নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ঝুলন্ত মানবতা! ফেলানি বোন আমরা দুঃখিত!

০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

বিগত পাঁচ পাঁচটা বছরেও ফেলানী হত্যার বিচার পায়নি বাংলাদেশ৷ সীমান্তে বাংলাদেশি হত্যাও বন্ধ করেনি বিএসএফ৷ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী ২০১৫ সালে ৪৫ জন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ(যদিও হিসাবে আরও বেশী! তারা তো আর সব গুলোর হিসেব রাখে না!) তাই দুঃখের সঙ্গে ক্ষোভ আর হতাশা নিয়েও ফেলানীকে স্মরণ করছি!

ক্ষোভটা এখনো সুবিচার না পাওয়ার, হতাশাটা আজও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হবার খবর শুনে! প্রায় নিয়মিত বিরতিতেই সীমান্তে মৃত্যুবরণ করছে বাংলাদেশের মানুষ৷ আমাদের সরকার বাহাদুর বন্ধুত্বের জোরে ভারত-বাংলাদেশের মধ্যে এ বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কোনো কাজের কাজ কিছুই হয়নি!

ঝুলন্ত মানবতা! ফেলানি বোন আমরা দুঃখিত!
ভালো থাক ফেলানি। অনেক অনেক ভালো থাক!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:

"ভালো থাক ফেলানি। অনেক অনেক ভালো থাক! "

-মানুষ মরে যাওয়ার পর, ভালো থাকা ইত্যাদি বলা খুবই অর্থহীন।
ফেলানী জীবিকা অর্জন করতে ফিয়েছিল ভারতে, ফিরে আসার সময় সে প্রাণ হারায়েছে; আরো হাজার ফেলানী ভারত গেছে এর পরে; এটাই সমস্যা; কেন বাংগালীদেশী ১৫/১৬ বছরের মেয়ে ভারতে যাবে কাজ করতে?

কোকোর মেয়ে, তারেকের মেয়ে, জয়ের মেয়ে তো ভারত যাচ্ছে না!

প্রতিটি বাংগালী মেয়েকে ডিগ্রি অবধি ফ্রি ও স্কলারশীপ দিয়ে পড়ানোর মতো টাকা জাতির কাছে আছে।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪১

চাটগাইয়া জাবেদ বলেছেন: অর্থহীন হলে না বলে উপায় না! তাছাড়া কি আর বলবো সেটা ছাড়া? বলার মত কোন মুখ আছে নাকি আমাদের!!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

চাঁনপুইরা বলেছেন: অতএব - " প্রতিটি বাঙ্গালী মেয়েকে ডিগ্রি অবধি ফ্রি ও স্কলারশীপ দিয়ে পড়ানো " অবস্থায় পৌছা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং তার আগ পর্যন্ত বিএসএফ কর্তৃক সিমান্তে অবাধ নিধন চলতেই থাকবে, কোন প্রতিবাদ বা প্রতিরোধ করা যাবে না।

২৪ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: প্রতিবাদ বা প্রতিরোধ! আমরা এমন জাতী চাইলেই আপনি দুইটার কোনটাই করতে পারবেন না!!

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৬

চাঁনপুইরা বলেছেন: ধন্যবাদ @ লেখক কে - উপরের মন্তব্যটি করেছিলাম আসলে ১ নং মন্তব্য এর জবাবে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৩২

চাটগাইয়া জাবেদ বলেছেন: অহ! বুঝেছি
আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.