নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
বাংলার মানুষ ফেসবুক ব্যবহারে কি এমন ক্ষতি হচ্ছে সরকারের? সরকার ফেসবুক বন্ধে বা সম্পূর্ণ ব্যবহার বন্ধ করা নিয়ে এত উঠে পড়ে লেগেছে কেন বুঝলাম না! যদিও ফেসবুক বন্ধের শুরুতে বলা হয়েছিলো সাকা ও মুজাহিদের ফাঁসি দেবে তাই দেশের নিরাপত্তার জন্য ফেসবুকসহ বেশ কয়েকটি যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে। কিন্তু তাদের ফাঁসি তো দেওয়া হয়ে গেছে, এখন কি জন্য চালু করে না?
আচ্ছা যাক, চালু করার কথা নাইবা বললাম! কারণ মানুষ যে কোন উপায়ে ব্যবহার করছে ফেসবুক। এখন কথা হচ্ছে সরকার ওনাদের কথা অনুযায়ী সাকা-মুজাহিদ এর ফাঁসি হয়ে যাবার পর, তা এখনো চালুতো করেন নাই। কিন্তু এখন অন্য যে কোন উপায়ে ফেসবুকে প্রবেশ বা লগিন করছে মানুষ, ঠিক তখনি আবার শুরু হয় সরকারের উল্টা বক্তব্য ও নাটক!
ইতি মধ্যে শুনেছি সরকার থেকে বলা হয়েছে যে "যারা অন্য যে কোন উপায়ে ফেসবুক ব্যবহার করবে তাকে আইনের আওতায় এনে ৪ লাখ টাকা জরিমানাসহ ১ মাসে জেল কাটতে হবে" যেখানে শিশুকে গুলি করে পঙ্গু করে দেওয়া সরকারী সন্ত্রাসীরা সংসদে ফুলের মালা গলায় দিয়ে যায়, সেখানে তাদের কাছ থেকে কি ফেসবুক ব্যবহারকারী বেশী অপরাধী!
এগুলোর মানে কি? কি কারণে সরকার এভাবে ফেসবুকের মানুষ গুলোর পিছে লেগেছে বুঝলাম না! তাহলে কি ধরে নেব জনগণ সরকারের শত্রু? সরকার কি জনগণকে শত্রু ভাবে? তাই শত্রুকে দমন করতে এসব করা হচ্ছে? এটা কি সরকারের ক্ষমতার জোরে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের উপরে হুমকি নয় কি?
নোটঃ শুনলাম ভিপিএন বা অন্য উপায়ে ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন আইন আসছে!
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমার সাথে আপনারও ডিজিটাল রায় দেবার সময় আসবে। খুবই খেয়াল কৈরা
২| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:০৮
শাহাদাত হোসেন বলেছেন: ফেসবুক বন্ধ করছে কারণ একমাত্র ফেসবুকেই মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারে ।
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
চাটগাইয়া জাবেদ বলেছেন: তাহলে বুঝে নিলাম, স্বাধীন মতামতের বিপক্ষে সরকার!
৩| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২০
মঞ্জু রানী সরকার বলেছেন: যেখানে শিশুকে গুলি করে পঙ্গু করে দেওয়া সরকারী সন্ত্রাসীরা সংসদে ফুলের মালা গলায় দিয়ে যায়, সেখানে তাদের কাছ থেকে কি ফেসবুক ব্যবহারকারী বেশী অপরাধী!
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: দিদি ভাইয়া, ভুল কিছু বললাম নাকি ?
৪| ২৬ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
রোষানল বলেছেন: বাড়ির পুরাতন জুতা ,স্যান্ডেল বিশেষ করে টয়লেটে ব্যবহার করার পর যেগুলা পরিতাক্ত হয় সেগুলা জমিয়ে রাখুন। অচিরেই কামে লাগবো ...সময় ঘনিয়ে আসছে
২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: সাধু সাবধান! আপনি ৫৭ ধারা আইনে যে কোন সময় পড়তে পারেন
৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০
বাংলার ফেসবুক বলেছেন: শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তারা কেউ যাননি । যাচ্ছেন ইজ্জত বাচাতে !
২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: পোস্ট অনুযায়ী আপনার কঠিন বাক্যের মন্তব্য বুঝিয়া উঠিতে পারিলাম নাহ!
©somewhere in net ltd.
১| ২৬ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮
কবি এবং হিমু বলেছেন: সরকার আমাদের ডিজিটাল লাইফের ডিজিটাল অত্যাচার করতেছে।আপনি ও ডিজিটাল পন্থায় মুখ চেঁপে জান।সামনে আপনার ডিজিটাল রায় দেবার সময় আসবে।যদি সরকার সেই সুযোগ দেয়।ডিজিটাল ভোট চুরি না করে