নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
খবর: সিরিজে সাকিবকে আর পাচ্ছে না বাংলাদেশ। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে জরুরি ভিত্তিতে আজ রাত নয়টার ফ্লাইটে যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিষয়টি নিশ্চিত করে দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানিয়েছেন, ‘সাকিবকে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে।’ সাকিবের জায়গায় দলে আসতে পারেন এনামুল হক। (প্রথম আলো)
“সাকিব শুনলাম আর্জেন্ট ছুটি লইয়া আবার বিদেশ যাইতাছে?”
হুমমম… ইউএসএ যাচ্ছে।
“কেন? জিম্বাবুয়ের লগে ম্যাচ ফালাইয়া এখন বিদেশ যাওয়া লাগবো?”
আরেহ। শিশির তো প্রেগনেন্ট। ডেলিভারী ডেট সামনেই। এখন সাকিবের থাকা জরুরী।
“তাতে কি? সাকিব জানে না, দেশ হইতাছে মায়ের মত! এখন দেশ যখন ওরে চায় – সে তখন বউয়ের আঁচলে পলায়?”
ব্যাপারটা আসলে তা না…
“আমারে ঐসব বুঝাইস না। সিম্পল কথার জবাব দে, “মা বড় না বউ বড়?”
আসলেই এরকম কিছু পাবলিককে আমি বা, আপনি… কেউই কিছু বুঝাতে পারবো না। ঘটনাটা এমন কিছুই না। সবাই জানেন যে বিশ্বসেরা বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান বাবা হতে যাচ্ছেন। আমাদের শুভ কামনা রইলো সাকিব-শিশির জুটি এবং তাঁদের আগত সন্তানের জন্যেও। আগেই সাকিব ছুটি নিয়েছিলেন স্ত্রী’র সাথে যুক্তরাষ্ট্রে যাবেন বলে। তবে, জিম্বাবুয়ের সিরিজটির জন্য খোদ শিশিরই সাকিবকে ফেরত পাঠান। পরে সংবাদ সম্মেলনে এসে তা স্বিকারও করলেন তিনি। তবে, এ নিয়েও আমরা বাঙালী কম যাই না মন্তব্য করতে। সবার মুখেই একই বাণী –
দেশে কি কোন প্রসূতি হাসপাতাল নাই?
বউটারে দেশে রাখলে এত ঝামেলায় পড়তে হত না।
দেশে কি ভাল ডাক্তার অথবা প্রসূতি হাসপাতাল ছিল না?
আমি বুঝতে পারছি, এই ভাইয়া-আপুদের স্বদেশপ্রীতি অত্যাধিক। তাহারা দেশে কেন শিশিরকে রাখা হলো না, দেশে কি ভালো প্রসুতি হাসপাতালের অভাব অনুভূত হচ্ছে কি না, ইত্যাদি বিশাল বিশাল রাষ্ট্রীয় সমস্যা নিয়ে প্রবল চিন্তিত। আমি বুঝতে পারছি, খুবই স্বাভাবিক। দেশপ্রেম তো থাকা আমাদের ঈমানের অংশ। স্বদেশ প্রেম এক মহৎ গুণ।
তবে, তারা দেশপ্রেম দেখাতে গিয়ে একটা কথা সম্ভবত ভুলে গিয়েছেন। আমাদের শিশির ভাবীর বাড়ি কিন্তু ইউএসএ। আর প্রথম সন্তান জন্ম দিতে আমাদের মা-জননীরা যে বাপের বাড়ি যায়, সেটাতো খুবই স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে এত্ত ফালাফালির কি আছে রে ভাই? এখন সাকিবের শ্বশুড় বাড়ি আমেরিকা হইছে দেখে কি কবিরা গুনাহের কাজ করে ফেলছে সে?
