নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
মুক্তবাজার অর্থনীতির এই যুগে, বিশেষ করে অনলাইন শপিংয়ের ধারণা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কত্ত কিছুই না বিক্রির ব্যবস্থা করেছে ই-কমার্স সাইটগুলো। নতুন-পুরনো, এমনকি অচল বস্তুও কেনাবেচার আওতায় এনেছে এই প্রতিষ্ঠানগুলো। তবে আপনারা কেউ কি কখনো ভাবতে পেরেছেন, গোবরও একদিন বিক্রি হবে অনলাইনে?
যে বস্তু এতোদিন কৃষক বড্ড অবহেলায় হয় জৈবসার হিসেবে ব্যবহার করেছেন, নতুবা ফেলে দিয়েছেন, বা লাকড়ি হিসাবে গ্রামে তা ব্যবহার করতো। এবার সেই বস্তুই শোভা পাচ্ছে অ্যামাজন, ইন’র মতো ই-কমার্স সাইটের পণ্যের তালিকায়। তাও আবার যে সে দামে নয়, রীতিমত শত রূপির বেশি দামে!
একে পণ্য তালিকায় গোবর, তারপরও তা বিক্রি হচ্ছে ভারতে। যে দেশে গরু ও তার মল-মূত্র নিয়ে কাণ্ডকারকানার অভাব নেই, সেই দেশেই অনলাইন বাজারে আলো ছড়াতে শুরু করেছে গোবর। তাও আবার ‘ভেজাল’হীন শতভাগ খাঁটি গোবরের নিশ্চতায় চলছে বিপণন। তারা পারেও সব!
organic cow dung cake
সে সাইটে দেখেছি গোবরকে কেক এর মত প্যাকেট করেও বিক্রি হচ্ছে। নিউজটা দেখে ব্যাপক হাসি হেসেছি
আর কি বাকি আছে এ অনলাইন বাজারে বিক্রি করার মত?
১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৪৯
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি অতো দূর আগাইতে পারি নাই বলে আগে দেখি নাই। প্রথম দেখছি, তাই অবাক হইয়া গেলুম!
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৭
আম আদমি বলেছেন: কিছুদিন পর হয়তো মানুষের মলমূত্র ও বিক্রয় হবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: সেটা হয়তো আর বেশী দূরে নয়।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০১
গেম চেঞ্জার বলেছেন: এটা আর এমন কি অবাক করার কথা। নতুন শুনলে এক কথা ছিল। ই-বে, অ্যামাজনে অনেক আগেই দেখেছি খড়, বিষ্টা বিক্রির জন্য ফটো তুলে রাখা।