নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
১৯৭২ সালের পর থেকে আজ পর্যন্ত আমাদের গোটা জাতির উন্নতি হয়নি। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূথান ও একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের জাতিগত চারিত্রিক বৈশিষ্ট্য উন্নত হয়েছে। কিন্তু অন্ধকার দূর হয়নি। দিন দিন আরো বেশ অন্ধকার হয়ে আসছে!
বাহাত্তর সালের পর আজ পর্যন্ত বাংলাদেশ সরকার একটি সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা রাখেনি। এ ব্যর্থতা আমার, আপনার ও গোটা জাতির। এ ব্যর্থতা দেশের বড় দলগুলোর ও বামপন্থিদের। দেশে হত্যার যে ধারাবাহিকতা চলছে, তা আমাদের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিতে প্রভাব ফেলছে।
আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে, তাতে কোনোভাবেই উন্নত চরিত্রের মানুষ হবে না। উন্নতমানের বিচারক বা প্রকাশক তৈরি হবে না। দেশে আগামী ১০ বছরে ন্যূনতম প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য কোনো লোক থাকবে না।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক নিহত ফয়সাল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক গতকাল রাজধানীর কাটাবনের কনকর্ড অ্যাম্পোরিয়াম ভবনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
দীপন হত্যার বিচারের বিষয়ে তিনি বলেন, পুলিশের ওপর আমার আস্থা আছে। তবে তাদের অভিযোগ করে কী আর হবে? ওনাকে হুমকির বিষয়ে তিনি বলেন, ১৯৭২ সালের পর এত ভয় আমি কখনও পাইনি। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু আমি না, দেশের অন্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছে!!
০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২১
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! মনে হয় নয় এভাবে চলতে থাকতে নিশ্চিত সংক্ষেপে আরেকটা নতুন নাম পাবো!
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মাৎসানায় চলছে দেশৈ!!!
অরাজকাতার ভবিস্যতে হয়তো আমরা ষংক্ষেপে আরেকটা নতুন নাম পেতে যাচ্ছি! মগের মুল্লুক বদলে অন্য নামে ডাকতে হবে!