নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশে না এসেই নিজেরা নিজেদের বাঁশ দিয়েছে B-))

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

আমি/আমরা সবাই দেখেছি এমনকি পুরো বিশ্ববাসী দেখেছে, খুব সুন্দর ও সফলভাবে শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ! তো, ঠুনকো অজুহাত দেখিয়ে যারা আমাদের বাংলাদেশে এলো না, তাদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। প্রমাণ হলো বাংলাদেশ অনিরাপদ নয়। বরং কিংবদন্তিতুল্য রাহুল দ্রাবিড়ের ভাষ্যমতে, "সময় কাটানোর অসাধারণ এক স্থান লাল-সবুজের দেশ, বাংলাদেশ"।

আচ্ছা, অস্ট্রেলিয়া না এসে কী পেয়েছে? তাদের অজুহাত তো ভেসে গেলোই, উপরন্তু যুব দলকে প্রত্যাহার করায় হয়তো টুর্নামেন্টের যেকোনো অর্জন থেকেও বঞ্চিত হলো তাদের ভবিষ্যৎ দল। এই দৃশ্যত পরাজয়ে এখন কী বলবে অস্ট্রেলিয়া?

খাটি বাংলায় একটা কথা আছে,
"অতি চালাকের গলায় দড়ি"
আর একটু আঞ্চলিকতায় বললে,
"একটু বেশী বুঝলে পুটকি মারা খাইতে হয়"!

অস্ট্রেলিয়া এখন তাই খেয়েছে ;) :D
এবং অস্ট্রেলিয়াকে বলি সামনেও আসিছ না, অস্ট্রেলিয়া ছাড়া আইসিসির কোন বিশ্বকাপ থেমে থাকবে না!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩

বিজন রয় বলেছেন: ইয়েস।
++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬

চাটগাইয়া জাবেদ বলেছেন: বাহ, আপনি তো দেখি অস্ট্রেলিয়ারে চারটা প্লাস দিছেন ;) :D

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

রক্তিম দিগন্ত বলেছেন: আসলে কথা হল - এই দেশের কন্ডিশন তাদের জন্য নিরাপদ না! এইটা বলতে পারে না তারা!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: হতে পারে। আমি বুঝিনা দুনিয়ার সব দেশ এখন এসে খেলে গেলেও তারা এ নাটক কেন করেছে এবং করছে!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন: আরে ভয় পায় - বাংলাদেশে আসলে তাদের খেলার মান ভাল হবে না। সাথে বাংলাদেশও এখন অনেক শক্তিশালী হয়ে গেছে।

এখানে আসে না ইজ্জত খোয়ানোর ভয়েই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: সত্যি, আসল কথা তো আপনিই ধরতে পেরেছেন :)

তারা যে এখন ভালো ফর্মে আছে, যদি আমাদের দেশে এসে আমাদের কাছ থেকে বাংলা ওয়াশ খেয়ে যায়, তখন তো ইজ্জত মাটিতে যাবে সে ভয়েও আসে না।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

কবি এবং হিমু বলেছেন: ভাই মূল কথা ও বাংলাওয়াশকে ভয় পাইছে।একে একে সবাই বাঁশ খাইলো এখন যদি তারা ও খায় তাহলে তো আর ইজ্জত বলে কিছু থাকবে না।তাই একটা উছিলা খুঁজে বের করছে আর কি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ, তাছাড়া সেটা এখন পুরো বিশ্ববাসী বুঝে ফেলেছে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.