নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শোক দিবস লজ্জিত আমি!

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

ডাক-ঢোল পিটিয়ে লোক দেখানো শোক পালনের থেকে, ঘরে বসে 'মরহুমের রূহ কিংবা বিদেহী আত্মার মাগফিরাত কামনা' করা অনেক বেশী উত্তম।

শোক দিবস লজ্জিত আমি!
কেন বললাম জানেন? বেশী ভূমিকায় যাবো না! এক লাইনেই বলে দিই...
কারণ আজকাল শোক দিবস পালন দেখলে লজ্জায় চোখ লাল হয়ে যায়! গতকাল এমনকি পুরো আগস্ট মাসে বঙ্গবন্ধুকে পোষ্টারে ব্যানারে খোমাবাজেরা নিজেদের ব্যাক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে! বিরয়ানীর প্যাকেটে, হিন্দি গানের নাচের তালেতালে শোক দিবস!

বিঃদ্রঃ আমি এখানে বঙ্গবন্ধুর শোক দিবসের বিরোধিতা করতে আসি নাই। তবে হ্যাঁ আমি হয়তো আওয়ামীকে পছন্দ না করিনা। কিন্তু সে জন্ম থেকে আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান ও ভালোবাসি। হয়তো স্বার্থ ছাড়া বলেই সেটা প্রকাশে নই, অন্তর থেকে।

অন্তর থেকেই শ্রদ্ধা ও স্মরণ করছি ৭১ এর এই কিংবদন্তী নেতাকে। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক। আমীন

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৫

মায়াবী রূপকথা বলেছেন: গান বাজিয়ে শোক দিবস উদযাপন লজ্জার ব্যাপার। এভাবে উনাকে অসম্মান করা হচ্ছে

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! এমনকি শোক দিবস পালনের জন্য অস্ত্র নিয়ে চাঁদাবাজিরও করতে দেখা গিয়েছে! যার জন্যই আজকাল বঙ্গবন্ধুর শোক দিবসে মানুষ দ্বিমুখী হচ্ছে! যা খুবই অসম্মানজনক!

২| ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৬

হামিদ আহসান বলেছেন: সবই মেকি অার স্বার্থোদ্ধারের ধান্ধা .......।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! বিরয়ানীর প্যাকেটে বঙ্গবন্ধুর ছবি দিয়ে হাসি মুখে বিরয়ানী খেয়ে সেলফি দেওয়াতেই বুঝা যায় কত বেশী স্বার্থোদ্ধারের ধান্ধা!

৩| ১৬ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চোর-বাটপারে ছেয়ে গেছে দেশটা! বঙ্গবন্ধুকে উপলোব্ধি করার মত জ্ঞান এদের নেই । এরা নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: চোর-বাটপারে ছেয়ে গেছে দেশটা! এরাই আবার নাকি দেশের সব!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.