নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সাকিব আল হাসান হয়তো আর কখনই রবীন্দ্র জাদেজা হতে পারবেন না!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৬


শিরোনাম পড়েই যদি কেউ আমাকে কয়েক প্রস্থ গালিগালাজ করে ফেলেন, তবে আপনাকে দোষ দেওয়ার কিছু নেই। ‘সাকিব কোন দুঃখে রবীন্দ্র জাদেজা হতে যাবেন?’ এটাই হয়তো আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে। এখন আসুন, শিরোনামের পেছনের যুক্তিগুলো একটু বোঝার চেষ্টা করি...

ভারতীয় ‘অলরাউণ্ডার’ রবীন্দ্র জাদেজা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্নেহধন্য, সাকিবের মতই বাম হাতে ব্যাটিং ও স্পিন বোলিং করা এই অলরাউণ্ডারের মাঝে ভারতীয় সমর্থকেরা একজন ‘সাকিব’কে খুঁজে পান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায়, ভারতীয়দের কেউ কেউ অনেক সময় জাদেজাকে সাকিবের চেয়েও ‘ভাল’, সাকিবের চেয়েও ‘দামী’ অলরাউণ্ডার বলে ঘোষণা করে ফেলেন। যদিও কথাটা তারা নিজেরাও কতখানি মন থেকে বিশ্বাস করে বলেন, সেই প্রশ্ন থেকেই যায়! 'অলরাউন্ডার' জাদেজা যে ‘বিশ্বসেরা অলরাউণ্ডার’ সাকিবের চেয়ে ভাল নন, সেটা বুঝতে আপনাকে বিরাট ক্রিকেট পন্ডিত হতে হবে না। মেসি সেরা, নাকি রোনালদো সেরা? এধরনের কোন চির অমীমাংসিত তর্কের বিষয়বস্তুও এটি নয়। তারপরেও সন্দেহবাতিকগ্রস্থদের সুবিধার্থে কিছু ব্যাপার মনে করিয়ে দেই।

সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তিন তালিকারই শীর্ষস্থানটি আমাদের সাকিবের দখলে। টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউণ্ডার র‍্যাংকিং এ সেরা দশেও নেই জাদেজা। একমাত্র ওয়ানডে অলরাউণ্ডারদের র‍্যাঙ্কিংয়েই মাত্র(!) ১৩৮ রেটিং পয়েন্টের ব্যাবধানে সাকিবের(৪১৮ রেটিং পয়েন্ট) কিছুটা কাছাকাছি(!) আছেন জাদেজা(২৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে)! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া এই অলরাউণ্ডার যে 'সাকিবের চেয়ে ভাল' নন এটা মোটামুটি প্রমাণ হয়েছে বলা যায়। কিন্তু ভারতীয়রা যে জাদেজাকে 'সাকিবের চেয়েও দামী’ ক্রিকেটার বলে মনে করেন, সেটাতে অন্তত আপত্তি করা কষ্টকর! হ্যা, এটা তারা শুধু মুখেই বলেন না, কাজেও প্রমাণ করেন। তাইতো ২০১২ এর আইপিএল নিলামে সারা পৃথিবীর সব ক্রিকেটারকে টেক্কা দিয়ে ঐ আসরের সবচেয়ে বেশি(বাংলাদেশি টাকায় প্রায় ১৫কোটি) টাকা খরচ করে তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস! এর আগের আসরেই ২০১১ এর আইপিএল নিলামে সাকিব বিক্রি হয়েছিলেন মাত্র ৩ কোটি টাকায়। সেই আসরেও জাদেজার মূল্য(৭কোটি) উঠেছিল সাকিবের চেয়ে ৪কোটি টাকা বেশি! তার মানে জাদেজা যে অন্তত ভারতীয়দের কাছে 'সাকিবের চেয়ে দামী’ ক্রিকেটার, এটা তারা নিজেরাই প্রমাণ করে দেখান!

