নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোরা ভালো ও সুখে থাক, বউ পোলা নিয়ে, এটাই বন্ধু দিবসের প্রত্যাশা...

০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

Friend মানেই বন্ধু!
সামু পরিবারের সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা...

আসলে, অবিশ্বাস হলেও সত্য যে, আমার ছোটবেলা থেকে গ্রাম্য রিয়েল বন্ধুর সংখ্যা অগণিত। হিসাব করে বললে ২৫ প্লাস এর বেশী হবে :D সে পয়দাকাল থেকেই আমরা সবাই এক সাথে খেলতাম, স্কুলে যেতাম, ঈদ-পূজা সকল ধর্মীয় অনুষ্ঠানে এক সাথে যেতাম, আর যেখানেই যেতাম সেখানে একটা না একটা অঘটন ঘটতো! কারণ এত্ত গুলা মধ্যে অনেক ফাজিল ও বদমাইশ ছিল ;) যখন পড়ালেখা শেষ না হতেই সমাপ্ত করে দিই, তারপর থেকেই চলে আসে আমাদের মাঝে ফাটল ! অবশ্যই এরপর থেকে সবার মনে হিংসাও জন্ম নিয়ে নেই কারণে-অকারণে, একে অপরের কাছ থেকে একেকজন একেক দিকে চলে যায়। আমরা কারো সাথে কেউ আর এক হয়না! এখন একেকজন একেকদেশে। অবশ্যই এখন কারো সাথে দেখা না হলেও ফোনে সবার সবসময় যোগাযোগ হয়(কিছু সখ্যর ছাড়া!)

কিন্তু সবচে মজার কথা হচ্ছে- অগণিত বন্ধুদের মাঝে জীবিত আছি শুধুমাত্র আমিসহ কয়েকজন, আর বাকি সব বিবাহিত :D

বন্ধু তোরা ভালো ও সুখে থাক, বউ পোলা নিয়ে, এটাই বন্ধু দিবসের প্রত্যাশা...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬

সত্যের পথে আরিফ বলেছেন: আরার চাটগাইয়া ভাইয়া। আন্নেও কাম সারাই দেন আল্লার নাম নিয়া

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: ক্যামনে সারুম? বাবা-মা যে বুঝে না ছেলের বয়স হয়েছে, এখন চুপ করে আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.