![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বাংলাদেশ জাতীয়দলের খেলোয়াড় সাহাদাত হোসেন।
শাহাদাত জাতীয়দলের খেলোয়াড়। মন মানসিকতা আমাদের চেয়েও ভালো থাকা প্রয়োজন, কারণ ১৬ কোটি মানুষের ভালোবাসা তারাই। কিন্তু শাহাদাতের মত জাতীয়দলের একজন ক্রিকেটারের কাছ থেকে এমন অমানবিক আচরণ কোনো ভাবেই কাম্য না! কোনো মদদী বা বাসের হেল্পার যদি এমন কাজ করতো তাহলে মনকে শান্তনা দেয়া যেতো এই ভেবে যে, "এসব মূর্খ মানুষের কাছ থেকেই শিশু নির্যাতনের মতো ঘটনা সম্ভব। যদিও অনেক উচ্চবিত্ত শিক্ষিত মানুষও শিশু নির্যাতন করে যাচ্ছে নিয়মিতই!
"এগার বছরের গৃহককর্মী হ্যাপিকে নির্যাতিত করার অভিযোগ উঠেছে ক্রিকেটার শাহাদাত হোসেন এর ওপর। শিশু মেয়েটির চোখের নিচে অসম্ভব রকম ফুলা ও হাত পা'য়ে নির্যাতন এর চিহ্ন রয়েছে। তাছাড়া বেধরক মারধর আর নির্মম অত্যাচারের চিহ্নও প্রস্ফুটিত হয়ে আছে শিশুটির দেহে। যতোটুকু জানা যায় হ্যাপি এখন বর্তমানে মিরপুর থানায় রয়েছেন। রাজধানী ঢাকা সহসারা দেশে একের পর এক শিশু নির্যাতনের পর আবারও আরেকটি শিশু নির্যাতন। তাও আবার জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার দ্বারা।
কোথায় আমাদের মানবতা? অভাবের দায়ে কাজ করতে আসা মানুষগুলোর সাথেই কেনো বার বার এমন নির্মম ঘটনা ঘটে?
এর কোনো উত্তর আছে?
ছিঃ শাহাদাত ছিঃ
খুবই লজ্জা লাগছে নিজের, তোমাদের নিয়ে বিশ্বের মাঝে এভাবেই কি গর্ব করবো?
ছবিঃ- সংগৃহীত
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমারও না!!
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
রোষানল বলেছেন:
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: "স্বশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত"
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ তুমি মানুষ হও!
অর্থ খ্যাতি আর জনপ্রিয়তা যেন ইশ্বর ভাব না দেয় অন্তরে মনে রাখা উচিত সকল সেলিব্রিটির! নইল পলকে প্রপাত ধরণীতল!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: মানুষ তুমি মানুষ হও!
অর্থ খ্যাতি আর জনপ্রিয়তা যেন ইশ্বর ভাব না দেয় অন্তরে মনে রাখা উচিত সকল সেলিব্রিটির! নইল পলকে প্রপাত ধরণীতল!
দারুণ বলেছেন, আমাদের সেলেব্রেটিদের আপনার মন্তব্যটা শুনানো দরকার!
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
ক্রিকেটও একটা খেলা, সেটার আবার খেলোয়াড়, সেই লোক আার ভালো মানুষ, এগুলো হাউকাউ
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: চাঁদগাজী ভাই, আছে, ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে অনেক অনেক ভালো মানুষ আছে, অনেক বললে ভুল হবে প্রায় কম বেশি সবাই। শুধু কয়েকজন অমানুষ ছাড়া! দেখেন বিশ্বের অনেক দেশের ক্রিকেট খেলোয়াড়দের মানবতার খেলা।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
ধুন্দুলওয়ালার দাঁত ব্যথা!! বলেছেন: এই বালডারে আমার কোনোদিন পছন্দ না। ফইন্নির পুত। ধইরা পিষা উচিত।