নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
সারাজীবন দেখলাম ও শুনলাম, খুদ মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ এবং তার বুদ্ধিজিবী লীগ বাংলাদেশকে বহির্বিশ্বে ও দেশে জংগী রাষ্ট্র প্রমান করতে ব্যতিব্যস্ত ছিল। এই দেশে বিপুল জংগী আছে, আনসারুল্লাহ ভাঙ্গা টিন আছে, জংগীর বাম্পার ফলন হচ্ছে। এসব কথা জিকির করে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের দৃষ্টি আকর্ষনের কতই না কলাকৌশল করেছে তারা!!
মজার ব্যাপার এখন সেই জঙ্গী চেতনার জনক'রাই বারবার অস্বীকার করে যাচ্ছে দেশে কোন জংগী নাই। দেশকে অকার্যকর করার এসব আমেরিকার ষড়যন্ত্র
লীগের বিপক্ষে বলে আবার চেতনা বিরোধী হয়ে গেলাম নাতো মাইরি?
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: আছে কিন্তু তারা যতই না করছে তার চেয়ে দিগুণ সরকার করেছে/ করছে!
২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৪২
বাংলার ফেসবুক বলেছেন: লীগের বিপক্ষে বলে আবার চেতনা বিরোধী হয়ে গেলাম নাতো মাইরি?@ মাইরি আপনার মার খাওয়ার বিরাট সম্ভবনা রয়েছে। আপনার শাহসতো কম নয় হাছিনা আপুর সঙ্গে টক্কর দেন। ওনারা বলে জঙ্গি নাই তাহলে নাই। কিন্ত শুরশুরি দিলে ওনারা মাইন্ট করে বলবে আপনি উস্কানি মারতেছেন। এখানে অনেক আ,লীগ হাসুর ভক্ত আছে কিল ঘুতা একটাও পিট ছাড়া পেটে পড়বে না।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩২
চাটগাইয়া জাবেদ বলেছেন: সব জানি! কিন্তু মারার বাকি আর আছে কই!
৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৮
ডা: এনামুল বলেছেন: লীগের বিপক্ষে বলে আবার চেতনা বিরোধী হয়ে গেলাম নাতো মাইরি?
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: হয়ে গেলাম নাকি?
৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
অগ্নিবীণা! বলেছেন: আপনি তো চেতনায় আঘাত দিয়ে ফেলেছে!
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: তাইলে আমার আমার ফুসি চাই!!
৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
সরলপাঠ বলেছেন: বাংলাদেশের রাজনীতি আবদ্ধ চেতনার তেনায় আর উগ্রবাদীদের কিরিজের ফলায়। এগুলো রাজনীতির প্রয়োজনে ব্যবহার হয় আবার প্রয়োজনে হারিয়ে যায়।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০
চাটগাইয়া জাবেদ বলেছেন: কিন্তু দেশটা যে কোথায় গিয়ে দাড়ায় সেটা কি তারা বুঝে না!! তবে অবশ্যই তারা যেনে শুনে ও বুঝেই করে, তাদের কাছে তো আর দেশ বড় না, ক্ষমতা বড়!!
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:০৭
রাফা বলেছেন: আপার চেম্বারে মনে হয় সঠিক বস্তুর অভাব আছে আপনার।বাংলাদেশে লোকাল প্রডাক্ট সব সময় ছিলো এবং আছে ।হিজবুত/জেএমবি/আনসারুল্লা/হেফাজতি/শিবির-এরা কি উবে গেছে নাকি বাংলাদেশ থেকে।
তবে তারা ইম্পোর্ডেট জঙ্গী আছে সেটার স্বিকারোক্তি চাইতেছে।অর্থাৎ আই এস/আল কায়েদা/তালেবান।আশা করি পার্থক্য বুঝতে পারতেছেন।