নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ আসছে না। অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শেষ মুহূর্তে প্রশ্ন তোলায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
অভিনন্দন...
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে, আপনার স্বপ্নের জঙ্গি বাংলাদেশ আজ বিশ্বের মাঝে স্থান করে নিয়েছে।
দেশে জঙ্গি থাক বা না থাক কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখে যখন-তখন, যেকোন অনুষ্ঠানে বলতে শুনেছি দেশে জঙ্গিতে ভরে গেছে, জঙ্গি হামলা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার এ প্রচার কাজ সার্থক হয়েছে। আজ আপনার মাধ্যমে বিশ্ববাসী জানতে পেরেছে বাংলাদেশ একটি জঙ্গি দেশ!
অস্ট্রেলিয়া বাংলাদেশ না আসার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ একটি জঙ্গির দেশ(মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন ভাষণে তিনি এ কথাটা বলে থাকেন) এদেশে এসে মরবে নাকি?
তাছাড়া, এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের আশঙ্কা ভিত্তিহীন। আশা করি, তারা মত বদলাবে, খেলতে আসবে।
তিনি আরো বলেন, দেশের পরিস্থিতি নিরাপদ। কয়েক দিনে কোনো জঙ্গি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না, আত্মপ্রকাশ করতে পারবে না। আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এখানে। তাদের আশঙ্কা খামোখা, অমূলক।
তাহলে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর কথায় বুঝা যাচ্ছে আমাদের বাংলাদেশ সত্যি জঙ্গির দেশ! এখানে বিদেশের কেউ আসলে জঙ্গিরা হামলা করে! না হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথাটা বলছে কোথা থেকে?
জঙ্গি কাকে বলে তা পাকিস্তান থেকে জেনেছি, পাকিস্তানে সব মসজিদে বোমা হামলা, এমন কোন দিন নেই যে একটা হলেও হামলা হয়না। এমনকি প্রকাশে জঙ্গিরা পুলিশের সাথে গুলি বিনিময় করে। স্কুল থেকে বাচ্চাদের উঠিয়ে নিয়ে যায়/গিয়েছে।
কিন্তু কথা হচ্ছে পাকিস্তানের মত কি আমাদের বাংলাদেশে জঙ্গি কোন হামলা করেছে? স্কুল থেকে বাচ্চা নিয়ে গেছে? বিমান হামলা করেছে কখনো? মসজিদে হামলা করেছে কখনো?
যদি বলেন কিছুই হয় নাই, তাহলে বলবো আপনারা মুখে সব সময় জঙ্গি জঙ্গি বলেন কেন? কোন সাহসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছ, "কয়েক দিনে কোনো জঙ্গি মাথাচাড়া দেওয়ার সুযোগ পাবে না, আত্মপ্রকাশ করতে পারবে না"? (তবে হ্যাঁ, জঙ্গি নাই সেটা বলবো না, আছে কিন্তু আমরা এখনো পাকিস্তান হয়ে যায়নি!) তবে বর্তমানে দেশে জঙ্গি থাকলেও তা কি করছে না করছে অন্তত আমার জানা নেই কিন্তু ক্ষমতাসীন দলীয় নেতা ও পুলিশরা গত কয়েকদিনে যে হারে সাধারণ মানুষ, শিক্ষক, ছাত্রদের উপর নির্যাতন ও পুলিশি হামলা চলছে, তাতেই এগুলো পাকিস্তানি জঙ্গিদের চেয়ে কম না। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এর কথায় নিজেদের দেশকে বিশ্বের মাঝে জঙ্গি দেশ হিসাবে কি পরিচিত করছে না??
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী নেতারা, আপনাদের পায়ে পড়ি এভাবে সব সময় মুখে জঙ্গি জঙ্গি কথা বাদ দেন, আর আমাদের জঙ্গি দেশ পরিচিত করিবেন না! অনেক হয়েছে আপনাদের এ খেলা!
বিঃদ্রঃ- সরকার দলীয়দের পক্ষে না বলাতে আমি জঙ্গি হয়ে গেলাম না তো?!
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:৪০
চাটগাইয়া জাবেদ বলেছেন: বুবুর নাটক আশা করি অতি শীঘ্রই সমাপ্ত হবে!
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৭
ই হক মুরাদ বলেছেন: ক্ষমতায় থাকার জন্যে বিরোধী দলকে জঙ্গি হিসেবে-ত অনেকদিন ধরেই প্রচারনা চালানো হচ্ছে। আবার এই জঙ্গি দমনে অন্য দেশের সহযোগিতাও চেয়েছেন।
বিদেশীরা তাহলে এই বার বিশ্বাস করছে।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১:৪১
চাটগাইয়া জাবেদ বলেছেন: এখুন সেটাই পরিস্কার দেখাচ্ছে!
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
বকস মুজিব বলেছেন: আর কত নাটক যে করব হাসিনা বুবু।