নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক খুলে দেওয়ার জন্য জয়কে ধন্যবাদ এবং বন্ধ করার জন্য সরকারকে কি দেওয়া যায়?

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০


খুলে দেওয়ার সময় আমি ছিলাম না এবং সে সময়ের অনুভূতি কেমন ছিল তা দেখিতে পারি নাই বলে খুবই মর্মাহত! ;)
যাই হোক, খুলে দেওয়ার জন্য তারানা হালিম ও জয়কে অনেক অনেক কৃষ্ণচুড়ি পুলের চুভেচ্ছা ও ধন্যেপাতা :P

আচ্ছা, বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ করেছিল কে?
উত্তররে সবাই 'হয়তো' না, অবশ্যই অবশ্যই বলবেন, সরকার।

হুম! বাংলাদেশে সরকারই ফেসবুক বন্ধ করেছিলো, আবার সরকারেই খুলে দেওয়াতে কিছু সরকারী চামচা দালাল গুলো এটাকে সরকারের বিরাট অর্জন মনে করছে =p~

যদি কোন কারণবশতে জুকার মামা বাংলাদেশে ফেসবুক বন্ধ করে দিত, আর এ সরকার যদি খুলে দিত, তাতে কি হত, কি করতো আল্লাহ্‌ মালুম।

মাননীয়, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এর পোস্ট'টা দেখে নিজেকে বিরাট একটা আবাল মনে হচ্ছে! তবে পোস্ট'টা জাতি কিভাবে নিয়েছে তা পোস্টের মন্তব্য গুলো দেখলেই বুঝা যায় যে জাতি মন্ত্রীর মত ছাগল নয়!!

প্রতিমন্ত্রীর পোস্টঃ- বাংলাদেশের তরুণ প্রজন্মের গর্ব , মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় কে অশেষ ধন্যবাদ বাংলাদেশে ফেইসবুক পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য।

তো, ওনার আম্মা(সরকার) বন্ধ করেছে, আর তাতে ফেইসবুক পুনরায় খুলে দেয়ার ক্ষেত্রে জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ধন্যবাদ পেলে, যারা বন্ধ করেছিলো তারা বন্ধের জন্য কি পাবে?

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪২

বিলুপ্ত প্রায় বলেছেন: এক হালি ডিম দেয়া যেতে পারে

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

চাটগাইয়া জাবেদ বলেছেন: কিন্তু সেটা তো পলক সাহেব দিল না, দেবে কে?

২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৪

বিলুপ্ত প্রায় বলেছেন: বাংলাদেশের জনগণ

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: জনগণকে তো তারা পটল বানাইয়া রাখছে। জনগণ আজ করতে ও বলতে পাচ্ছে না। বললেই গুম হত্যা!
আশা রাখি একদিন জনগণ তার পাওনা ঠিকেই মিটিয়ে দেবে কড়াগণ্ডায়!

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৫

মাসূদ রানা বলেছেন: অবিলম্বে স্যার সজীব উয়াজেদ জয়কে বাংলাদেশে ফেসবুক পুনর্জন্মের জনক ঘোষনার তীব্র দ্বাবি জানাই ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: চলুন, শাহবাগ কিংবা অন্য কোথাও গিয়ে "অবিলম্বে স্যার সজীব উয়াজেদ জয়কে বাংলাদেশে ফেসবুক পুনর্জন্মের জনক ঘোষনার মানব্বন্ধন করে তীব্র দ্বাবি জানাই!!

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৩

কবি এবং হিমু বলেছেন: আমাদের সোনার বাংলা সোনার মানুষ জন্ম দিতে না পারলে ও সোনার চাটুকার,চামচা আর দালাল জন্ম দিতে পেরেছে।যারা সবকিছুতে নিজেকে জাহির করতে চায়।পলক ভাইয়ের তেল মারা দেখে তো মনে হয় আগামি দিনগুলো ভালই যাবে।জয় যখন সরকার গঠন করবে সেখানে রাষ্ট্রপতির পদটা পলক সাহেবের জন্য বরাদ্দ থাকবে মনে হয়।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার কাছে মনে যেটা হচ্ছে সেটা নিয়েই তিনি এগিয়ে যাচ্ছে! ইদানীং তিনি জয়কে বেশ ভালো তেল মারছে!

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

দোলাভাই বলেছেন: আমাদের সোনার বাংলা সোনার মানুষ জন্ম দিতে না পারলে ও সোনার চাটুকার,চামচা আর দালাল জন্ম দিতে পেরেছে

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: দালালে দালালে দেশটা আজ দালালময় হয়ে গেছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.