নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শীতকালের বরফের হোটেল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৩২





দেখতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? বরফের হোটেলের সঙ্গে পরিচয় না থাকলেও ‘ফ্রোজেন’ মুভিটা যারা দেখেছ, তাদের খুব ভালো করেই পরিচয় রয়েছে বরফের রাজপ্রাসাদের সঙ্গে। এলসা তার রাজ্য ছেড়ে এসে পাহাড়চূড়ায় তৈরি করে তার মনের মতো বরফের রাজপ্রাসাদ। অপূর্ব সেই প্রাসাদ দেখে অনেকেরই মনে হয়েছে, অমন একটি রাজপ্রাসাদ যদি থাকত আমার! অত সুন্দর একটি রাজপ্রাসাদ তোমার না থাকুক, মনোমুগ্ধকর একটি বরফের হোটেল থেকে কিন্তু তুমি ঘুরে আসতেই পারো। সেটিও এলসার রাজপ্রাসাদের চেয়ে কম কিছু নয়।

বরফের হোটেলগুলো মূলত ক্ষণস্থায়ী। শীতের সময়টিতে এ হোটেলগুলো নির্মাণ করা হয়। প্রতিবছরই নতুন করে তৈরি করতে হয় এসব হোটেল। নির্মাণশৈলী, সৌন্দর্য- সবদিক দিয়েই এ হোটেলগুলো বিস্ময়কর।

এখানে একটি চমৎকার নকশা করা এন্ট্রেস হল ও একটি বার রয়েছে। বারের জানালার কাঁচও তৈরি করা হয়েছে বরফ দিয়ে। অপূর্ব শৈল্পিক নকশার। জানি জীবনে সরাসরি দেখার সে সৌভাগ্য হবে না কিন্তু এখানেই দেখে খুবই ভালো লাগছে। তবে জীবনের সখ একটু হলেও মিটছে এবং সৌভাগ্য হয়েছে যে সরাসরি বরফের অনেক জীব জন্তুর দেখে আমার এখানে দেখতে দারুণ :) তবে ছবি গুলো থেকে চোখ সরাতে পাচ্ছিনা, যতই দেখছি ততই দেখতে ইচ্ছে করছে, কি অসাধারণ শৈল্পিক :)

ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: সত্যি দারুণ লাগছে দেখতে

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০০

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! কিন্তু সরাসরি দেখতে পারলে আরো দারুণ লাগত, তবে সরাসরি বরফের অনেক জীব জন্তুর দেখার সৌভাগ্য হয়েছে, দেখতে দারুণ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.