নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
জিম্বাবুয়ের জয়ের উল্লাস দেখে আমার কাছে অতিতের একটা কথা ভীষণ মনে পড়ে গেল! বড় দল গুলোর বিপক্ষে কালেভদ্রে একটা ম্যাচ জেতার পর ঠিক এই কাজটাই করতাম আমরা/টাইগাররা! আজ আমরা অনেক দূরে, আমরা সিরিজ জয়েই অতটা করি না, তবে বড় দল হলে তো একটু বেশীই করি আর কি!
ওয়ানডে সিরিজ জয় ও টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর এক পোস্টে বলেছিলাম-
"অথিতি আপ্যায়নে আমরা বাংলাদেশীরা বিশ্ববিখ্যাত। সেটা মনে হয় ক্রিকেট এর কারণে মুছে যাবে। একটা ম্যাচ অথিতিদের জিতিয়ে বিশ্ববিখ্যাত আরো বাড়ানো দরকার ছিল না?"
হ্যাঁ! আমাদের টাইগাররা একটা ম্যাচ অথিতিদের জিতিয়ে বিশ্ববিখ্যাত আরো বাড়ানো দরকার আছে বলে আমার সাথে একত্বা ঘোষণা করেছেন আমাদের টাইগাররা অথিতি বন্ধুদের আপ্যায়ন করতেই জানে বলেই আমরা কিন্তু অথিতি আপ্যায়নে বিশ্ববিখ্যাত! আজো আবার সেটা প্রমান করেছে টাইগাররা
যাই হোক, এ হারে আমার একটুও দুঃখ বা কোন প্রকার ফিলিং করছি না। শুধু বছরের শেষটা ভালো না হওয়ায় মনের মাঝে একটু খচখচানি!
অভিনন্দন টাইগার্স...
অভিনন্দন জিম্বাবুয়ে...
অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তার অজুহাতে আসে নাই আমাদের সাথে সিরিজ খেলতে! সেটার সুযোগ নিয়ে সাউথ আফ্রিকার নারী দলও তাদের সফর বাতিল করেছে! তাদের চোখে তখন আমরা অনিরপত্তার বাংলাদেশ! ঠিক সে সময় নিরাপত্তার হাত বাড়াই জিম্বাবুয়ে। বাংলাদেশের ক্রিকেটীয় দুর্দিনে বিপদের বন্ধুর মতোই ছুটে আসা আফ্রিকার এই দেশটি জানাই অগণিত ভালোবাসা ও শুভেচ্ছা।
স্যালুট টু অল জিম্বাবুইয়ান ক্রিকেটার অ্যাণ্ড জিম্বাবুয়ে।
১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ২:৩৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: ভাইয়ু কি বুঝে হাসলেন?
©somewhere in net ltd.
১| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
আরণ্যক রাখাল বলেছেন: