নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
প্রবাস থেকে সামু ব্লগের সকল প্রবাসী ব্লগাদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা... ঈদ মোবারক
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশী, যা বলাবাহুল্য। কিন্তু এ ঈদ যদি হয় প্রবাসে? তাহলে সেটা কিসে পরিণত হয় আশা করি সকলের জানা! প্রবাসে ঈদ মানেই বেদনা ও কষ্টের! যাক, প্রবাসীদের ঈদ নিয়ে আমি আর কিছু বলছি না। শুধু একটাই কথা বলবো, নিজের দেশ, নিজের জন্মভূমি, নিজের দেশের ঈদ আর ভিনদেশের ঈদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান!
আমার প্রবাস জীবনের প্রথম প্রবাসে ঈদের দিনটা কখনো ভোলার নয়! আমার প্রবাস জীবনে প্রথমবার ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল করা হয়নি। সেটা ২০০৮ সালে দুবাই জুমেরা থাকাকালীন কোরবানির ঈদে হয়েছিলো! জীবনের প্রথম ঐ একটা কোরবানির ঈদ কাটল একেবারেই অলঙ্কারবিহীন। গরুর হাম্বা হাম্বা রব নেই, রক্ত নেই। তাড়া নেই অতি ব্যস্ত মহিলাদের আঁচল ঠিক করার। নেই বটি নিয়ে মাংস কাটার তুমুল ব্যস্ততা!
ব্যস্ততা যা ছিল তা সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে ঈদ আনন্দ সেরে ঘুমানোর। কাম্পের বাইরে থাকলে হয়তো অনেক মজা করতাম। তা আর হলো কই! প্রবাসজীবনে এমন অনেক কিছুই নেই হয়ে যায় নিয়তির নখের আঁচড়ে। আমি মন খারাপ করিনি।(কিন্তু ২০১০ সালের পর থেকে সব পাল্টে গেছে, এখন যেখানে আছি, সেখানে বর্তমান দেশ্র ঈদে চেয়েও বেশ ভালো ও আনন্দ হয় ) মন খারাপ করেছিলাম পরেরদিন যখন দেশে কোরবানি। পরিবারের সবাই গরুর ডাগর চোখের নিচে অশ্রু কোরবানি দিতে খুব ব্যস্ত। কিন্তু শত ব্যস্ততার মধ্যেও যখন পরিবারের সবাই আমাকে স্মরণ করে, ফোন দিয়ে মা-বাবা, ভাই-বোন সবাই যখন কান্না করেছিল, ঠিক তখনি আমার কাছে কষ্ট হয়েছে!
সেদিনের প্রকৃতি যেন আমার সঙ্গে সঙ্গ দিতে কাক ডাকা ভোর হতে কেমন কাঁদো কাঁদো হয়ে ছিল। ঈদের দিন প্রকৃতির এমন কান্না দেখে মনে হলো বহুকাল হলো শৈশব ফেলে এসেছি। মনে হলো দেশে সবাই কতো মজাই না করছে। আজ পৃথিবীর বেশিরভাগ মুসলমান মিলিত হবে ঈদ উৎসবে।
মনে হলো, শুধু আমি/আমরা কজন দূর পরবাসে কাটাচ্ছি সময়, একলা একা। কেউ অফিসের কড়িডোরে আর কেউ রুমের।
আজ এক অদৃশ্য বাঁধনে এক পৃথিবীর সকল মুসলমান বাঁধা পড়েছে। পাশে এসে দাঁড়িয়েছে এক নিবিড় ঈদ আনন্দে। সেই নিবিড়তার গভীরতা বাড়িয়ে দিতে দূরে কাছে, প্রাণে প্রাণে বাঁধা সকল সুহূদ-সুজনকে আবারো জানাই ঈদ মোবারক!
দেশীয় ব্লগারদের অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা রইল...
__ঈদ মোবারক__
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: কাবিল ভাই, ঈদ মোবারক
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯
আমি শঙ্খচিল বলেছেন: আপনাকেও ঈদ মুবারক ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনাকে আবারো ঈদ মোবারক
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
প্রামানিক বলেছেন: কিন্তু শত ব্যস্ততার মধ্যেও যখন পরিবারের সবাই আমাকে স্মরণ করে, ফোন দিয়ে মা-বাবা, ভাই-বোন সবাই যখন কান্না করেছিল, ঠিক তখনি আমার কাছে কষ্ট হয়েছে!
বিদেশে থেকে দেশের ঈদের কথা মনে হলে খুব কষ্টই লাগে বটে। ঈদের শুভ্চেছা রইল।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪০
চাটগাইয়া জাবেদ বলেছেন: প্রামানিক ভাই, শুধু কষ্ট না! বুকটা ফেটে যায়!
আপনাকেও ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমিও ভাই আজকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে গোসল করতে পারি নাই। সকাল ৯টার মধ্যে নামাজ শেষ করে ল্যাবে কাজ করতেছি। বিদেশের ঈদ এই রকমই হয়
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪২
চাটগাইয়া জাবেদ বলেছেন: মাহামুদুর ভাই, বিদেশের ঈদ বলতেই ঈদ জামাতের মধ্যেই সিমাবদ্ধ! তার চেয়ে বেশী কিছু না। তাও আবার ডিউটি না থাকলে এক কথা, না হলে কত যে তাড়াহুড়ো!
তা, আপনি কোন দেশে থাকেন?
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২
সুমন কর বলেছেন: ঈদ সংকলনে সংযুক্ত করে দিয়েছি।
ঈদ মোবারক।
প্লাস।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ
আপনাকেও ঈদুল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
কাবিল বলেছেন: ঈদ মোবারক।