নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ভাষা শালীন করেও প্রতিবাদ বা তর্ক-বিতর্ক করা যায়!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৩৩

"ব্যাবহারে বংশের পরিচয়"
ছোট বেলা থেকে গাড়িতে যাত্রাযাতে দেখতাম বিশেষ করে চট্টগ্রামের সকল সিটি বাস ও টেম্পুতে "ব্যাবহারে বংশের পরিচয়" বাক্যটি লেখা থাকতো। কারণ সেখানে যাত্রীরা ভাড়া নিয়ে চাকলদের সাথে অশালীন ব্যাবহার করতে বিধায় হয়তো লেখাটা লেখা হত! তবে সঠিক কেন লিখা থাকতো সেটা জানি না, অবশ্যই এখনো আছে হয়তো।

তো, সামুর ব্লগের কিছু কান্ডারিদের বংশ পরিচয় দেখা যায় তাদের পোস্ট বা মন্তব্য পড়লে! এরাই নিজেদের অনেক কিছু দাবীও করে! কিন্তু এদের আচরন পরিবর্তন করতে পারে না! তারা জানে না ভাষা শালীন করেও প্রতিবাদ বা তর্ক-বিতর্ক করা যায়!

দিন দিন সামু ব্লগ বেহাল দশার দিকে যাচ্ছে। বিশেষ করে ব্লগিং এর মুখের লিখনি ভাষা! কারো মতের অমিল হলে বা পোস্ট ভালো না লাগলে তখন কি যে অশালীন ভাষায় ব্যবহার করা হচ্ছে/করা হয়। এমনকি কারো কোন পোস্টেও মন্তব্য করে শান্তি নাই, মন্তব্যটি কারো সাথে অমিল হলেও বিভিন্ন ট্যাগ খেতে হয়! এসব দেখে নিজের মত প্রকাশ করতে মন চাই না!! এটাকে আবার আমরা তো মুক্ত চিন্তার প্রকাশ কেন্দ্র বলি আমরা, যে যার মত মুক্তচিন্তা প্রকাশ করবে, তাতে ভুল অবশ্যই থাকবে, জেনে হোক বা না জেনে! তা আমরা শালীন ভাষায় অবশ্যই জবাব দেব বা তার ভুল ধরে দেব। এটাই কি নয়?

কিন্তু আমরা তা না করে দিন দিন আমাদের মুখের ভাষাকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি, সেখানে একটা সাধারণ ব্লগার(সাধারণ ব্লগার বলতে কোন ব্লগে আসে সবার সাথে একটু সময় কাটাতে এবং কিছু জানতে ও শিখতে, এতপর নিজেও কিছু লিখতে! ) মন্তব্য করতেও মন চাইনা! অবশ্যই মন্তব্য করার কথা দূরে থাক, পোস্ট'টা দেখারও ক্ষমতা তখন রাখে না!

আমরা ভুলে গিয়েছি যে সামু একটা পরিবার। আর একটা পরিবারে কখনো সব সদস্য এক রকম বা সমান হতে পারে না। তাই আমাদের উচিৎ মুখে লিখনি ভাষা শালীনতার মধ্যেই সীমাবদ্ধ রেখেই সুস্থভাবে জবাব দেওয়া।

আমি মূলত, ব্লগে আসি সবার লেখা বা পোস্ট দেখতে, সেখান থেকে কিছু জানতে, শিখতে, আর তাতেই ভালো লাগলে মন্তব্য করি, আর কারো পোস্টে কিছু জানার থাকলে মন্তব্যের মাধমে জেনে নিই। কিন্তু ইদানীং তাও করতে ভয় লাগে, কখন কে কোন ট্যাগ বা কি বলে বসে! তাইতো চুপ করে থাকি, সহজেই কোন পোস্টে মন্তব্য করা হয় না, তবে কবিতা, গল্প, ছড়া এ টাইপের পোস্টে মন্তব্য করি, কারণ এ ধরনের পোস্টে সব সময় ভালো ব্যবহারের জবাব পাওয়া যায়।

বিঃদ্রঃ- সামু ব্লগের কিছু সম্মানিত ব্লগারদের মুখে ভাষা নিয়েই মূলত দুঃখ প্রকাশ করেই সিরিয়াসলিভাবে আমার এ লেখাটা লিখতে চেয়েছিলাম কিন্তু তা আমার পক্ষে সম্ভব হয়ে উঠেনি! ঘুম ঘুম চোখে কি লিখেছি নিজেও বুঝতে পাচ্ছি না, সেখানে আপনারা বুঝতে পারবেন বলে আশা করছি না!

এতএব, কেউ ভুলেও বলবেন না, হ্যাপি ব্লগিং!

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:

ব্লগিং রিয়েল টাইমে ইন্টার-একটিভ মতামত বিনিময়ের সুযোগ দিয়ে, বড় ধরণের লেখক তৈরিতে বাংগালীদের সাহায্য করছে; অনেকে শুধু 'সুন্দর' মতামত চান, সেটা না'হলে মন খারাপ করেন; 'সঠিক মন্তব্য' একটু কঠিনও লাগতে পারে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: তা ঠিক!

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৭

কবি এবং হিমু বলেছেন: সহমত..........

