নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছি

চাটগাইয়া জাবেদ

প্রবাসী মন!

চাটগাইয়া জাবেদ › বিস্তারিত পোস্টঃ

জানি, ক্রিকেটে প্রতিশোধ বলতে কিছু নেই। তবুও বলবো আজ এ সময় প্রতিশোধের!

০২ রা মার্চ, ২০১৬ ভোর ৪:৪৮


২০১২ সালের এশিয়া কাপের কথা কি কারো মনে আছে? ঐ যে ২২ মার্চ মিরপুরে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানের ব্যবধানে হেরে শিরোপাবঞ্চিত হয় আমাদের টিম বাংলাদেশ! হারের বেদনায় অঝরে কেঁদেছিলেন সাকিব-মুশফিকরা। সঙ্গে কাঁদিয়েছিলেন আমরা গোটা বাংলাদেশের ক্রিকেট প্রেমীদেরও! ২০১২ সালের এশিয়া কাপের কথা মনে পড়লেই চোখে ভাসে সাকিব আল হাসানের কান্না ভেজা একটি ছবিগুলো! যা দেখে কেঁদেছে গোটা বাংলাদেশও!( :( :(( )
আজ সেই এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে একই মাঠে আবারও মুখোমুখি হবে আমাদের টাইগাররা। এ ম্যাচে মাঠে নামার আগে হয়তো সাকিব-মুশফিকের মনে ফিরে ফিরে আসবে সেই স্মৃতিগুলো!

যদিও ২০১২ সালের ওই ম্যাচটি টুর্নামেন্টের ফাইনাল ছিল, আর আজকের ম্যাচটি ফাইনাল না হলেও আমাদের বাংলাদেশের জন্য অলিখিত ফাইনালই বলা যায়। কেননা পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জিততে পারলে এবারের আসরেও আমাদের বাংলাদেশের ফাইনাল খেলা পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে, নয়তো তাকিয়ে থাকতে হবে অন্য দলের জয়-পরাজয় আর রানরেটের সমীকরণের দিকে!

জানি, ক্রিকেটে প্রতিশোধ বলতে কিছু নেই। তবুও বলবো, এখন সময় প্রতিশোধের! মনে অনেক কষ্ট থাকলেও তা বুকের মধ্যের চাপা দিয়ে উচ্চঃকন্ঠে বলছি, বাংলাদেশের ক্রিকেট দলের প্রতি শুভ কামনা। আমরা কোন অবস্থাতেই দেশের চাপ তোমাদের উপর চাপিয়ে দিতে চাইনা। মাঠে তোমাদের অনবদ্য অর্জনের মাধ্যমেই দেশকে আবারও তুলে ধর বিশ্বের দরবারে। দেশ ও জাতি হিসেবে আমাদেরকে এশিয়া কাপে সম্মানিত ও গর্বিত কর। সাধ্যটুকু মাঠে উজাড় করে দাও। নিশ্চয়ই তোমাদের সফলতা সন্নিকটে। দেশের মানুষ যখন দেশের আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুঃসংবাদ শুনতে শুনতে ক্লান্ত তখন তোমরাই পার দেশের মানুষকে আবারও শান্তি দিতে। দেশবাসীর জন্য নিশ্চয়ই এটুকু করবে। সাকিব-তামিম ও মাশরাফিরা দলগত অর্জনের মাধ্যমেই বিজয় ছিনিয়ে আনবে এবং আমাদের মানসিক তৃপ্তিতে ভরিয়ে দিবে এমন প্রত্যাশাই করি...

আবারো, বাংলাদেশ দলের প্রতি অনেক শুভ কামনা ও দোয়া এবং আমাদের অনেক প্রত্যাশা এবার!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৬ ভোর ৫:০১

ডঃ এম এ আলী বলেছেন: খেলা মানেই ভ্রাতৃত্ব বন্ধন, মিলন মেলা, বন্ধুত্ব গড়া, মহা আনন্দের সেতুবন্ধন, তবে প্রতিশোধ তো থাকতেই হবে , তবে তা হবে মধুর প্রতিশোধ , যে প্রতিশোধে দু পক্ষরই আনন্দ , শুধুই আনন্দ, পাওয়া ও না পাওয়ার । যা হোক এবার আর কান্না নয় , প্রাপ্তির কামনা ।

১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৪৩

চাটগাইয়া জাবেদ বলেছেন: হুম! প্রতিশোধ তো থাকতেই হবে, তবে তা হবে মধুর প্রতিশোধ, যে প্রতিশোধে দু পক্ষরই আনন্দ, শুধুই আনন্দ, পাওয়া ও না পাওয়ার। যা হোক এবার আর কান্না নয়, প্রাপ্তির কামনা।

২| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:২৮

বিজন রয় বলেছেন: পুরানো কথা মনে রেখে এখন ভাল করতে হবে।

১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৪৫

চাটগাইয়া জাবেদ বলেছেন: আশা করি এখন অনেক ভালোই হচ্ছে।

৩| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৩৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মাশরাফি অতীতাশ্রয়ী আত্মবিশ্বাসে বিশ্বাস করেন না। নতুন দিনে নতুন কিছু করতে হবে, এই তাঁর দর্শন, ‘মনে হয় না পুরোনো জিনিসগুলো খুব একটা সাহায্য করবে। নতুন দিন, নতুন খেলা, নতুন টুর্নামেন্ট। আগে কী হয়েছে, তা না ভেবে কাল (আজ) আমরা কতটা ভালো শুরু করতে পারি, তা নিয়েই ভাবছি।’...... প্রথম আলো

১১ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৪৭

চাটগাইয়া জাবেদ বলেছেন: ভালোই বলেছে। তবে, সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু পুরনো কথা একটু করে হলেও মনে করা ভালো, সামনে এগিয়ে যাওয়ার পথে শক্তি বাড়াই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.