নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
এ বিশ্বে দিবসের কোনো শেষ নেই। ডিম নিয়েও আছে একটি দিবস। আজ সেই দিন, ‘বিশ্ব ডিম দিবস’
বিশ্বের অন্য দেশের মত আমাদের বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দেশের পোলট্রি খাতের সংগঠনগুলোর সম্মিলিত জোট বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটি পালন করছে দিবসটি। আর তাদের এবারের স্লোগান, ‘বাঙালি হবে স্বাস্থ্যবান, প্রতিদিন ডিম খান’
প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয় 'বিশ্ব ডিম দিবস'। এই ডিম দিবসের বয়স কিন্তু কম না। সুত্রে মতে গত ১৯ বছর ধরে নাকি দিবসটি বিশ্বের ৬০টি দেশে পালিত হচ্ছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল এগ কমিশন(আইইসি)। সংস্থাটির উদ্যোগে ওই বছর থেকেই ডিম দিবস পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী ডিমের চাহিদা প্রতিবছরই বাড়ছে। গত ৪০ বছর বিশ্বে ডিম খাওয়ার পরিমাণ বেড়েছে তিন গুণ। নিউজে দেখলাম এগ কমিশন বলছে, ২০১৫ সালে বিশ্বব্যাপী ডিমের চাহিদা মেটাতে ৭ কোটি ৯ লাখ টন ডিমের প্রয়োজন হবে।
যাই হোক, এবার ডিম নিয়ে কিছু কথা...
- ডিম আগে নাকি মুরগী আগে?
এ নিয়ে একটা প্যাচ সময়ই লেগে থাকে
- ডিম শুধু খাওয়াই হয় না, ডিম ছুড়ে মারা কাজে ব্যবহৃত হয়।
সেখানে পচা ডিম অগ্রাধিকার পায়
- এছাড়া পুলিশি রিমান্ডে ডিম থেরাপী দিতে ডিমের ব্যবহার অনস্বীকার্য
- ডিম নিয়ে আমাদের দেশে বেশ ভালো রকমে একটা কুসংস্কার আছে, ছোট বেলা থেকে শুনে আসছি, ডিম খেলে নাকি পরিক্ষায় ডিম পাওয়ার সম্ভাবনা থাকে। এই কুসংস্কার এর জন্য অনেকে ডিম খান না পরিক্ষার আগে। অবশ্যই আমিও তখন একবার খাইনি
সর্বশেষ, বাংলাদেশে মেস, হোস্টেল আর আমাগো মতন ব্যাচেলরদের বাচিয়ে রাখার জন্য ডিমের অবদান লিখে শেষ করা যাবে না
পরিশেষে,
সবাইকে বিশ্ব ডিম ওরফে আন্ডা দিবসের শুভেচ্ছা
বিঃদ্রঃ- কেউ খালি মুখে যাবেন না, প্লেটে সিদ্ধ করা ডিম দেওয়া আছে একটা করে খেয়ে যাবেন
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: আগামীতে হয়তো পাদ দিবসও হবে!
২| ০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
প্রামানিক বলেছেন: ডিম দিবসের পরে মুরগী দিবস কবে?
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: ডিম আগে নাকি মুরগী আগে? এ প্যাচটার পর, এখন নতুন প্যাচ
"ডিম দিবস আগে নাকি মুরগী দিবস আগে?
৩| ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭
থিওরি বলেছেন: ডিম দিবস আসলে ডিম ছোড়াছুড়ি টাইপের কোন দিবস না। বিস্তারিত পড়ে দেেখুন Click This Link
অভিনন্দন জানবেন!
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি ডিম দিবসে ডিম ছোড়াছুড়ির কথা বলিনি, ডিম নিয়ে কিছু মজার কথা বলেছি মাত্র।
ধন্যবাদ
৪| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৩:১৫
প্রলয়শিখা বলেছেন: আমার, আপনার মত হাজারো ব্যাচেলরের কাছে বেচে থাকার এক অনবদ্য উপায় হচ্ছে ডিম সেবন। তাই এই দিনের সেলিব্রেশনও হয়েছে ডিম খেয়ে
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, আমরা ব্যাচেলার লাইফের জাতীয় খাবার হলো ডিম
ছাত্রাবাসে ছাত্রদের এবং সব ধরনের ব্যাচেলারদের এই করুণ পরিণতির প্রতি সমবেদনা, সম্মান এবং একত্ববাদ জানাতে বিশ্বব্যাপী 'ডিম দিবস' পা লন করা হয়
#অমলেট #মামলেট
৫| ১০ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩
কি করি আজ ভেবে না পাই বলেছেন: হ্যাপী বদা দিবস বদ্দ্যা
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১১
চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ বদ্দা,
অনরেও ভজা(ডিম) দিবসুর শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: এত দিবস !!