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: ধন্যবাদ সহমত পোষণ করার জন্য :)

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৮

এমডি এআর মুবিন বলেছেন: এটা আপনার মতো আমার ক্ষেত্রেও ঘটছে। পোস্ট পড়ি ঠিকই কিন্তু কমেন্ট করার বেলায় সাহস পাইনা। ব্লগিং করছি আজ মাত্র পাঁচদিন যাবৎ। আগে জানতাম- ব্লগ হলো মুক্তচিন্তার প্রধাণ বাহক, এখন ব্লগিংয়ে এসে একটু মন খারাপই হলো বৈকি। তারপরও আশাবাদী, এই ক্ষণস্থায়ী কালোছায়া মুছে যাবে খুব তাড়াতাড়িই।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমার কয়েক বছর আগের আরেকটা ব্লগ ছিলও সেটা হারিয়ে গেছে কয়েক বছর আগে। সেটাতে মোটামুটি আমিও করতাম, কিন্তু এটা থেকে করা করা হয়না!

হুম! তারপরও আশাবাদী, এই ক্ষণস্থায়ী কালোছায়া মুছে যাবে খুব তাড়াতাড়িই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

বিপরীত বাক বলেছেন: ফেবু আলারা ব্লগের খোজ পেয়ে গেছে।।
তাই ভাষাপ্রয়োগে বড়সর পরিবর্তন ঘটছে।।

শুধু আক্ষেপ, যে, যে কারণে ফেবু তে কমেন্ট করা ছেড়ে দিছি সেই একই দৃশ্য এখন ব্লগে।।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: ব্লগ ফেবু কোন বিষয় না, সুস্থ মনের মানুষ সব দিকেই সুস্থ থাকে। তবে হ্যাঁ আপনার সাথে আমিও সহমত যে, ফেবু আলারা ব্লগের খোজ পেয়ে গেছে। তাই ভাষাপ্রয়োগে বড়সর পরিবর্তন ঘটছে!!

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫০

নীলক্ষেত গাজী বলেছেন: রেস্পেক্ট B-))

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: নীলক্ষেত গাজী বলেছেন: রেস্পেক্ট B-))

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৮

রক্তিম দিগন্ত বলেছেন: ব্লগে আগে কমেন্ট করার অনুমতি পেতেও বেশ সময়। চাইলেই যে নতুন আইডি খুলে মন্তব্য করে যাবে, সেই সুযোগও ছিল না।

ঐটাই ভাল ছিল।

ইদানিং-এর ঘটনায় তো দেখছি নতুন নিকগুলো মন্তব্যের পর মন্তব্য করে যাচ্ছে। এক আইডি যায়। আরেকটা আসে।
আমি অশালীন ভাষা ব্যবহারকারীদের মূর্খ বলব। বংশ কেমন সেইটার দিকে আমি যেতে রাজি নই।
তবে ঐ নির্দিষ্ট ব্যক্তি খারাপ।

এমনিতেই ব্লগে এখন পাঠক কম। গত দুইদিনের ঐসব ভাষা ব্যবহারে পাঠক আরো কমেছে।

সত্যি কথা বলতে মন্তব্য করতেই ভয় পাচ্ছে অনেকে।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: আগে এমন একটা সময় ছিলও সামুতে যে কোন পোস্ট হলেও মন্তব্য করতো সবাই, আর এখন কেউ করতেও সাহস পাই না, কারণ অশালীন ভাষা তার উপর একেক কিসিমের ট্যাগ দেওয়া হয়! তাতে সাধারণ নিকরা আজ ব্লগ থেকে হারিয়ে যাচ্ছে! কিছু দল কানা নিকের জন্য!!

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪

টোকাই রাজা বলেছেন: আমি সামু পড়ি প্রায় ০৫ বছর, সামুর গল্প , কবিতা, সাহিত্য পড়ে সাহস হত না সামুর সদস্য হওয়ার। অবশেষে সাহস করে এসে পড়লাম। কারন সামু কিছু কিছু ব্লগার আছে, তারা অত্যন্ত আন্তরিক (অবশ্য তাদের লেখা পড়ে এমন মনে হয়েছে) । তাদের লেখার ধরন, কবিতার ধরন, গল্পের ধরন, কমেন্টসের ধরন খুব সাবলীল ও মার্ধুয। কিন্তু ইদানিং কারো কারো কমেন্টস পড়ে, আমার নিজেকেই সামুর একজন সদস্য ভাবতে লজ্জা লাগছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমার এ নিকটা বেশী দিন হচ্ছে না, প্রায় দুই বছরের কাছাকাছি, কিন্তু সামুর সাথে আছে প্রায় ৬/৭ বছরের মত হচ্ছে। এ সময়ের কথা বলতে গেলে সত্যি আপনার সাথে হুবুহুহু মিলে যায়! অবশ্যই আমিও তর্ক করি, তবে চেষ্টা করি সবসময় যে আমার মন্তব্যে যেন কেউ কষ্ট বা কারো খারাপ না লাগে সেটা দিকে!

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

টোকাই রাজা বলেছেন: যাই হোক সর্বদা সবাই ভাল থাকুক সব সময়। :D

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: সে কামনায় করি চিরন্তর :)

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
ভাষা শালীন রাখতে ও করতে ভিতরেও তো ওই শালীনতাটুকো লালন করতে হয়। জাবেদ, কি আর করবেন। ভাল লেখা/পোস্টের সাথে থাকুন। অশালীন ব্যক্তিত্বদের এড়িয়ে চলুন ...

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

চাটগাইয়া জাবেদ বলেছেন: জানিনা নিজের ভিতরে শালীনতাটুকো আছে, তবুও চাই সব সময় শালীনতার সাথেই থাকতে :)

একটি সুন্দর মন্তব্যবের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.