নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

এই সব খবর কখনো আমাদের নিউজে আসেনি/আসবেও না!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:২৩




বিশ্ব ফুটবল প্রেমীদের সর্বদা দৃষ্টি থাকে স্পানিশ ক্লাব বার্সেলোনার দিকে। আর বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকলে এই মুহূর্তে প্রধান খবর হিসেবে সেখানে লিওনেল মেসি, নেইমার কিংবা লুইস সুয়ারেজদের পাবেন না। সেখানে এখন আছেন প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল জয়ী বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস :)

বিশ্বফুটবলের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস। স্প্যানিশ জায়ান্টদের আমন্ত্রণে ন্যু ক্যাম্পে পা রাখেন বাংলাদেশের কোটি মানুষের গর্ব ইউনুস।

গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) বার্সেলোনা সোস্যাল বিজনেস সিটি’র উদ্যোগে ওই শহরে যান ড. ইউনুস। তারই অংশ হিসেবে ন্যু ক্যাম্প পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য, এফসি বার্সেলোনা ফাউন্ডেশন বার্সেলোনা সোস্যাল সিটি উদ্যোগের অন্যতম অংশীদার ছিল।

ন্যু ক্যাম্পে ২০০৬ সালের শান্তিতে নোবেল জয়ীকে স্বাগত জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার ও পরিচালক ডিডাক লি। তরুণ মানুষদের নিয়ে কাজের জন্য ড. ইউনুসকে অভিনন্দিত করার পাশাপাশি তাকে সামনে পেয়ে সম্মানিত বোধ করার কথা ব্যক্ত করেন বার্সা ভাইস প্রেসিডেন্ট।

বার্সার একটি জার্সিও উপহার পান ড. ইউনুস। ‘PROF. YUNUS’ লেখা জার্সি পরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। বাংলাদেশে সবাই বার্সা সমর্থক এবং সবাই এ ক্লাব ও ক্লাবের খেলোয়াড়দের বিষয়ে সবকিছু জানে। এই ক্লাবের ওপর মানুষের আবেগপ্রবণতার দিকটি আশ্চর্যজনক।’

এই সব খবর কখনো আমাদের নিউজে আসবে না
গুণীর কদর করা বাঙালী শিখে নাই, শিখবেও না!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: তথ্যসুত্র দিলে ভাল ভাবে বিস্তরিত দেখতাম

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: তথ্যসুত্র হচ্ছে, খুদ বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইট! এবং পরে দেখেছিলাম চ্যানেল আই সহ বেশ কয়েকটি বাংলা চ্যানেলে দেখাইছে এবং কয়েকটি বাংলা পত্রিকায় এসেছে।
(দুঃখিত! সময়ের অভাবে ব্লগে আসতে পারি নাই, বলে সময় মত মন্তব্যের উত্তর দিতে পারি নাই!)

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩

এ কে এম রেজাউল করিম বলেছেন:
শান্তিতে নো-বল পাইয়া তিনি রাজনীতির মাঠে প্রতিপক্ষের হাত ভাংগিয়া দিতে চাহিলে শান্তি থাকে কিভাবে??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: ব্যক্তিগত রাজনীতি আর যে কাজের জন্য নোবেল পেয়েছে দুইটা কিন্তু আলাদা!

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:০৪

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন:
তথ্যসুত্র দিলে ভাল ভাবে
বিস্তরিত দেখতাম


০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১১

চাটগাইয়া জাবেদ বলেছেন: শাহরিয়ার কবীর ভাইয়ের মন্তব্যের উত্তরে দিয়েছি, তবুও হুবুহু আপনার মন্তব্যেও দিলাম।

তথ্যসুত্র হচ্ছে, খুদ বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইট! এবং পরে দেখেছিলাম চ্যানেল আই সহ বেশ কয়েকটি বাংলা চ্যানেলে দেখাইছে এবং কয়েকটি বাংলা পত্রিকায় এসেছে।
(দুঃখিত! সময়ের অভাবে ব্লগে আসতে পারি নাই, বলে সময় মত মন্তব্যের উত্তর দিতে পারি নাই!)

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬

ভবঘুরের ঠিকানা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:১২

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.