নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড সারাদেশ এবং শোকে ভাসছে বাংলাদেশ!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৪

ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড সারাদেশ এবং শোকে ভাসছে বাংলাদেশ!! আজকে শিরোনামটা এমনই তো হতে পারতো। কি হতে পারতো না? কিন্তু না, আলহামদুলিল্লাহ তা হয়নি।

আসলে, আমি হলফ করে বলতে পারি আমাদের বাংলাদেশের জন্য মহান আল্লাহ্‌তালার বিশেষ রহমত আছে। না হলে ভূমিকম্প গুলো একেকবার একেক দেশের উপর দিয়ে আমাদের দেশে আসছে কেন? মহান আল্লাহ্‌ চাইলেই সরাসরি আমাদের দেশেই ভূমিকম্প সরাসরি করতে পারতো। আর সরাসরি হলেও বুঝেন কি অবস্থা হত?

ঐ যে গতবার হয়েছিলো নেপালে, আর আমাদের বাংলাদেশে মাত্র একটু হাওয়া এসেছে নেপালের হয়ে। তো সেদিনের নেপালকে দেখেন, আজো সোজা হয়ে দাড়িয়ে উঠতে দাড়াতে পারে নাই। তারপর আজকেও ভারতের মনিপুরের উপর দিয়ে আমাদের দেশে এসেছে। যদি আজকে সরাসরি আমাদের দেশে হত, তাহলে এতক্ষণে শোকের বন্যা বয়ে যেত সারাদেশ!

আল্লাহ্‌ চাইলে আজকেই একটা কিছু হতে পারতো। আল্লাহ্‌ এক ওনার কোন ইলাহি নেই।
আমাদের বাংলাদেশ ও দেশের মানুষকে বিপদ মুক্ত করার জন্য আল্লাহ্‌ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।

হে মহান আল্লাহ্‌ আপনি সব সময় আমাদের মাতৃভূমি বাংলাদেশ ও মাটি মানুষকে রক্ষা ও হেফাজত করুন!
আল্লাহ্‌ আমাদের সহাই হোক। আমীন।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫২

পরিশেষের অপেক্ষায় বলেছেন: আমিন। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: সুম্মা আমীন

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: বেশ ভয় ধরানো ঝাকি ছিলো

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১০

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি অনুভব করতে পারিনি! কারণ আমি প্রবাসী। তবে মায়ের মুখ থেকে শুনেছি খুবই কঠিন ছিল! তা আগে কখনো এত বড় হয় নাই!

আল্লাহ আমাদের সহাই

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৭

আরজু পনি বলেছেন:
পড়া শেষ করে ফ্যানের দিকে আবার তাকালাম !
সৃষ্টিকর্তার অসীম দয়া ।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: সৃষ্টিকর্তার দয়া ছাড়া রেহাই নাই। তিনিই আমাদের হেফাজতকারী।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

বাঘ মামা বলেছেন: বাইরে ছিলাম, পথে মোবাইলে নেট ওপেন করে ব্লগ ওপেন করতেই আপনার এই শিরোনাম, বিস্তারিত পড়ার সুযোগ পাইনি, বুকটা কেঁপে উঠলো, ফোন দিয়ে বসলাম দেশে, শুনলাম সবাই ভালো আছে, আপনার এই শিরোনাম দেখে আমি কতটা ভয় পেয়েছি তা আপনাকে এখানে লিখে বোঝানো সম্ভব না।

আপনার কি উচিৎ হয়েছে এইভাবে শিরোনাম করা?

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: আমি বুঝতে পাচ্ছি আমার অবস্থা! আমাকে ক্ষমা করে দিন :( আসলে এভাবে যে কিছু হবে তা বুঝে উঠতে পারিনি! প্লিজ মন থেকে আমাকে ক্ষমা করে দেবেন!

আপনি কি প্রবাসী? আমিও কিন্তু প্রবাসী!

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

আরইউ বলেছেন: বাঘ মামা এর সাথে একমত প্রকাশ করছি। শিরোণাম এমন হওয়া উচিত নয়। এটা অন্যায়!

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: আরইউ ভাই, আসলে এভাবে যে কিছু হবে তা বুঝে উঠতে পারিনি! প্লিজ মন থেকে আমাকে ক্ষমা করে দেবেন! :(

আমিও লজ্জিত!!

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনে হচ্ছিল মায়ের কোলে শিশুর দোলের মতো!

পুরো ভবনটা দুলছে!!! উফফফফ .. ভয়ানক

হে মহান আল্লাহ্‌ আপনি সব সময় আমাদের মাতৃভূমি বাংলাদেশ ও মাটি মানুষকে রক্ষা ও হেফাজত করুন!
আল্লাহ্‌ আমাদের সহাই হোক। আমীন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

চাটগাইয়া জাবেদ বলেছেন: মায়ের কোলের দোলে পরম শান্তি! আর এটাতে মৃত্যু!!

আল্লাহ্‌ আমাদের সহাই হবে। ইনশাআল্লাহ্‌

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৬

তট রেখা বলেছেন: হয়ত বা আমাদের দেশের জন্য এটা আল্লাহর সতর্কবার্তা! আমরাতো সীমালঙ্ঘনের প্রতিযোগীতা করে চলেছি। আল্লাহ আমাদের রক্ষা করুন। আমীন।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: মানুষেরই কৃতকর্মের ফল এ ভুমিকম্প। হ্যাঁ এটা আল্লাহর সতর্কবার্তা!
কোরান নাজিল হওয়ার পূর্বেকার অবাধ্য জাতি সমূহকে আল্লাহপাক গজব দিয়ে ধ্বংস করেছেন। সে সবের অধিকাংশ গজবই ছিল ভুমিকম্প!

আল্লাহ আমাদের রক্ষা করুন। আমীন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

খোলা মনের কথা বলেছেন: এমন তিক্ত অভিজ্ঞতা থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক।

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: আল্লাহহুম্মা আমীন।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

ইফতেকার অনিক বলেছেন: আল্লাহ রহম করুক আমাদের সবাইকে

০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: আল্লাহ্‌ আমাদের বার আওলিয়ার পূর্ণভূমির সহাই হবে। ইনশাআল্লাহ্‌

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.