নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

অভিনন্দন... ছেলে সন্তানের বাবা হলেন তামিম ইকবাল খান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯


বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। বাঁহাতি ড্যাশিং এ ক্রিকেটার নিজের ফেসবুক পেজে ‘পুত্র সন্তান’ হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন। আজ সকালে ব্যাংককের একটি হাসপাতালে জন্ম নেয় তামিমের প্রথম সন্তান।

এর আগে সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে দেশের মাটিতে এশিয়া কাপ না খেলে ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেন বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল।

২০১৩ সালের ২২ জুন বিয়ে করেন তামিম ইকবাল ও আয়শা সিদ্দিকি। এবারই তাদের ঘরে প্রথম সন্তান আসলো।

তামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘একগুচ্ছ খুশি এসেছে আজ আমাদের পৃথিবীতে। উপরওয়ালার কৃপায় আমাদের ঘরে একটি পুত্র সন্তান এসেছে। ছেলে এবং মা দু’জনই সুস্থ আছে। তবে ডাক্তার আগামী ২৪ ঘণ্টা তাদের পর্যবেক্ষণে রাখবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনন্দন...
তামিম ইকবাল বদ্দা ও আয়েশা ইকবাল ভাবি :)
আরার ভাইপুতও যেন অনর মতন ক্রিকেটার অই এ দোয়া গরি। আল্লা আরার ভাইপুতরে সরে সরে ডর গরি দক :D
চিটেংগে পোয়া মেডিত পইলি লোয়া, আশা গরি আরার ভাইপুত লোয়া অইবু ;)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৮

শুভ্রা হক বলেছেন: "ব্যাংককের একটি হাসপাতালে জন্ম নেয় তামিমের প্রথম সন্তান।"== ব্যাংককে কেন ভাই? নিজের দেশের প্রতি আস্থা নাই?
আহারে বাংলাদেশ!
আমার দুর্ভাগা দেশ!

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:১৮

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনার সাথে আমিও সহমত!!
তবুও অভিনন্দন...

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫০

আরণ্যক রাখাল বলেছেন: গুড

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:২১

চাটগাইয়া জাবেদ বলেছেন: গুড = ভালো
ভেরী গুড = বেসম্ভব ভালো :D

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১২

মহা সমন্বয় বলেছেন: আশা করি এই ছেলে তামিমের সব রেকর্ড ভঙ্গ করবে।

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:২৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: ইনশাআল্লাহ্‌ আমরা সবাই এ আশায় করি :)

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অভিনন্দন নতুন বাবা মাকে আর শিশুর জন্য শুভকামনা।

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:২৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: তনিমা আপু, তামিম ভাইয়ের হয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ গ্রহণ করবেন :)

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: অভিনন্দন তামিম এবং ভাবীকে।

তবে শুভ্রা হক এর সাথে সহমত।
শুভ্রা হক বলেছেন: "ব্যাংককের একটি হাসপাতালে জন্ম নেয় তামিমের প্রথম সন্তান।"== ব্যাংককে কেন ভাই? নিজের দেশের প্রতি আস্থা নাই?
আহারে বাংলাদেশ!
আমার দুর্ভাগা দেশ!

০১ লা মার্চ, ২০১৬ রাত ২:২৯

চাটগাইয়া জাবেদ বলেছেন: শুভ্রা হক ভাইয়ের সাথে ও আপনার সাথে আমিও একমত!!
তবুও অভিনন্দন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.