আইপিএলের ইতিহাস ঘাটলেই দেখা যায়, ফ্রাঞ্চাইজিগুলোর কাছে বরাবরই 'হট কেক' ভারতের স্থানীয় ক্রিকেটাররাই। তাইতো এ যাবতকালে আইপিএলের সবচেয়ে দামী ১০ ক্রিকেটারের তালিকায় প্রথম ৮ জনই ভারতীয়! মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংদের পাশাপাশি সেরা ১০ এ আছেন দীনেশ কার্তিক, রবিন উথাপ্পারাও! বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মাঝে অন্যতম ক্রিস গেইলের নামও সেরা দশে নেই! অথচ বিপিএল এর প্রথম ও দ্বিতীয়, দুই আসরেই 'আমাদের' যে ছেলেটি টুর্নামেন্ট সেরা হয়েছিল, সেই ছেলেটির জন্যেই এবারের আসরে আমরা সর্বোচ্চ ক্রয়মূল্য বেঁধে দিয়েছি ৩৫ লাখ টাকা! গেইল, আফ্রিদির পাশাপাশি শেহজাদ, দিলশানদেরও যেখানে ৫৫ লাখ টাকা, এমনকি কাউকে কাউকে এর চেয়ে বেশি দামেও কেনা যাবে(কি জানি এক অদ্ভুৎ উপায়ে), সেখানে বিশ্বের সেরা অলরাউন্ডারটিকে আমরা নিজেরাই ৩৫ লাখ টাকার বেশি মূল্যে কিনতে রাজি নই!

বিসিবি হয়তো ভুলে গেছে, বিপিএলের দ্বিতীয় আসরেই 'উন্মুক্ত নিলামে' আমাদের সাকিব দেশি ও বিদেশি গোল্ডেন শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন, আমাদের বুকটা গর্বে ভরে গিয়েছিল। পরবর্তীতে ফ্রাঞ্চাইজিগুলো সাকিবসহ অনেক ক্রিকেটারকেই তাদের প্রতিশ্রুত অর্থ দিতে পারেনি, এটা নিশ্চয়ই সাকিবদের অপরাধ নয়! সেবার অন্তত সারা পৃথিবীর কাছে আমরা ঘোষণা করেছিলাম, দেখো, আমাদের কাছে আমাদের সাকিবই সবচেয়ে দামী! সেই গর্বটা এবার হয়তো আমাদের আর করা হবে না। এরপরেও আমাদের সাকিব, আমাদের তামিম, আমাদের মাশরাফিরা বিপিএলে খেলবেন। খেলাটিকে ভালবেসে, দেশকে ভালবেসে, বিপিএলকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা হয়তো অনেক কিছুতেই ছাড় দেবেন, এর আগেও দিয়েছেন। কিন্তু নিজেদের আত্মসম্মানবোধের এই জায়গাটাতে বিসিবি কিভাবে এতো উদার হলো তা এখনো বোধগম্য নয়!

ভারতীয়রা যেখানে তাদের দেশি ক্রিকেটারদেরকেই সব কিছুর উপরে রাখে, সেখানে আমরা আমাদের 'বিশ্বসেরা' রত্নটিকেও তার প্রাপ্য 'সম্মান' দিতে কুণ্ঠাবোধ করি। হ্যা, এখানে 'টাকা'টাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে 'আত্মসম্মানবোধ'টা।

‘পাকা হোক তবু ভাই পরেরও বাসা
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা!’
অতি সামান্য কিন্তু অতি অমূল্য এই বোধটুকুই হয়তো আমাদের মাঝে এখনো ঠিকমত জাগেনি। তাইতো আমাদের আফসোস করে বলতে হয়, সাকিব হয়তো আর কখনই রবীন্দ্র জাদেজা হতে পারবেন না!

অনুপম হোসেন পূর্ণম দাদা,
শেষ মেশ বলতে হয়, আমরা এমন কোন বিপিএল চাইনা যেখানে আমাদের সাকিব, মাশরাফিদের অবমূল্যায়ন করা হবে। সাকিবদের আপমান করে কোন বিপিএল চাই না। মনে রাখবেন, ব্যাপারটার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.