নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

শুধু বাংলা ভাষায় কথা বলা ও লেখালেখি করা নতুন প্রজন্ম কখনো স্মার্ট হতে পারে না!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪২

আমরা নতুন প্রজন্ম যারা সারা বছর বাংলা+হিন্দি-ইংলিশ সাথে এক করে খিচুড়ি ভাষা ব্যবহার করে বাংলার ভাষার গুষ্টি উদ্ধার করি, তারাই আবার বাংলা ভাষার জন্য প্রান দেওয়া ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে গিয়ে ফুল দেবে এবং পরের দিন আবারো ছাম্মাক ছাল্লু, উল্লালা উল্লালা! বা বাংলা+হিন্দি-ইংলিশ একত্রে ভাষা কথা বলা শুরু করবে!

আপনি যতই নেকামি করেন না কেন, এটাই সত্য ও বাস্তব, আপনাকে মানতে হবে! কারণ আমরা আধুনিকতায় বিশ্বাসী, শুধু বাংলা ভাষায় কথা বলা ও লেখালেখি করা নতুন প্রজন্ম কখনো স্মার্ট না বলে প্রবাদ রটে গেছে ইদানীং! তাই শুধু পুরোপুরি বাংলা ভাষায় কথা বলে কেউ কাউকে কখনো আনস্মার্ট পরিচয় দিতে চাইনা! তাই বাংলার সাথে হিন্দি-ইংলিশ একত্রে বলে বাংলা ভাশাকে কারাগারে পাঠিয়ে আধুনিক হওয়ার চিন্তায় রপ্ত সবাই, আর আধুনিক না হলে নাকি সমাজে চলন দায়!

উপমা হিসাবে একটা দিলাম...
- ভাইয়া আপনি ডিনার করেছেন?
~ না, ডিনার করতে আজকে একটু রেট হবে।
এভাবে বাংলা কথার মধ্যে "ডিনার" শব্দটা মিশানো কে নাকি আধুনিকতা বলে! রাতের খাবার বা ভাত বললে সম্ভবত মূর্খ বলে!

- আমরা কি এমন আধুনিক প্রজন্ম চেয়েছিলাম?
এ জন্যই কি মাতৃভাষা বাংলার জন্য বরকত, সালাম, রফিকরা জীবন দিয়েছিল?

[ বিঃ দ্রঃ- হয়তো সবাই না, কিন্তু বেশীরভাগ প্রজন্ম। এমনকি এ সময়ের যারা ভাষাবিদ তাদের মধ্যেও অনেকে আছেন, এদের দলে! X( ]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনি তো রোহিংগা বাংলা বলেন।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: ঠিক বুঝতে পারিনি, যেমন?

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কিছু কিছু বিদেশী শব্দ জোড় দখল করলে সেইটা মাইনা নেয়াই লাগবে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

চাটগাইয়া জাবেদ বলেছেন: হ্যাঁ! তাই না হয় মানলাম, কিন্তু এভাবে?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.