নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ইমরান এইচ সরকারের ডাকা হরতালকে সমর্থন করছি না বলে রাজাকার হয়ে গেলাম না তো ??

০৩ রা নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৮

বিএনপি পরীক্ষার সময় হরতাল দিয়ে ভবিষ্যৎ নষ্ট করছে। আপনারা পরীক্ষার সময় হরতাল দিয়ে বাচ্চাদের কষ্ট দিবেন না। -মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পরীক্ষার সময় হরতাল চরম বিড়ম্বনায ও সর্বনাশ ছাড়া কিছু না। পরীক্ষার সময় হরতাল না দেওয়ার আহ্বান। -শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

পরীক্ষার সময় শিক্ষাবিরোধী হরতাল জনগন মানে না। -সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার

পরীক্ষার দিন হরতাল দিয়ে অমানুষের কাজ করেছেন। ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে না পারে সেজন্যই। -স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

এটা খুবই দুঃখজনক। তারা পরীক্ষার সময় হরতাল দিয়ে দেশদ্রোহী অপরাধ করে চলছে। -জাতীয় চুশিল

দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর পরীক্ষার সময় হরতাল দিয়ে তাদের জীবন আন্ধকারে টেলে দিচ্ছে। -এমপি গোপাল

পরীক্ষার্থীদের জীবন নষ্ট করে ফেলছে। পরীক্ষার সময় হরতালের কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হবে। -চুশিল আমজনতা

এভাবে আরো অনেক/অনেকে, তো আর দিলাম না। উপড়ে সবগুলি কথার মালিক পরীক্ষার সময় হরতাল এর বিপক্ষে ছিলেন। হ্যাঁ আমিও পরীক্ষার সময় হরতাল সমর্থন করিনি/করি না। দেশের স্বার্থের কারণে হলেও সমর্থন করে থাকিলেও কিন্তু পরীক্ষার সময় তা কখনো গ্রহণ যোগ্য নয়। তাছাড়া হরতাল যেমনিই হোক না কেন তা কখনো দেশের সুফল বয়ে আনে না। বরং হরতালে দেশ ও সাধারন মানুষরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়।

যাই হোক, এবার আসি ভিন্ন প্রসঙ্গে- পরীক্ষার সময় বিএনপি হরতাল দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়! প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীসহ সকল মন্ত্রী এমপি ও চুশিলদের কাছে। আর আজকে সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার পরীক্ষার সময় হরতাল ডাক দিয়েছে। তাতে মাননীয়া-মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সকল চুশিল জনতার অনুভূতিটা জানতে ব্যাপক মুঞ্চাই?

বিঃ দ্রঃ- ইমরান এইচ সরকারের ডাকা হরতালকে সমর্থন করছি না বলে রাজাকার হয়ে গেলাম না তো ??

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

আমি আবুলের বাপ বলেছেন: এটা চেতনার হরতাল।আসল জায়গায় বিচার না চেয়ে এখন চেতনা চেগাইতাছে।আপনি না মানলে আপনি অপ্রগতিশীল।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: ইম্রান সরকার বলেছে-
'হরতাল' ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
'হরতাল' নিরাপদ রাষ্ট্রের জন্য।

যাদের মুখে দই টক শুনেছিলাম, নিজের বেলাই তা মিষ্টি হয়ে গেছে!
আসুন, বেশী বেশী হরতাল দিয়ে নিরাপদ রাষ্ট্র গড়ে তুলি...

তা ভাউ, প্রগতিশীল এবং অপ্রগতিশীল কারে কই?

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৫

মঞ্জু রানী সরকার বলেছেন: ইমরান ভাই
হরতাল ছাড়া
আর কোন বিকল্প পথ কি
জানা নাই?

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২২

চাটগাইয়া জাবেদ বলেছেন: বিকল্প পথ জানা থাকলেও সেটাতে তিনি হয়তো বক্তব্য ও নেতৃত্ব দেওয়া পারবে না! তো বুঝতেই পারছেন।

তাছাড়া ইম্রান সরকার বলেছে-
'হরতাল' ভবিষ্যৎ প্রজন্মের জন্য,
'হরতাল' নিরাপদ রাষ্ট্রের জন্য।

হরতাল বিষয়ে মুখে দই টক শুনেছিলাম, কিন্তু নিজের বেলাই তা মিষ্টি হয়ে গেছে!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৭১ টিভিতে কইতেছে সাধারণ মানুষ নাকি স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল পালন করছে......আজকে সব কিছু স্বাভাবিক এই কথা শুনবো না.....এমনকি মনে হয় বিটিভি-তেও না..

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: আজকের হরতালে দেশ ও সাধারণ মানুষের ক্ষতি হলেও আমাদের চুতিয়া মিডিয়া তা দেশ প্রেম হিসাবে দেখবেন/ দেখছে!

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪২

তারেক বলেছেন: @বিচার মানি তালগাছ আমার - জ্যামের ঠ্যালায় আজকে অফিসে লেট খাইলাম, আর ৭১ টিভি কইতেছে "সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল পালন করছে" !!!!!!! :( :( :( /:) /:)

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: দেশ প্রেমিকের জন্য অফিসে লেট খাইছেন, তা আপনি গর্বিত হয়েছেন! সে খুশিতে কিন্তু আপনিও তখন অফিসে না গিয়ে হরতালে বসে বিরয়ানী খাইতে পারতেন!

আজকের হরতালে দেশ ও সাধারণ মানুষের ক্ষতি হলেও আমাদের চুতিয়া মিডিয়া তা দেশ প্রেম হিসাবে দেখবেন/ দেখছে!

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

অেসন বলেছেন: ইমরান এর হরতালে কার গাড়ি ভাংগা হই না, পেট্রোল বমা ব্যবহার করা হই না। আপনার ইচ্ছে হলে হরতাল অমান্য করতেই পারেন। তারপরও ইমরান নিয়ে এত চুলকানি কেন? অবশ্যই সঙ্গত কারন অজানা না।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

চাটগাইয়া জাবেদ বলেছেন: হরতাল যেমনিই হোক না কেন তা কখনো দেশের সুফল বয়ে আনে না। হরতাল শান্তি পূর্ণভাবে হোক বা মিষ্টি বিতরণের মধ্য দিয়ে হোক, হরতাল তো হরতাল, তাই না?

জানা থাকলে তো ভালো। না জানা থাকলে তবুও বলি বিরয়ানীর ভাগ পাইনি বলে এত চুলকানি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.