নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

অনেক দিন পর প্রবাসে মেজ্জান(মেজবান) খাইছি :)

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪৯


চাটগাইয়া মেজ্জান, হাইলে বুঝিবা ন হাইলে পস্তাইবা (অর্থাৎ চট্টগ্রামের মেজবানের খাবার খেলে স্বাদ বোঝা যায়, না খেলে আফসোস করতে হয়;) )
আহ, বোত দিন বাদে মেজ্জান হাইলম। গত হালিয়ে মেজ্জান হাই এনে এহনও পেট লই লরিত চরিত ন পারির! চিটেংগা মেজ্জান বলে হতা B-) (বহু দিন পর মেজবান খাইলাম। গতকাল মেজবান খেয়ে এখনও পেট নিয়ে নড়াচড়া করতে পাচ্ছি না :D চট্টগ্রামের মেজবান বলে কথা B-) )

ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান শুধু দেশেই নয় প্রবাসীদের কাছেও স্মরণীয়। দেশের একমাত্র চট্টগ্রামেই এ ধরনের মেজবানের আয়োজন করা হয় বলে ইতিহাস রয়েছে। প্রায় ৫০ বছর ধরে এ আয়োজনটি চট্টগ্রামে দিন দিন জমজমাট হয়ে উঠছে।

চট্টগ্রামের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই ইতিমধ্যে ঠাঁই করে নিয়েছে সুদূর প্রবাসে। তার মধ্যে অন্যতম "চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান"।

এ দুর পরবাসে সাদা ভাত, গরুর মাংস আর ডালের এই ভোজ আয়োজন যে কতটা উৎসবমুখর হয়ে উঠতে পারে তারও প্রমাণ অনেক আগে মিললেও, গতকাল নতুন করে আবার মেজবানের মিলল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি মুসাফফা সাত নম্বরে। অবশ্যই এটা নতুন কিছু না, সে অনেক আগে থেকে সুদুর প্রবাসে ঠাই করে নিয়েছে চট্টগ্রামের এ মেজবান।

গতকাল চট্টগ্রামের সন্তান, সালাউদ্দিন কাদের চৌধুরীর কুলখানি উপলক্ষে আরব আমিরাত প্রবাসীদের উদ্দেগ্যে এ মেজবানের আয়োজন করা হয়েছিলো।

বিঃ দ্রঃ- মেজবানের হাড্ডিসহ মাংসের ছবিটি দেখে কারো জিভে পানি চলে আসলে তার জন্য চাটগাইয়া জাবেদ দায়ী নহে B-))

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০০

বাংলার ফেসবুক বলেছেন: চট্টগ্রামের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক কিছুই ইতিমধ্যে ঠাঁই করে নিয়েছে সুদূর প্রবাসে। তার মধ্যে অন্যতম "চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান"।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভুল কিছু বললাম নাকি?

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৮

বাতিওয়ালা বলেছেন: রাত ২ টার দিকে দিছেন এই ছবি আর বলতেছেন ''জিভে পানি চলে আসলে তার জন্য চাটগাইয়া জাবেদ দায়ী নহে।''
আমিও বলিলাম পেট খারাপ হইলে তাহার জন্য আমিও দায়ী নহে।

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি খেয়ে রুমে এসেই পোস্ট দিয়েছি, তখন আমার এখানে কিন্তু তখন সাড়ে ১১টা বেজেছিল।
নিশ্চিত থাকেন আপনে দায়ী থাকিবেন না, কারণ আমার পেট এমনিতেই খারাপ :P ;)

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কি দেহাইলা বাজি................লেওস্যা ঝরের।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: লেওস্যা পরিলি হন কিয়ারে মারি পেলন, তারপর মেজ্জান হাইত পারিবে ;) :P

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

মুখ ও মুখোস বলেছেন: বদ্দা, রাজাকারের কুলখানির মেজ্জান হাই অনের অনুভুতি হন না?
বাজিরে, অ্যাঁই ইতাগো লোই অ্যাঁর ন ফাইজ্জুম। ইতেরা বিদেশত বসি রাজাকারের কুলখানির আয়োজন গইচ্ছে!


২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

চাটগাইয়া জাবেদ বলেছেন: বদ্দা অনুভূতি পাডাপাডি ;) বোত দিন বাদে মেজ্জান হাইলম এব্বেরে পেট ভরি হাই।
বদ্দা, প্রায় ৫ আজার মাইনসর হানা আয়োজন গইজ্ঞি। বেশীরভাগ মানুষ চট্টগ্রামর, তাছাড়া হন দলীয় নয়, এগিন ব্যক্তিগতভাবে গইরগি দে!

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

অগ্নি সারথি বলেছেন: বদ্দা মেজ্জান খাইতাম চাই। তয় রাজাকারের ন।

২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: বদ্দা, এক্কানা সবর গরন, আর মেজ্জান হাবাইয়ুম :P
তই আর মেজ্জান হাইবেন নি? ;)

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

কাবিল বলেছেন: নামডা পেত্তম শুনতিছি। খাতি ক্যামমা লাগে?

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: কিসের নাম? মেজ্জান(মেজবান) নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.