ম্যাচের যেকোন একটি ম্যাচ জিতলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিং- এ সাত নম্বরে উঠে যাবে বাংলাদেশ।

এবার বুঝেছেন? নাকি এখনো বুঝেন নাই? আর একটি ম্যাচ জিতার পুরোপুরি ভরসা কি আমি/আমরা/আমাদের টাইগারদের উপর রাখতে পারি না? কেউ রাখেন বা না রাখেন আমি কিন্তু শতভাগ ভরসা করি আমাদের দামাল ছেলেদের যে সিরিজ না হোক একটি হলেও আমাদের জিতাবে। ইনশা আল্লাহ্‌

টিম টাইগারদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল!
#এগিয়ে_যাও_বাংলাদেশ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৫ সকাল ৯:১৫

রাঘব বোয়াল বলেছেন: শিরোনাম দেইক্ষাতো আমার চক্ষু চড়ক গাছ !!! একটা ম্যাচ কেন আমি মনে করি আইসিসি চিটারি না করলে আমরা সিরিজই জিতবে।

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:০৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: দুঃখিত
দেরীতেই সিরিজ জিতার ইমোটা দিলাম B-))

২| ১৮ ই জুন, ২০১৫ সকাল ১১:২৪

টি এম মাজাহর বলেছেন: প্রতিশোধ ছাড়া কোন কথা হবে না।

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:০৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! প্রতিশোধ ছাড়া কোন কথাই বলেনি আমাদের টাইগাররা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.