আরেক ভাইয়া তো আরও এক কাঠি সরেশ। তিনি নিজেকে বিসিবির মাননীয় স্পন্সর, ট্রাস্টি ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছুই মনে করেন।
- সাকিবের আমেরিকান হসপিটালে বৌকে নিয়ে যাওয়ার টাকা কে দিসে আর কেমনে হইল? আমরা যদি না দিতাম তবে দেষেই ট্রিটমেন্ট নিত।
জ্বি ভাইয়া। আপনাদের মত কিছু কতিপয় মানুষ সাকিবকে প্রতি নিয়ত খুচরা টাকা-পয়সা দান খয়রাত করতেন এবং করছেন বলেই তো সাকিব আল হাসান আজ খেয়ে-পড়ে বাঁচতে পারছে। আজ আপনারা না থাকলে সাকিবের যে কি হতো! থাক, আর চিন্তাই না করি। ভয়াবহ!!
ভাইয়া বোধ হয় জানেন না, সাকিব সহ অন্যান্য সব খেলোয়াড়রাই আমার-আপনার মত ট্যাক্স প্রদান করেন। বিসিবি’র বেতন ছাড়াও অন্যান্য দেশীয় ও বিদেশী ক্লাবগুলোর পারিশ্রমিক, বিজ্ঞাপনের পারিশ্রমিক, নিজেদের ব্যবসা ইত্যাদি আরও অনেক পথ থেকেই তাদের টাকা আসে। সেই টাকার উপর ট্যাক্সও প্রদান করতে হয়। আর খোদ বিসিবিই তো সরকারকে ট্যাক্স দিয়ে চলে। সেখানে “তাঁরা আমাদের টাকায় এত লাফাচ্ছে” এসব চিন্তা ভাবনাটা “বোকামি” বললেও ঢের ভুল হবে।
বুঝতে পারি যে আমরা ফ্যানরা, অনেক আবেগী। আবেগের ঠ্যালায় মুখ দিয়ে যে কত কিছু চলে আসে, তার কোন আত্তা-পাত্তা নেই। “আমরা স্বাধীন জাতি” – এর প্রমান আর কোথাও না মিললেও এই ফেসবুকে এসে বেশ বুঝতে পারি।
যারা এসব স্বাধীন চেতা কমেন্ট করেন, তারা হয় তো বাবা-মা কখনোই হন নাই, কিংবা অন্যের বাবা-মা হবার মূহুর্তটা পাশে থেকে দেখেন নাই। কিংবা, এসব না দেখেও ব্যাপারটা খুব কমন সেন্স দিয়ে উপলব্ধি করার ক্ষমতাটাও তাদের নেই। তাই, সাকিবের বিদেশ যাওয়াটার খারাপ দিক নিয়ে নিজেদের জ্ঞান জাহির করতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন।
যাই হোক। সাকিব আল হাসানের এত সবার “সুচিন্তিত” পরামর্শ নিয়ে এত মাথা না ঘামালেও চলবে। তিনি আপাতত নিজের প্রথম সন্তানের সুখ উপলব্ধি করুন এই কামনা করেই শেষ করছি আজকের স্পোর্টস কুমড়াফাইড।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক বলেছেন, আবার তাদের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে!
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৯
সারগিল খান বলেছেন: দিনদিন দেশে ছাগ-কুলের আধিক্য অধিক হারে বেড়ে যাচ্ছে ।
সাকিব হাসিখুশি দেশে ফিড়ে আসুক এই দুয়াই করি ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! তাদের সংখ্যাও দিন দিন বেড়েই চলছে দেশে!
সাকিবের রাজকন্যা হয়েছে, দোয়া করি সাকিব ভাই শিশির ভাবি ও রাজকন্যা সুস্থভাবে হাসিখুশীতে দেশে ফিরে আসুক।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩
চাঁদগাজী বলেছেন:
ডাংগুলি যে সাকিবকে খেলতে হবে, এমন বাধাধরা নিয়ম নেই।
জাতির উপর আস্হা না থাকায়, সাকিব আমেরিকায় 'এংকর চাইল্ড' জন্ম দেয়াচ্ছে।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪২
চাটগাইয়া জাবেদ বলেছেন: ডাংগুলি বলেন আর যাই বলেন, বর্তমানে আমরা বাংলাদেশের মানুষকে কেউ এক করতে না পারলেও কিন্তু এ ডাংগুলিই(আপনার ভাষ্যমতে) ১৬ কোটি বাঙালীকে এক করে।
শুধুমাত্র জন্মটা কিন্তু আমেরিকায়, অন্যটা নিজ থেকে বুঝে নিবেন
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৯
কেএসরথি বলেছেন: অত্যধিক হারে পাগলের সংখ্যা বেড়ে যাচ্ছে - এ কিসের লক্ষন?
