নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন বাজারে বিক্রি হচ্ছে গরুর গোবর!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৩

মুক্তবাজার অর্থনীতির এই যুগে, বিশেষ করে অনলাইন শপিংয়ের ধারণা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কত্ত কিছুই না বিক্রির ব্যবস্থা করেছে ই-কমার্স সাইটগুলো। নতুন-পুরনো, এমনকি অচল বস্তুও কেনাবেচার আওতায় এনেছে এই প্রতিষ্ঠানগুলো। তবে আপনারা কেউ কি কখনো ভাবতে পেরেছেন, গোবরও একদিন বিক্রি হবে অনলাইনে? :D

যে বস্তু এতোদিন কৃষক বড্ড অবহেলায় হয় জৈবসার হিসেবে ব্যবহার করেছেন, নতুব‍া ফেলে দিয়েছেন, বা লাকড়ি হিসাবে গ্রামে তা ব্যবহার করতো। এবার সেই বস্তুই শোভা পাচ্ছে অ্যামাজন, ইন’র মতো ই-কমার্স সাইটের পণ্যের তালিকায়। তাও আবার যে সে দামে নয়, রীতিমত শত রূপির বেশি দামে!


একে পণ্য তালিকায় গোবর, তারপরও তা বিক্রি হচ্ছে ভারতে। যে দেশে গরু ও তার মল-মূত্র নিয়ে কাণ্ডকারকানার অভাব নেই, সেই দেশেই অনলাইন বাজারে আলো ছড়াতে শুরু করেছে গোবর। তাও আবার ‘ভেজাল’হীন শতভাগ খাঁটি গোবরের নিশ্চতায় চলছে বিপণন। তারা পারেও সব!
organic cow dung cake ;)
সে সাইটে দেখেছি গোবরকে কেক এর মত প্যাকেট করেও বিক্রি হচ্ছে। নিউজটা দেখে ব্যাপক হাসি হেসেছি =p~

আর কি বাকি আছে এ অনলাইন বাজারে বিক্রি করার মত?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০১

গেম চেঞ্জার বলেছেন: :-< এটা আর এমন কি অবাক করার কথা। নতুন শুনলে এক কথা ছিল। ই-বে, অ্যামাজনে অনেক আগেই দেখেছি খড়, বিষ্টা বিক্রির জন্য ফটো তুলে রাখা।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি অতো দূর আগাইতে পারি নাই বলে আগে দেখি নাই। প্রথম দেখছি, তাই অবাক হইয়া গেলুম!

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭

আম আদমি বলেছেন: কিছুদিন পর হয়তো মানুষের মলমূত্র ও বিক্রয় হবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: সেটা হয়তো আর বেশী দূরে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.