নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

রাজন ক্ষমা চাই না, অভিশাপ চাই!

১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:১৯

দেশ পরিবর্তন, রাস্তাঘাট পরিবর্তন, আয়-ব্যায়ের পরিবর্তন, অমুকে পরিবর্তন, এক কথায় চারিদিকে পরিবর্তন আর পরিবর্তন!

তো! কি হবে এতো পরিবর্তন দিয়ে? যদি আমরা মানুষ নিজেদের মনুষ্যত্ব পরিবর্তন না করি! আসলেই আমরা মানুষ নামের সৃষ্টির সেরা জীব এখনো মানুষ হতে পারলাম না!

অন্তত পবিত্র রমজান মাসটার কথা একবারও তারা চিন্তা করতে পারে নাই! তাদের মনে একটুও কি দয়া-মায়া হয় নাই! নিশ্চিতে বলতে পারি তাদের শরীরে কি মানুষের রক্ত বইছে না!

এভাবে আর কত রাজনের কাছ থেকে ক্ষমা চাইবো? রাজন ক্ষমা চাইনা, অভিশাপ চাই!
ক্ষমা করিও না রাজন মানুষ রুপি জানোয়ার ও নর পশু গুলোকে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৪৪

混沌 বলেছেন: দয়া মায়া থাকলে কি কেউ এমন আচরণ করতে পারে ?

২| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.