নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

এবারের অস্কার আসরে চমকে দেয়া বচন, যা থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় ও মনে রাখার মত।

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৪:০৬

জানা যায়, দীর্ঘ ৮৭ বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে অনেক ঘটনাই ঘটেছে। যারা অস্কার দেওয়া অনুষ্ঠানের ভিডিওটা দেখছেন, তারাই দেখেছেন হয়তো। অস্কার হাতে পাওয়ার পর সবাই অভিভূত হয়েছেন, কেউ কেঁদেছেন, কেউ হেসেছেন। সবাই কিছু না কিছু বলেছেন। তবে কয়েকজন বলেছেন স্মৃতির পাতায় জমিয়ে রাখার মতো অমৃত কথা। তা তুলে ধরলাম, হয়তো এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে :)

#গ্রাহাম মুর... “আমার বয়স যখন ১৬ বছর, আমি আত্মহত্যার চেষ্টা করি। কারণ আমার মনে হতো আমি অদ্ভূত এবং আমার অনুভূতি বিচিত্র, এই পৃথিবীতে থাকার যোগ্য আমি নই। এই মুহূর্তে আমি এখানে এবং আমি চাই এই মুহূর্তে এই হলের বাইরে দাড়িয়ে থাকা তার হোক, যে নিজেকে অদ্ভূত মনে করে, যে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে অথবা যে নিজেকে কোথাও খাপ খাওয়াতে পারে না। হ্যা, ‍তুমি থাকো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি থাকো। তুমি থাকো। অদ্ভুত হয়েই থাকো । অন্যরকম হয়েই থাকো। এরপর যখন তোমার সুযোগ আসবে, তুমিও এই মঞ্চে দাড়াবে। অনুরোধ করছি, এই একই বাণী এরকম আরেকজনের কাছে পৌঁছে দাও যে তোমার আশেপাশেই আছে।”
- ২০১৫ সালে ‘দ্য ইমিটেশন গেইম’-এর চিত্রনাট্যের জন্য অস্কার জেতা গ্রাহাম মুর।

#বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন... “আমি ম্যাটকে সবে বলছিলাম, হারের স্বাদ ন্যাক্কারজনক এবং জেতাটা ভীতিকর, এটা আসলেই চরম, চরম ভীতিকর।”
-১৯৯৮ সালে ‘গুড উইল হান্টিং’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কারজয়ী বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন।

#লুপিতা নিয়ঙ্গ... “এই সোনার মূর্তির দিকে যখন তাকাই, এটা মনে করিয়ে দেয় নিজের এবং প্রতিটি ছোট্ট শিশুর কথা। কোনো ব্যাপার না কোত্থেকে তুমি এসেছো, তোমার স্বপ্ন দেখার অধিকার আছে।” - ২০১৪ সালে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেইভ’ সিনেমায় অভিনয়ের জন্য পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতা লুপিতা নিয়ঙ্গ।

#মাইকেল মুর... “আমরা এমন একটা সময়ে বাস করছি, যেখানে একজন মানুষ আমাদের যুদ্ধে পাঠাচ্ছে কল্পিত কারণে। আমরা এই যুদ্ধের বিরোধী জনাব বুশ। লজ্জা হয় তোমার জন্য। তোমার জন্য লজ্জা হয়!”
- ২০০৩ সালে ‘বোলিং ফর কলাম্বাইন’ প্রামাণ্যচিত্রের জন্য সেরা প্রামাণ্যচিত্র ফিচারে অস্কারজয়ী পরিচালক মাইকেল মুর।

#প্যাট্রিসিয়া অরকুয়েট... “সেই সব নারীর প্রতি বলছি, যারা সন্তান জন্ম দেন, কর দেন ও এই দেশের নাগরিক। আমরা একে অন্যের সম অধিকারের জন্য সংগ্রাম করছি। এটাই আমাদের সময় সবার জন্য পারিশ্রমিকে সমতা আনার এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার।”
- ২০১৫ সালে ‘বয়হুড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয়ী প্যাট্রিসিয়া অরকুয়েট।

#হিলারি সোয়াঙ্ক... “আমি ঠিক জানি না এই জীবনে আমি এমন কি করছি যার জন্য এই পুরস্কার পেলাম। আমি ট্রেইলার পার্ক থেকে আসা একটা মেয়ে মাত্র, যার একটা স্বপ্ন ছিলো।”
- ২০০৫ সালে ‘মিলিয়ান ডলার বেবি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয়ী হিলারি সোয়াঙ্ক।

#কেইট উইন্সলেট... “এটা হয়তো মিথ্য বলা হবে, যদি বলি আমার এই বক্তব্যের আর কোনো সংস্করণ নেই, আমার মনে হচ্ছে আমার বয়স বোধহয় আট এবং পলকহীন চোখে তাকিয়ে আছি বাথরুমের আয়নায়। আর এইটা হচ্ছে একটা শ্যাম্পুর বোতল। ভালো কথা, এটা এখন আর শ্যাম্পুর বোতল নয়।"
- ২০০৯ সালে ‘দ্য রিডার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কারজয়ী কেইট উইন্সলেট।

#রাসেল ক্রো... “সুবিধাবাদের বিপরীত দিক থেকে এবং সাহসের উপর ভর করে এগিয়ে আসছে যারা তাদের বলতে চাই, এটা সম্ভব, তাদের জন্য সব কিছুই সম্ভব।"
- ২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জয়ী রাসেল ক্রো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৮:১৮

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সত্যিই তাদের অনুভূতি গুলা চরম ছিল।
আর এই পোস্টে তাদের থেকে শিখার ও কিছু আছে।

ধন্যবাদ, ভ্রাতা।

১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৪

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! আপনাকেও ধন্যবাদ।

২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ৯:০৫

সুমন কর বলেছেন: চমৎকার অনুভূতিগুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৩| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

টরপিড বলেছেন: গ্রাহাম মুরের প্রথম বচনটা বেশি ভালো লাগছে। আমি যেমনই হইনা কেন, 'আমি' হয়েই থাকা। এটাই আমার স্বকীয়তা।

ধন্যবাদ শেয়ার করার জন্য।
ভালো থাকবেন।

১১ ই মার্চ, ২০১৬ ভোর ৫:০৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: আপনিও ভালো থাকবেন এবং আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.