নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
পরিশেষে সবার উদ্দেশ্যে একটি কথা... বাংলাদেশ জিম্বাবুয়েকে বাংলাওয়াশ করেছে আমি/আমরা সবাই খুশী। কিন্তু ভুলেও আমরা কেউ যেন জিম্বাবু ক্রিকেট টিমকে নিয়ে আলতো ফালতু ভাবে কোন মন্তব্য না করি। মনে রাখবেন, জিম্বাবুয়ে ক্রিকেট টিম আমাদের দুর্দিনে সঙ্গ দিয়েছে, অতীতে এবং বর্তমানেও। এজন্য হাজার ধন্যবাদ ও কৃতজ্ঞ তাদের কাছে।
অতীতে তাদের অবদানের কথা আমরা সবাই জানি। এক সমসময় আমাদের বাংলাদেশও পাড়ার ক্রিকেট খেলত। ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংস, বছরের পর বছর হারত। সারা বিশ্ব হাসত আমাদের খেলা দেখে!! সেই সময় পাশে ছিল এই জিম্বাবুয়েই। স্ট্রিক, ফ্লাওয়ার ব্রাদার্স, ক্যাম্পবেল, গডউইনের জিম্বাবুয়ে রাজত্ব করত তখন আর সেই জিম্বাবুয়েই কিনা খেলতে আসত বাংলাদেশে! হারাত বাংলাদেশকে আবার বলত- তোমরা খেলে যাও, যত খেলবে তত উন্নতি করবে। বিশ্বের নামি দামী দেশ যখন আমাদের সাথে খেলে নাই তখন ম্যাচের পর ম্যাচ খেলছে দূর আফ্রিকার এই দেশটি। সেদিনের সেই ছোট্ট বাঘ আজ বড় হয়েছে, তার হুঙ্কার শুনছে সারা বিশ্ব। এমনকি সে জিম্বাবুয়েও।
থাক, আর নাই বা বলি অতীতের কথা। কিন্তু বর্তমানের কথা কি আমরা সবাই জানি? না, হয়তো আমরা অনেকে জানি না। তো শুনুন...
এ সময়ে কিন্তু জিম্বাবু ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা ছিল না৷ স্বাভাবিক অবস্থায় তাদের সঙ্গে সিরিজটা হতো জানুয়ারিতে(বিসিবি সুত্রে) নিরাপত্তার অজু হাত দেখিয়ে অস্ট্রেলিয়া অক্টোবরে বাংলাদেশে না আসার কারণেই এগিয়ে আনা হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ৷ সে সময় বাংলাদেশে দু'জন বিদেশি নাগরিক এবং ব্লগার, প্রকাশক ও পুলিশকে দুর্বৃত্তরা হত্যা করলেও দেশের খেলার মাঠগুলো যে নিরাপদ তা দেখিয়ে দেয়ার অঙ্গীকার ছিল বাংলাদেশের৷ সেই অঙ্গীকার পূরণে জিম্বাবুয়ের সহয়োগিতার হাত বাড়িয়েছে। অনিরাপত্তা জেনেও ছুটে চলে এসেছেন বাংলাদেশে।
আজ অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে আসে নাই, সাউথ আফ্রিকার নারী দল তাদের সফর বাতিল করেছে। কি দরকার ছিলো এখন জিম্বাবুয়ের আসার? কিন্তু ওরা এসেছে। অজিরা সাধা চামড়ার জাত, তেনারা দামি ব্যাক্তি। জিম্বাবুয়েনরা গরীব। গরীবরা তাদের নিরাপত্তা নিয়ে ভাবেনা কিন্তু এই জিম্বাবুয়েনরাই আমাদের সত্যিকারের বন্ধু। বন্ধুত্বের হারে কখনো ফালতু বা খারাপ মন্তব্য নয়!
জিম্বাবু ক্রিকেট টিম আমাদের ক্রিকেট জগতের যে সত্যিকারের বন্ধু সেটা আবারো প্রমান করে দিয়েছে। তো, জিম্বাবুয়ের সে হাত বাড়ানোয় আমরা বাংলাদেশের মানুষ প্রতি কৃতজ্ঞ।
বিঃদ্রঃ- কয়েকজন পাবলিক জিম্বাবুয়েরা বাংলাদেশের কাছ থেকে হেরে যাওয়া নিয়ে খুবই ফালতু মন্তব্য করতে, যা খুবই খারাপ লেগেছে! তাই না পারতে এ কথাগুলো বলা।
[ভুলভ্রান্তি ক্ষমানুসারে দেখবেন]
১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:১৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: জী হ্যাঁ! সেটা হলে তো বেশী ভালো। কিন্তু তা না হলেও অন্তত তাদের উদ্দেশ্যে ফালতু মন্তব্য থেকে বিরত থাকা। কিন্তু আজকে কয়েকজন দেখলাম ফালতু মন্তব্য করেছে, যা খুবই অমানসিক পরিচয় বহন করে!
২| ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:১১
অমাত্রিক সমীকরণ বলেছেন: আমিও ঠিক একই বিষয়টি ভাবছিলাম।
সত্যি,বাংলাদেশের দুর্দিনে বিপদের বন্ধুর মতোই ছুটে আসে আফ্রিকার এই দেশটি।
স্যালুট টু অল জিম্বাবুইয়ান ক্রিকেটার অ্যাণ্ড জিম্বাবুয়ে।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: এটা সকলের ভাবার মত বিষয়। তাদের অবদান আমাদের সকলের স্বীকার করা উচিৎ।
স্যালুট টু অল জিম্বাবুইয়ান ক্রিকেটার অ্যাণ্ড জিম্বাবুয়ে।
৩| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
কামাল - বলেছেন: জয়ের আনন্দ করবে সবাই কিন্তু মন্তব্য করার সময় খেয়াল করতে হবে যেন সেটা ওদের প্রতি সন্মান রেখেই করা হয়
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: জী হ্যাঁ! সেটা হলে তো বেশী ভালো। কিন্তু তা না হলেও অন্তত তাদের উদ্দেশ্যে ফালতু মন্তব্য থেকে বিরত থাকা।
৪| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
রাতুল_শাহ বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন।
তাদের প্রতি সম্মান রেখে জয়ের আনন্দ করা উচিত।
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! আমাদের সকলের এ বিষয়টা মাথাই রাখতে হবে।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ২:২৭
নতুন বলেছেন: জয়ের আনন্দ করবে সবাই কিন্তু মন্তব্য করার সময় খেয়াল করতে হবে যেন সেটা ওদের প্রতি সন্মান রেখেই করা হয়।