নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ঢাচ চুক্তি...

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

হয়তো একদিন এগুলি জাস্ট কৌতুকী কার্টুন ছিল। এখন সত্যিই বাস্তবতা!

প্রিয় মমতা দি, আপনি আমাদের তিস্তার পানি না দিলেও আমাদের পানির অভাব নেই, আপনার পানি আমাদের দরকার নাই! আমরা এখন শুধু পানি খাইনা, গায়েও দিই এমনকি পানিতেই সব কিছু করি। বর্তমানে আমাদের বাংলাদেশে একবার এসে দেখতে পারেন, আমাদের বাংলাদেশ এখন পানিময় হয়ে গেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম!

মমতা দি, আপনার তিস্তার পানি চুক্তির দরকার নাই, আসুন আমাদের সাথে "ঢাচ চুক্তি"(ঢাকা-চট্টগ্রাম পানির চুক্তি) করে পানি নিয়ে যান।
সম্ভাবনা নয়, নিশ্চিত আমাদের রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পানি দিয়ে আপনার তিস্তা ভাসিয়ে দেওয়া যাবে।

হুম, সব আমাদের ডিজিটালিং অবধান! উন্নয়নের জোয়ারের পানিতে ভাসছে বাংলাদেশ,
মাননীয় দুই সিটি মেয়র সাব, এ পানি ধরে রাখেন, কমতে দিয়েন না। এগুলো আমাগো সম্পদ!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৪

আহমেদ জী এস বলেছেন: চাটগাইয়া জাবেদ ,



পোষ্টের ছবিটি দেখে চমকে উঠেছি । আমার পোষ্টে ব্যবহৃত , বাংলা বাক্যগুলো আমারই হাতে লেখা ।
“হাসি”র মতো ধন্বন্তরী কোনও ঔষধ নেই ...
১২ ই জুলাই, ২০১১ দুপুর ২:১৯

একটু স্বীকারোক্তি থাকলে কি শোভনীয় হতো না ?
শুভেচ্ছান্তে ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার পোস্ট'টা দেখেছি, হ্যাঁ আমার সাথে আপনার ছবিটা মিলে গেছে। আর আপনার পোস্ট'টা ২০১১ সালের আর আমারটা এখনের, তাহলে এখানে মানুষ ধরে নেবে ছবিটা আপনার পোস্ট থেকে আমি কপি করেছি!

তবে মূল ছবিটা আপনার কিনা জানি না, তবে ফেসবুকে "টাকলা জাগরনমঞ্চ" নামক গ্রুপ থেকে নিয়েছি। এমনকি ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপ ও পেইজে গতকাল এই ছবিটা পোস্ট হয়েছে। তো ছবিটা যদি আপনার কাছ থেকে নিতাম অবশ্যই সুত্র দিতাম। আর এধরনের ছবিতে মানুষ সুত্র দেই না, কারণ এগুলি ফ্যান ছবি সবাই জানে!

আর আপনার লেখার সাথে আমার লেখা তো এক বিন্দুও মিল নেই? কিভাবে বললেন এটা আপনার লেখা? লেখাটা সম্পূর্ণ আমার, ১০০% কপি মুক্ত, এবং নিজের মত করে সরাসরি লিখে তখন দিয়েছিলাম।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

আহমেদ জী এস বলেছেন: চাটগাইয়া জাবেদ ,


বুঝতে ভুল করেছেন । আপনার মূল লেখাটি আমার বলিনি । ছবিটি সম্পর্কে বলেছি ।
ছবিতে ব্যবহৃত বাংলা বাক্যগুলো আমারই হাতে লেখা বলেছি । অর্থাৎ কার্টুনের ব্যক্তিদ্বয়ের মুখ নিঃসৃত কথা ।
আমার ঐ মন্তব্যটি আবার পড়লে পরিস্কার হবে ।
লিংক দিলুম -----
http://www.somewhereinblog.net/blog/GSA1953happy/29411631
শুভেচ্ছান্তে ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

চাটগাইয়া জাবেদ বলেছেন: আহমেদ ভাই,
হ্যাঁ! আসলে আমি বুঝতে ভুল করেছি তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত! আর আপনার পোস্ট'টা আমি দেখেছি আপনারটা ২০১১ সালে করা পোস্ট, আমি মানছি ছবিটা আপনার কিন্তু আমি তো ভাই ফেসবুক ফ্যান পেইজ থেকে নিয়েছি! আগেও বলেছি যে, এধরনের ছবিতে মানুষ সুত্র দেই না, কারণ এগুলি ফ্যান ছবি সবাই জানে! আর এখন সুত্র এডিট করে দিতে চাই? তাই এখন আপনার নাম দেব নাকি? যেখান থেকে নিয়েছি সে পেইজের নাম দেব? না ছবিটা ডিলেট করে দেব ভাবছি, মূল লেখার সাথে ছবির কোন সম্পর্ক নেই, ছবিটা এমনি মজার জন্য দিয়েছিলাম!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.