নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা বলে, নিরাপত্তা নিয়ে আগে বাড়ো!

১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

এতএব, বুঝা গেলো যে বাংলাদেশী সকল ইন্টারনেট(ফেসবুক) ব্যবহারকারী সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ধর্ষণকারী হামলা-মামলাকারী ঘুষখোর ইত্যাদি ইত্যাদি...

তাইতো, দেশকে আপনাদের হাত থেকে বাঁচাতে ও নিরাপদ রাখতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। আপনি যতই দেশ প্রেমিক বা ভালো মানুষ হোন না কেন, উপরের উল্লেখ্যকৃত পদবীতে আপনার স্থান। কারণ আপনিও এ আওতায় আছেন।


অফলাইনে কিছুই হয় না, অনলাইনে আসল সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ধর্ষণকারী হামলা-মামলাকারী ঘুষখোর'রা নাই!

তো, ইউ হাভ বুগতে হবে,
আপনি সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ধর্ষণকারী হামলা-মামলাকারী ঘুষখোর ইত্যাদি, তাই দেশ রক্ষাতে আপনাকে বন্ধ করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে ফেসবুক-ভাইবার বন্ধ!

সরকার আমাগো আর কত্ত কত্ত রকমের যে নিরাপত্তা দিবো জানি না! এমনি দেশে যে নিরাপত্তা তাতেই বেঁচে থেকেও মরার মত আছে মানুষ। চারদিকে এত এত নিরাপত্তা দেওয়া আছে, ফেসবুক কেন বাকি থাকবে?

যাক বাবা, জীবনের নিরাপত্তা না থাকলেও, সরকার ফেসবুক নিরাপত্তা দিয়েছে।

জয় বাংলা বলে
নিরাপত্তা নিয়ে আগে বাড়ো!

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

রুদ্র জাহেদ বলেছেন: এখন সব এরকমই।অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ!!!

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০২

চাটগাইয়া জাবেদ বলেছেন: তবুও আমরা সবাই বুঝছি না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.