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৪৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: লক্ষণ যেটারই হোক না কেন! লক্ষণটা কিন্তু মোটেও ভালোর দিক না।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৬
কবি এবং হিমু বলেছেন: আমাদের শিশির ভাবীর বাড়ি কিন্তু ইউএসএ। আর প্রথম সন্তান জন্ম দিতে আমাদের মা-জননীরা যে বাপের বাড়ি যায়, সেটাতো খুবই স্বাভাবিক ঘটনা।
কি বুঝাতে চাইলেন?কেউ আমেরিকার সিটিজেন হলে কি তার বাংলাদেশী পরিচয় থাকবে না।ভাই,তারমানে কি আপনি আমেরিকার সিটিজেন হলে বাংলাদেশটাকে আর নিজের বাড়ি বলবেন না?লেখাটার জন্য ধন্যবাদ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে ভাই সাকিবের সন্তান আমেরিকায় নেওয়ার সঠিক মূল কারণ কি তা আমরা জানি না। কিন্তু তাদের কোন সমস্যা বা ব্যক্তিগত কোন কিছু থাকতেও পারে। যাই হোক আশা করি আপনার প্রশ্নের উত্তরটা কখনো সাকিব 'না' বলবে না।
আপনাকেও ধন্যবাদ...
৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭
নাবিক সিনবাদ বলেছেন: বঙ্গদেশের ডাংতাররা চিজার ছাড়া বাচ্চা ডেলিভারি করাইতে পারে না, সেই ভয়েই ম্যারিকায়...
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: হতেও পারে। তবে সঠিকটা যেহেতু জানি না।
৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫৬
কলাবাগান১ বলেছেন: চাদ গাজী ভাই বোধ হয় এংকর চাইল্ডের ডেফিনেশন জানেন না....... সাকিবের বাচ্চা যেখানেই হত (বাংলাদেশে) হলেও আমেরিকান সিটিজেন ই থাকত কিন্তু নাঈমুল ইসলাম যখন বাচ্চাকে আমেরিকায় জন্ম দেওয়ায় সেটা হল এংকর চাইল্ড।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: কলা বাগান ভাই, নাঈমুল ইসলামটা কে?
৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
গোধুলী রঙ বলেছেন: আমাগো স্বভাবই হলো কোন বিষয়ে পুরো না জেনে অথবা ভাসা ভাসা জেনে অথবা একেবারেই না জেনে সবজান্তা শমসেরের মতন ফাল পাড়া। এতে আর যাই হোক, কোনদিন কোন বিষয়ে জানার আগ্রহ থাকে নাহ। সাকিবের বউ যে এমেরিকার সিটিজেন এইডা লুকজন না জেনেই এরে নিয়া ফাল পাড়া শুরু করছে।
সাকিব না খেললে যদি দল হারার সম্ভাবনা কারোর মনে তৈরী হয় তবে সে বোধকরি সাকিবকে রোবট গোত্রীয় কিছু ভেবে বসে আছে, যার কোন পারসোনাল সমস্যা নাই, ইনজুরি হবেনা। চিন্তা ভাবনা হাটুতেই থেকে গেলো।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! সম্ভবত তারা জানেন না যে সাকিবের বউ আমাগো শিশির ভাবী যে এমেরিকার সিটিজেন।
শেষের অংশের সাথে সহমত, চিন্তা ভাবনা যে হাটুতেই থেকে গেলো।
৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৯
আমি আবুলের বাপ বলেছেন: কে বলে দেশে কি ভাল ডাক্তার অথবা প্রসূতি হাসপাতাল নাই?
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: এ হাসপাতাল সম্পর্কে সাকিব ভাই ও শিশির ভাবীর জানা ছিল না মনে হয়
১০| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:০১
মানবী বলেছেন: নির্বোধ অকৃতজ্ঞ অভাগা জাতি আমরা!
সাকিব আল হাসানের মতো একজন সম্পদকে তাঁর প্রাপ্য সন্মান জানাতে পারলে আমাদের আজ এ দূরাবস্থা হতোনা।
জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের ম্যাচ এমন কোন সিরিয়াস বা গুরুত্বপূর্ণ কিছুনা যে একজন স্বামীর, পিতার দায়িত্ব তিনি করতে পারবেননা। ওয়ার্ল্ডদকাপ বা এশিয়া কাপ হলেও কথা ছিলো।
"আসলেই তো, বাচ্চা হবে এটা নিয়ে এতো ঢং এর কি আছে!" এই মনোভাব আমাদের দেশের সামাজিক অ্ভিশাপগুলোর অন্যতম।
সাকিব তাঁর মেধা ও মাথর ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত অর্থ দিয়েও স্ত্রীর চিকিৎসার খরচ বহন করছে, কোন চাটুকারের করুণার দান দিয়ে নয়; একথা অণুধাবনের ক্ষমতাও হয়তো সেই চাটুকারদের নেই!!! একজন আমেরিকান নাগরিক হিসাবে সাকিবের স্ত্রীর অধিকার আছে আমেরিকার হাসপাতালে সন্তান জন্ম দেবার, এতে কেউ ঈর্ষান্বিত হলে বা হীনমণ্যতায় ভুগলে কিছু করার নেই।
বাংলাদেশের সম্পদ ও গর্ব সাকিব ও তাঁর স্ত্রীর জন্য আন্তরিক শুভকামনা ও অভিনন্দন রইলো। তাঁর স্ত্রী ও সন্তানের সুস্বাস্থ্যের জন্য দোয়া।
পোস্টের জন্য ধন্যবাদ চাটগাইয়্যা জাবেদ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: যত নষ্টের মূল ঐ চাটুকাররা! তারা কখনো মানুষ হবে না মনে হয়!
বাংলাদেশের সম্পদ ও গর্ব সাকিব ও তাঁর স্ত্রীর জন্য আন্তরিক শুভকামনা ও অভিনন্দন রইলো। তাঁর স্ত্রী ও সন্তানের সুস্বাস্থ্যের জন্য দোয়া।
আপনাকেও ধন্যবাদ....
১১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
মাঘের নীল আকাশ বলেছেন: নোংরা জাতির নোংরা মানসিকতা...!
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:২৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: এ নোংরা থেকে কি আমরা জাতি ও আমাদের মানসিকতা বের হয়ে আসবে না/ আসতে পারবো না? !
১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি জিম্বাবুয়ে না হয়ে অন্য কোন দেশ হইত? যদি প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যেত?
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: তখন সেটা মাথায় থাকতো, আর আশা করি তখন সে বিবেচনায় সাকিব ভালোটা গ্রহণ করতো আশা করি।
১৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:২০
শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: সহমত পোষণ ।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩১
চাটগাইয়া জাবেদ বলেছেন: শান্ত ভাই, ধন্যবাদ গ্রহণ করিবেন।
১৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১
গেম চেঞ্জার বলেছেন: নোংরা আবাল আর ছাগলামি!
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৩২
চাটগাইয়া জাবেদ বলেছেন: এ পাগলামি একদিন দেশের বিরাট ক্ষতি বয়ে আনবে!
১৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
প্রামানিক বলেছেন: কি আর করা যাবে যারা উপরে উঠে তারাই বিদেশ বাড়ি করার জন্য পাগোল হয়। দেশের প্রতি কোন টানই থাকে না।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: দেশের উপর ওয়ালা কর্তাদের কাছ থেকেই কিন্তু শিক্ষাটা নেওয়া এবং নিচ্ছে!
১৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫১
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: সাকিবের! (বিশ্বাস করি) মুক্তমনা কন্যাটা জন্ম থেকে আমেরিকার যুক্তরাষ্ট্রের নাগরিক। চাপাতি খেয়ে তাকে সেখানে নাগরিকত্ব নিতে হবে না আর।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: দেখা যাক আগামীর ভবিষ্যৎ কি বলে।
১৭| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১১
আরণ্যক রাখাল বলেছেন:
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনের হাসি দেখে ফাঁসি খাইতে মুঞ্চাই
১৮| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
কিরমানী লিটন বলেছেন: এটা এখন সাকিবকে মানায়-সে সামান্য হলেও দেশকে কিছু দিয়েছে,আর যারা কিছুই দেয়নি,রক্তচুষার মতো শুধুই চুষে নিয়েছে,সেইসব ভণ্ড রাজনিতিক তাদের জ্ঞাতি-গোষ্ঠী বিদেশে বাড়ী গাড়ি বিত্ত বিলাসী জীবন উপভোগ করেছেন আমাদের রক্ত খেয়ে,সেখানে সাকিবতো নস্যি !!!
শুভকামনা জানবেন প্রিয় চাটগাইয়া জাবেদ ভাই ...
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম, আপনার সাথে শতভাগ সহমত আমিও। সাকিব দেশকে কিছু দিয়েছে, তাই তাকে সেটা মানাই।
ধন্যবাদ লিটন ভাই...
১৯| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
ফান তুফান বলেছেন: সাকিবের সন্তান আম্রিকায় না হলে মানায়! সবার উপরে দেশ তার উপরে আমি। আমার সামর্থ মার্সিডিজ আমি বাইক নিবো কেন!
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: দেশে বা বিদেশে যেখানেই হোকনা কেন, অন্তরে দেশকে লালন কইলেই হয়। বিদেশের মাটিতে জন্ম নেওয়া কত বাঙ্গালী আজ দেশের মুখ উচু করেছে শুধু দেশের আদলে। আর হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু কাজ আছে তা সামর্থ্যের চেয়েও বাহিরে যেতে হয়।
২০| ১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪৮
সজিব হাওলাদার বলেছেন: হুজুগে বাঙ্গালী
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! আমরা এত বেশী হুজুগে হয়ে গেছি যে তা খুবই মারাত্মক!
২১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৮
প্রভাষ প্রদৌত বলেছেন: সাকিব-শিশির দম্পতির ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কোন মন্তব্য করতে চাই না ।
কষ্ট একটাই , বাংলাদেশী দম্পতির বিদেশে সন্তান জন্ম দেয়াটা আমার কাছে নোংরামি মনে হয় , এটা আসলে নিচু মনমানসিকতা , এটা অনুধাবন না করতে পারলে আসলে আর কিছুই বলার নেই ।
বাংলাদেশের চিকিৎসা সেবা এতটা নষ্ট হয় নি যে সন্তান জন্ম দিতে বিদেশ যাওয়া লাগবে । আর সাকিব-শিশির দম্পতির বাংলাদেশে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পান , অনাদের কোন প্রয়োজন ছিল না ।
আসলে নিজের দেশকে ছোট মনে করে সন্তান জন্ম দেয়ার মত সাধারণ কাজে অন্য দেশে যাওয়া আসলে আমাদের স্মাজের সুবিধা প্রাপ্তদের অন্তসার শূন্যতারই লক্ষন ।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০১
চাটগাইয়া জাবেদ বলেছেন: আসলে ভাই সাকিবের সন্তান আমেরিকায় নেওয়ার সঠিক মূল কারণ কি তা আমরা জানি না। কিন্তু তাদের কোন সমস্যা বা ব্যক্তিগত কোন কিছু থাকতেও পারে।
আসলে নিচু মনমানসিকতা দেশের উপরওয়ালা কর্তাদের কাছ থেকেই কিন্তু শিক্ষাটা নেওয়া এবং নিচ্ছে! যা ভাবতেও খুবই কষ্ট হয়!
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৯
রানার ব্লগ বলেছেন: কথা সত্য, সস্তা আবেগের মূল্য নাই, দেশ ডিজিটাল হয়ে একটাই লাভ হইছে, কিছু আবাল রাত দিন যা ইচ্ছা তাই বলতেছে।