নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

"কিরণমালা" প্রথমে সিরিয়াল পরে ড্রেস, এভাবেই খাবে পুরো দেশ!

২৩ শে জুন, ২০১৫ রাত ১:১৫

মামা আমি এবার ঈদে "কিরণমালা" নেব! কিন্তু আম্মু না বলছে (একটু কান্নাস্বরে!)
আমিঃ তা "কিরণমালা" জিনিসটা কি?

মামা, "কিরণমালা" এবারের ঈদে আসা নতুন ড্রেস(হাসি মুখে)
আমিঃ ওহ! তাই, আচ্ছা আমি তোর আম্মুকে বলবো, মোবাইল এখন তোর আম্মুকে দে!

- ছোট ভাগনির কাছ থেকে জানতে পারলাম এই বছর ঈদের মার্কেটে মাইয়াদের 'কিরণমালা' ড্রেসে বের হয়েছে। আর এই 'কিরণমালা' স্টার জলসায় প্রচারিত একটি ভারতীয় বাংলা টেলিভিশন ধারাবাহিক সিরিয়াল এর নাম!

প্রথমে সিরিয়াল, পরে ড্রেস
এভাবেই খাবে পুরো দেশ!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ ভোর ৪:২১

তৌফিক মাসুদ বলেছেন: আমরা যে জাতে বাংলাদেশী সেই জাতীয়তাবাদ আমাদের মধ্যে খুব কমই আছে। এ জন্যই এই অবস্থা। এটা নিয়ে একটা লেখাও দিয়েছিলাম।

ধন্যবাদ লেখককে সমসাময়িক ব্যপার তুলে ধরার জন্য।

৩০ শে জুন, ২০১৫ রাত ১০:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: শুধু আবেগের ঠেলায় আমরা দেশকে বা দেশের পণ্যকে ব্যাবহার করি, আর আবেগ পুরালেই ভারতে চলে যায়!
সময় করে আপনার লেখাটা দেখে আসবো। আপনাকেও ধন্যবাদ...

২| ২৩ শে জুন, ২০১৫ ভোর ৪:২২

তৌফিক মাসুদ বলেছেন: আমরা যে জাতে বাংলাদেশী সেই জাতীয়তাবাদ আমাদের মধ্যে খুব কমই আছে। এ জন্যই এই অবস্থা। এটা নিয়ে একটা লেখাও দিয়েছিলাম।

ধন্যবাদ লেখককে সমসাময়িক ব্যপার তুলে ধরার জন্য।

৩০ শে জুন, ২০১৫ রাত ১০:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: শুধু আবেগের ঠেলায় আমরা দেশকে বা দেশের পণ্যকে ব্যাবহার করি, আর আবেগ পুরালেই ভারতে চলে যায়!
সময় করে আপনার লেখাটা দেখে আসবো। আপনাকেও ধন্যবাদ...

৩| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৮

ভয়ংকর বিশু বলেছেন: তোমার ভালো না লাগলে বড় হুজুরের পাশে বসে আফগানী মুজুরা নাচ দেখো।

৩০ শে জুন, ২০১৫ রাত ১১:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমার ভাল লাগবে না কেন? আমার ভীষণ ভালা লাগছে!
এই যে দেখেন...

গত রোববার রাতে কালকিনি জেলাতে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলশার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কিরণমালা’ নামে বাজারে ‍প্রচলিত জামা কিনার জন্য পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে এক যুবতী নিজ ঘরের বৈদ্যুৎতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে!

বলেছিলাম না,
প্রথমে সিরিয়াল, পরে ড্রেস
এভাবেই খাবে পুরো দেশ!!

৪| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১০:৫২

ডার্ক ম্যান বলেছেন: পাখি ড্রেসটা কিনে না দেয়ায় কয়েকজন আত্মহত্যা করেছিলো। এবার
কিরণমালার জন্য কয়জন মরণের মালা পরে সেটা দেখার বিষয়।

৩০ শে জুন, ২০১৫ রাত ১০:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: কিরণমালার'টা শুরু.... গত রোববার রাতে কালকিনি জেলাতে ভারতীয় টিভি চ্যানেল স্টার জলশার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কিরণমালা’ নামে বাজারে ‍প্রচলিত জামা কিনার জন্য পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে এক যুবতী নিজ ঘরের বৈদ্যুৎতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে!

বলেছিলাম না,
প্রথমে সিরিয়াল, পরে ড্রেস
এভাবেই খাবে পুরো দেশ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.