নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রবাসী মন!
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিবিরের বিজয় র্যালী মিছিলের একাংশ
এবং শিবিরের ব্যানারে লেখা "স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব"
তা, ঘটনা সত্যি নাকি?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: তামনে হয়না, তবে বাঁচার অংশ হতে পারে!!
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
বিষন্ন পথিক বলেছেন: টেকাটুকার অভাবে অন্য কারো ব্যানার চুরি করসে মনে লয়
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: না! ব্যানার ও র্যালী দুটোই সত্যি!
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
মোশারফ মামুন বলেছেন: জামাতের একজন নেতাকর্মীরও একাত্তরে জন্ম হয় নাই। শহীদ গোলাম আজম ৭ মার্চের ভাষণ দিয়ে স্বাধীনতার ডাক দিয়েছেন। মতিউর রহমান নিজামী কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। দেলোয়ার হোসেন সাইদী ছিলেন মুক্তিযুদ্ধের সেনাপতি। কাদের মোল্লা ছিলেন কাদেরিয়া বাহিনীর প্রধান যার নেতৃত্বে দেশের বেশির ভাগ জায়গা হানাদার মুক্ত হয়েছে। শহীদ কামারুজ্জামান ছিলেন K-Force এর অধিনায়ক। যিনি মুক্তিযুদ্ধের একটা সেক্টরের কমান্ডার ছিলেন। আর শহীদ আলী আহসান মুজাহিদ করাচী থেকে বিমান চুরি করে এনে এদেশে হানাদারদের ওপর প্রথম আঘাত করেন। এখানে যেসব নেতার নাম বলা হয়েছে তাদের সাথে জামাতের কোন সংশ্লিষ্টতা নেই।
হাসবেন না প্লিজ। ওপরের ইতিহাসটি একদম সত্য।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আইচ্ছা, হাসলাম না, কিন্তু কাঁদিতে তো পারি?
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
কলাবাগান১ বলেছেন: যেমন আপনারা 'ফাল' পাড়ছেন কেন ভারতীয় রা ১৬ই ডিসেম্বরে বিজয় দিবস পালন করে??? তারা পালন করলেই আমাদের অর্জন ছোট হয়ে যাবে????? তারা পালন করলেই কি পাকিদের নির্যাতন ছোট হয়ে যাবে? তারা পালন করলেই কি রাজাকারদের অপরাধ গুলি গৌন হয়ে যাবে?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭
চাটগাইয়া জাবেদ বলেছেন: কখনোই না!
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: মোশারফ মামুন ভাই, ব্যফক বিনুদিত হলুম
ইতিহাসটা এক সময় এভাবে লেখার চিন্তা হয়তো ওরা করেই রেখেছিলো, কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছিলো তিনি এখন চাঁদে গিয়া চাঁদের বুড়ির সাথে খুনসুটিতে ব্যস্ত
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: চাঁদ থেকে এসেই উনি ওনার দায়িত্ব পালন করিবেন বলে জানিয়েছেন!
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: "স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব".........পিঠ বাঁচাতে মানুষ কতো কিছুই তো করে
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার সাথে আমিও একমত।
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: সাদা মনের মানুষের সাথে সহমত।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: বড় ভাই আপনি যেখানে আমিও সেখানে। ওনার সাথে আমিও একমত।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
কারাবন্দি বলেছেন: কলাবাগান ছাগু - এহেন কাজ ভারত করেছে তো, তাই চেতনাদন্ড একটু নুয়ে পড়েছে ?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: এ ছাগুময় দুনিয়াতে ছাগু কে চেনা বড় দায়!
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১
মেহেদী হাসান শীষ বলেছেন: হ ভাই এই রকম আমিও হুনছি
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৮
চাটগাইয়া জাবেদ বলেছেন: মিডিয়াতে না দেখলেও কয়েকটা ফেসবুক পেইজে দেখেছি!
১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২
কর্পোরেট পাপী বলেছেন: সময়ের প্রয়োজনে এরা সবই পারে, যারা ধর্ষণ করে ইমাম সাজতে পারে নারীদের ধর্ষকের হাতে তুলে দিতে পারে তারা সবই করতে পারে
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২০
চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! তারা সবই পারে এবং আমাদের দেশের বর্তমানে চেতনার রাজনৈতিক দল গুলোও সময়ের প্রয়োজনে সবই পারে/পারবে!!!
১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
সামছুল ইসলাম মালয়েশিয়া বলেছেন:
শিবিরের ভাইদের জন্য কাজী নজরুল
ইসলামের এই লাইন..."উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ
আর নিন্দাবাদ;আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ
জিন্দাবাদ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২২
চাটগাইয়া জাবেদ বলেছেন: শুধুই কি জিন্দাবাদ? নাকি শিবির জিন্দাবাদ?
বাংলাদেশ জিন্দাবাদ।
১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
চলতি নিয়ম বলেছেন: মোশারফ মামুন এর কমেন্ট টা বাকি কয়দিন সামুতে স্টিকি করা হোক। কমেন্ট অফ দ্যা ইয়ার।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: মডারেশন কই? দাবীটা গণ মানুষের
১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
চলতি নিয়ম বলেছেন: @ খেলক, কোনটা? মিছিল নাকি ব্যানারের লেকা?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৪
চাটগাইয়া জাবেদ বলেছেন: ব্যানারের লেখার কথা বলেছিলাম?
১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
Tarek mostofaা বলেছেন: আমি জানতাম ব্লগে কিছু ব্যতিক্রম থাকে এখানের লোকজন একটু গভীর চিন্তা করে কিন্তু.......
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: ব্লগ হচ্ছে গভীর চিন্তার ভাণ্ডার।
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০১
দেবজ্যোতিকাজল বলেছেন: হাস্যকর ব্যপার ।
সরকারের উচিৎ ছিল মিছিলটা বন্ধ করে দিতে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৬
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমাদের তো দুই সরকার! আপনি কোন সরকারের কথা বলেছেন?
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১১
গন্ধ গণতন্ত্র বলেছেন: হায় রে বাপ কয় কি?
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমিও তাই কই, কয় কি?
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৪
তেলাপোকা রোমেন বলেছেন: ঘটনা সত্য। আমি দেখিনি। ছবি দেখেছি। লজ্জ্বাজনক। অবশ্য আজকাল ফটোশপের যুক। কোন ছাগু যদি ফটোশপের মাধ্যমে এই কাজ করে নাথিং টু সে.
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৩
চাটগাইয়া জাবেদ বলেছেন: না! একটুও ফটোশপের সাহায্য নেইনি, ঘটনা একদম সত্যি। তারা বিজয় র্যালী বের করেছে ১৬ ডিসেম্বর, এবং এটা তার ছবি।
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০১
অশোক বলেছেন: অনলাইন নিউজপোর্টালে খবর দেখেছি। গুগলিং করতে পারেন।
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩০
চাটগাইয়া জাবেদ বলেছেন: আমিও দেখেছি, কিন্তু আমি প্রশ্ন সেটা রাখিনি, প্রশ্ন রেখেছি তারা কি সত্যি "স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখব" এটা?
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
ষড়যন্ত্রের অংশ?